বাড়ি প্রচ্ছদ পৃষ্ঠা 4

ভোটার SIR ফর্ম জমা করেছেন? ভোটার নামলিস্টে আছে কিনা চটপট চেক করুন

আপনি যদি ভোটার এসআইআর ফর্ম—অর্থাৎ গণনা ফর্ম বা এনুমারেশন ফর্ম—পূরণ করে জমা দিয়ে থাকেন, তাহলে এখনই চেক করে দেখুন আপনার ফর্ম বুথ লেভেল অফিসার (BLO) অনলাইন BLO App-এ আপলোড করা হয়েছে কিনা (Voter SIR Form Status Check )। আপনার বা পরিবারের সদস্যদের ফর্ম যদি BLO অনলাইনে সাবমিট বা আপলোড না করা হয়, তাহলে খসড়া ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হবে না। তাই সময়মতো যাচাই করা খুবই গুরুত্বপূর্ণ।

ভোটার নামলিস্টে আছে কিনা চেক করুন (Voter SIR Form Status Check)

নির্বাচন কমিশন জানাচ্ছে, ভোটার গণনা বা এনুমেরেশন ফর্ম জমা দেওয়ার কাজ চলছে অনলাইন ও অফলাইন দুই পদ্ধতিতেই, এবং এই সময়সীমা চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। যারা খসড়া ভোটার তালিকায় নিজেদের নাম অন্তর্ভুক্ত করতে চান, তাদের প্রত্যেককে এই সময়ের মধ্যে ফর্ম BLO (বুথ লেভেল অফিসার)-এর মাধ্যমে অনলাইন বা অফলাইনে জমা দিতে হবে।

আপনি যদি অনলাইন কিংবা অফলাইনে গণনা ফর্ম কিংবা এনুমেরেশন ফর্ম জমা করে থাকেন, তাহলে কয়েকটি ধাপ ফলো করে দেখে নিন আপনার ফর্ম সাবমিট হয়েছে কিনা। অফলাইন হোক বা অনলাইন বুথ লেভেল অফিসার (BLO) আপনার এসআইআর (Voter SIR 2026) ফর্ম অনলাইনে আপলোড করলো কিনা, তা এখন মোবাইল ফোন কিংবা কম্পিউটার বা লেপটপের মাধ্যমে জানতে পারবেন।

আরও পড়ুন: কলকাতা বিশ্ববিদ্যালয়ে গবেষকের খোঁজ! কোন বিভাগে, কী শর্তে আবেদন করবেন?

ভোটার এসআইআর ফর্ম অনলাইন আপলোড বা সবমিট হয়েছে কিনা, তা জানার জন্য আপনার দরকার পরবে শুধুমাত্র ভোটার কার্ড (Voter Card) নাম্বার। যে ভোটারের এসআইআর ফর্ম পূরণের স্থিতি যাচাই করতে৷ চাচ্ছেন, তার ভোটার কার্ড নাম্বারের দরকার পরবে। আবেদন পর্ব শেষ হওয়ার পর, কমিশনের তরফ থেকে ১৬ই ডিসেম্বর ২০২৬ খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। যাদের নাম থাকবে না কিংবা কোনো সমস্যা রয়েছে তাদের ১৬ই ডিসেম্বর থেকে ১৫ই জানুয়ারি ২০২৬ পর্যন্ত দাবি ও আপত্তি জানাতে পারবেন। এরপর কমিশন ফাইনাল ভোটার লিস্ট (West Bengal Final Voter List 2026) ১৪ই ফেব্রুয়ারী প্রকাশ করা হবে।

Voter SIR Status Check Online 2026

  • প্রথমে ভোটার সার্ভিস পোর্টালে যান, অথবা নিচের লিংকে ক্লিক করে সরাসরি প্রবেশ করতে পারেন।
  • Sign Up-এ ক্লিক করে মোবাইল নাম্বার, নাম ইত্যাদি তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করুন।
  • রেজিস্ট্রেশনের পর Log In-এ ক্লিক করে রেজিস্টার করা মোবাইল নাম্বার দিয়ে লগইন করুন।
  • লগইন করার পর Special Intensive Revision (SIR) – 2026 এর মধ্যে Fill Enumeration Form-এ ক্লিক করুন।
  • এরপর আপনার রাজ্যের নাম সিলেক্ট করুন এবং যে ব্যক্তির ভোটার SIR ফর্ম স্ট্যাটাস চেক করতে চান, তার ভোটার কার্ড নম্বর দিয়ে সার্চ করুন।
  • যারা BLO-এর মাধ্যমে ফর্ম পূরণ ও জমা দিয়েছেন, তাদের দেখাবে “Your form has already been submitted”। যারা অনলাইনে সাবমিট করেছেন, তাদের মোবাইল নাম্বার আসবে, সেখানে Send OTP-তে ক্লিক করে OTP বসিয়ে Verify করুন। এরপর দেখাবে “Your form has already been submitted. If you wish to update the details, please contact your BLO.”
  • ফর্মে কোনো তথ্য আপডেট বা পরিবর্তনের প্রয়োজন হলে আপনার BLO-এর সাথে যোগাযোগ করে তা সংশোধন করতে পারবেন।
Voter SIR Form Status Check Link:- Click Now

প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন JKNEWS24 Bangla। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!

কলকাতা বিশ্ববিদ্যালয়ে গবেষকের খোঁজ! কোন বিভাগে, কী শর্তে আবেদন করবেন?

কেন্দ্রের অর্থপুষ্ট একটি বিশেষ গবেষণা প্রকল্পে কর্মী নিয়োগের ঘোষণা করল কলকাতা বিশ্ববিদ্যালয় (CU Recruitment)। শুক্রবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই প্রকল্পে অস্থায়ী ভিত্তিতে চুক্তিভিত্তিক গবেষক নিয়োগ করা হবে। বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট গবেষণা বিভাগে এই কাজ পরিচালিত হবে, এবং আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট যোগ্যতা ও শর্ত মেনে আবেদন করতে পারবেন।

কলকাতা বিশ্ববিদ্যালয়ে গবেষকের খোঁজ (CU Recruitment)

কলকাতা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগে একটি নতুন গবেষণা প্রকল্পে কাজের সুযোগ এসেছে, যেখানে অর্থ দিচ্ছে কেন্দ্রীয় সংস্থা অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (এএনআরএফ)। এই প্রকল্পে একজন জুনিয়র রিসার্চ ফেলো নেওয়া হবে। প্রথমে এক বছরের জন্য চুক্তিভিত্তিক কাজ, প্রয়োজনে আরও ৯ মাস বাড়তে পারে মেয়াদ। মাসে ৩৭,০০০ টাকার সম্মানিকের পাশাপাশি থাকছে বাড়িভাড়া ভাতাও—যাঁরা গবেষণায় ক্যারিয়ার গড়তে চান, তাঁদের জন্য এটি দারুণ সুযোগ।

আরও পড়ুন: সমাজবিজ্ঞান প্রকল্পে আইএসআই-এ চাকরি, অনলাইনে আবেদন শুরু

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই পদার্থবিদ্যায় স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫% নম্বর থাকতে হবে। সঙ্গে সিএসআইআর–নেট বা গেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়াও বাধ্যতামূলক। বয়সসীমা রাখা হয়েছে সর্বোচ্চ ২৮ বছর, তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

আবেদন করতে আগ্রহীরা বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকা ই-মেল আইডিতে আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিগুলি পাঠিয়ে দিতে হবে। আবেদন গ্রহণের শেষ তারিখ ২৪ ডিসেম্বর। এরপর ৩১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে ইন্টারভিউ হবে, যেখানে প্রার্থীদের সব আসল নথি নিয়ে উপস্থিত থাকতে হবে। আবেদনের পূর্ণ শর্তাবলি জানতে মূল বিজ্ঞপ্তিটি একবার ভালো করে দেখে নেওয়া জরুরি।

প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন JKNEWS24 Bangla। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!

সমাজবিজ্ঞান প্রকল্পে আইএসআই-এ চাকরি, অনলাইনে আবেদন শুরু

সমাজবিজ্ঞান নিয়ে গবেষণার প্রয়োজনীয় সমস্ত তথ্য কীভাবে সুচারুভাবে সংগ্রহ ও বিশ্লেষণ করা যায় (ISI Kolkata Recruitment)। সেই বিষয়ে গবেষণাধর্মী একটি বিশেষ প্রকল্পে কর্মী নিয়োগ করছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (ISI) বেঙ্গালুরু। এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইএসআই কলকাতা। জানানো হয়েছে, আগ্রহী প্রার্থীরা সম্পূর্ণ প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন করতে পারবেন।

সমাজবিজ্ঞান প্রকল্পে আইএসআই-এ চাকরি (ISI Kolkata Recruitment)

বেঙ্গালুরুতে প্রতিষ্ঠানের ডকুমেন্টেশন রিসার্চ অ্যান্ড ট্রেনি সেন্টারে গবেষণার কাজ হবে। প্রকল্পটির নাম— ‘প্ল্যানিং ফর দ্য রিসার্চ ডেটা ম্যানেজমেন্ট রিপোজ়িটারিস উইথ স্পেশ্যাল রেফারেন্স টু সোশ্যাল সায়েন্স’।

আরও পড়ুন: রাষ্ট্রায়ত্ত সংস্থায় চাকরির সুযোগ স্নাতকদের জন্য! 

এই প্রকল্পে একজন প্রজেক্ট লিঙ্কড পার্সন নিয়োগ করা হবে, যাঁর দায়িত্ব থাকবে গবেষণা-সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং প্রকল্প বাস্তবায়নের কাজকে এগিয়ে নিয়ে যাওয়া। নির্বাচিত প্রার্থীর চাকরির মেয়াদ প্রাথমিকভাবে নির্ধারিত হয়েছে ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত। তবে সংস্থা জানিয়েছে, প্রয়োজন এবং তহবিলের প্রাপ্যতা অনুযায়ী এই মেয়াদ ভবিষ্যতে শর্তসাপেক্ষে বাড়ানো যেতে পারে।

এই পদে আবেদন করতে প্রার্থীদের বয়স অবশ্যই ৩৫ বছরের মধ্যে হতে হবে, যদিও সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সে ছাড় দেওয়া হবে। নির্বাচিত প্রার্থী মাসে ৩১,০০০ টাকা সম্মানিক পাবেন।

যোগ্যতার ক্ষেত্রে আবেদনকারীদের কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজিতে BE/BTech থাকা আবশ্যক। একই সঙ্গে যাঁদের লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, কম্পিউটার সায়েন্স, আইটি বা সমতুল বিষয় নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে, তাঁরাও আবেদন করতে পারবেন।

ইচ্ছুক প্রার্থীদের নিজেদের জীবনপঞ্জি (CV) এবং প্রয়োজনীয় নথিপত্র বিজ্ঞপ্তিতে উল্লেখ করা নির্দিষ্ট ই-মেল আইডি-তে পাঠাতে হবে। আবেদন পাঠানোর শেষ তারিখ ১৫ ডিসেম্বর। এরপর পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। অন্যান্য বিস্তারিত তথ্য মূল বিজ্ঞপ্তিতেই উল্লেখ রয়েছে।

প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন JKNEWS24 Bangla। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!

রাষ্ট্রায়ত্ত সংস্থায় চাকরির সুযোগ স্নাতকদের জন্য! কী ভাবে হবে যোগ্যতা যাচাই?

রাষ্ট্রায়ত্ত সংস্থা স্নাতকদের জন্য নির্দিষ্ট মেয়াদের চুক্তিভিত্তিক চাকরির সুযোগ নিয়ে এসেছে (Govt Jobs for Graduates)। প্রজেক্ট ইঞ্জিনিয়ার এবং টেকনিক্যাল এক্সপার্ট—এই দুটি পদে মোট ১৫ জন কর্মী নিয়োগ করা হবে। নির্বাচিতদের কাজ করতে হবে ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (ECIL)-এর হায়দরাবাদ দফতরে। এই নিয়োগের জন্য সংস্থার পক্ষ থেকে ওয়াক-ইন ইন্টারভিউয়ের ব্যবস্থা করা হয়েছে, যা অনুষ্ঠিত হবে ১৯ ও ২০ ডিসেম্বর।

রাষ্ট্রায়ত্ত সংস্থায় চাকরির সুযোগ (Govt Jobs for Graduates)

ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনও শাখায় স্নাতক হলেই এই পদগুলোতে কাজের সুযোগ মিলতে পারে। পাশাপাশি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (CA) বা এমবিএ ডিগ্রিধারীরাও এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন। তবে যোগ্যতার সঙ্গে অবশ্যই থাকতে হবে তিন থেকে ১০ বছরের কাজের অভিজ্ঞতা। ভালো খবর হল—শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) হিসেবে কাজের অভিজ্ঞতাও এখানে গ্রহণযোগ্য ধরা হবে।

আরও পড়ুন: দক্ষিণ ২৪ পরগনায় ১৫৩ জন কর্মী নিয়োগ!

প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে আবেদনকারীদের বয়সসীমা সর্বোচ্চ ৩৩ বছর, আর টেকনিক্যাল এক্সপার্ট পদের ক্ষেত্রে এটি সর্বোচ্চ ৬০ বছর নির্ধারিত হয়েছে। নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে ৪০,০০০ টাকা থেকে ১,২৫,০০০ টাকা পর্যন্ত পারিশ্রমিক পাবেন। প্রজেক্ট ইঞ্জিনিয়ারদের জন্য চুক্তির মেয়াদ থাকবে ১ বছর, আর টেকনিক্যাল এক্সপার্টদের ক্ষেত্রে চুক্তি হবে ৬ মাসের।

আগ্রহীদের ইন্টারভিউয়ের দিন সকাল ৯টার মধ্যে হায়দরাবাদের দফতরে ইন্টারভিউ দিতে আসতে হবে। ওই দিন প্রার্থীদের জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা এবং কর্মজীবনের শংসাপত্রের মতো নথি সঙ্গে রাখা প্রয়োজন।

আজ সোনা–রুপোর দাম কত? বিয়ের সময়ে নতুন রেকর্ড ছুঁল বাজার

মধ্যবিত্তদের পকেটে আবারও চাপ বাড়তে শুরু করেছে, কারণ সোনার দাম ফের একলাফে বেড়ে গেছে—তাও আবার বিয়ের মরসুমে, যখন বাজারে এমনিতেই চাহিদা তুঙ্গে (Gold Price Today)। দিনের পর দিন রেকর্ড ছুঁয়ে চলা সোনার পাশাপাশি রুপোর ক্ষেত্রেও দুঃসংবাদ আছে, সাদা ধাতুর দামও আজ আরও একবার উর্ধ্বগতিতে পৌঁছেছে। এখন প্রশ্ন—আজ কোন শহরে কত দামে সোনা আর রুপো বিক্রি হচ্ছে? জানতে চাইলে পড়ে ফেলুন পুরো প্রতিবেদন। IBJA Rates-এর সর্বশেষ রিপোর্ট অনুযায়ী—

22 ক্যারেট হলমার্ক সোনার দাম | Gold Price Today |

শহর / অঞ্চলসোনার ধরনপ্রতি 10 গ্রামের দামঅতিরিক্ত তথ্য
কলকাতা22 ক্যারেট হলমার্ক₹1,23,150গতকালের চেয়ে ₹850 বেশি
মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা22 ক্যারেট₹1,19,300
দিল্লি, লখনৌ22 ক্যারেট₹1,19,450
ভদোদরা, আহমেদাবাদ22 ক্যারেট₹1,19,350

24 ক্যারেট পাকা সোনার দাম

শহর / অঞ্চলসোনার ধরনপ্রতি 10 গ্রামের দামঅতিরিক্ত তথ্য
কলকাতা24 ক্যারেট₹1,29,600গতকালের থেকে ₹950 বেশি
মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা24 ক্যারেট₹1,30,150
দিল্লি, লখনৌ24 ক্যারেট₹1,30,300
ভদোদরা, আহমেদাবাদ24 ক্যারেট₹1,30,200

18 ক্যারেট সোনার দাম

শহর / অঞ্চলসোনার ধরনপ্রতি 10 গ্রামের দামঅতিরিক্ত তথ্য
কলকাতা18 ক্যারেট₹97,610
মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা, পুনে18 ক্যারেট₹97,610
দিল্লি, লখনৌ18 ক্যারেট₹97,760
ভদোদরা, আহমেদাবাদ18 ক্যারেট₹97,660

আজ রুপোর বাজার দর | Silver Price Today |

শহর / অঞ্চলরুপোর ধরনপ্রতি কেজির দামঅতিরিক্ত তথ্য
কলকাতাখুচরো রুপো₹1,79,050গতকালের তুলনায় ₹2,450 বেশি
চেন্নাই, হায়দ্রাবাদ, কেরালাখুচরো রুপো₹1,95,900
মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, পুনে, আহমেদাবাদখুচরো রুপো₹1,90,000

আরও পড়ুন: দক্ষিণবঙ্গের ৫ জেলায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা, পারদ নামল ১২ ডিগ্রিতে

দক্ষিণ ২৪ পরগনায় ১৫৩ জন কর্মী নিয়োগ! কোন পদে হচ্ছে নিয়োগ, কারা আবেদন করতে পারবেন?

দক্ষিণ ২৪ পরগনা জেলায় একাধিক পদে চাকরির সুযোগ এসেছে (South 24 Parganas District Health)। জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে বিভিন্ন পদে কর্মী নিয়োগের ঘোষণা প্রকাশিত হয়েছে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে। যারা সরকারি স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত হয়ে কাজ করতে চান, তাঁদের জন্য এটি দারুণ এক সুযোগ হতে পারে।

দক্ষিণ ২৪ পরগনায় ১৫৩ জন কর্মী নিয়োগ (South 24 Parganas District Health)

জেলায় নিয়োগ করা হবে কমিউনিটি হেল্‌থ অফিসার (CHO) পদে, এবং মোট শূন্যপদ রয়েছে ১৫৩টি। নির্বাচিত প্রার্থীদের জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন ব্লক ও স্বাস্থ্যকেন্দ্রে কাজ করতে হবে। পুরো নিয়োগই হবে চুক্তিভিত্তিক।

আরও পড়ুন: বাঁকুড়ায় অ্যাডিশনাল ইনস্পেক্টর নিয়োগ! অনগ্রসর শ্রেণি ও আদিবাসী উন্নয়ন বিভাগে বেতন কত জানুন

এই পদের জন্য আবেদন করতে প্রার্থীদের বয়স থাকতে হবে ৪০ বছরের মধ্যে, তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। নির্বাচিতদের প্রতি মাসে ২০,০০০ টাকা বেতন দেওয়া হবে। যারা স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে কাজ করতে আগ্রহী, তাঁদের জন্য এটি সত্যিই বড় সুযোগ।

উল্লিখিত পদে নার্সিং বা আয়ুর্বেদ-এ স্নাতক যোগ্যতাসম্পন্নেরা আবেদন করতে পারবেন। যোগ্যতার সমস্ত মাপকাঠি মূল বিজ্ঞপ্তিতে বিশদ উল্লেখ করা হয়েছে।

চাকরিপ্রার্থীদের রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে গিয়ে তাঁদের আবেদনপত্র জমা দিতে হবে। আগামী ১০ ডিসেম্বর আবেদনের শেষ দিন। এর পর লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে নিয়োগ হবে।

বাঁকুড়ায় অ্যাডিশনাল ইনস্পেক্টর নিয়োগ! অনগ্রসর শ্রেণি ও আদিবাসী উন্নয়ন বিভাগে বেতন কত জানুন

বাঁকুড়া জেলার অনগ্রসর শ্রেণি ও আদিবাসী উন্নয়ন বিভাগে কর্মী নিয়োগের ঘোষণা এসেছে (Job Vacancy)। জেলার প্রশাসনিক ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্লক ডেভেলপমেন্ট অফিসারের উদ্যোগে এই নিয়োগ প্রক্রিয়া চলবে। মোট শূন্যপদ রয়েছে ৭টি। যারা স্থানীয় স্তরে সরকারি প্রকল্প ও কল্যাণমূলক কাজে যুক্ত হতে চান, তাঁদের জন্য এটি দারুণ সুযোগ বলা যায়।

বাঁকুড়ায় অ্যাডিশনাল ইনস্পেক্টর নিয়োগ (Job Vacancy 2025)

নিয়োগ হবে অ্যাডিশনাল ইনস্পেক্টর পদে, যেখানে কাজ করতে হবে সম্পূর্ণ চুক্তিভিত্তিকভাবে। প্রথমেই কাজের মেয়াদ রাখা হয়েছে এক বছর, তবে প্রয়োজন হলে তা বাড়ানোও যেতে পারে। প্রতি মাসে বেতন মিলবে ১২ হাজার টাকা। এখানে আবেদন করতে পারবেন ইনস্পেক্টর, এক্সটেনশন অফিসার, ব্লক স্তরের হেড ক্লার্ক বা সমমানের পদ থেকে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা, তবে বয়স অবশ্যই ৬৫ বছরের মধ্যে হতে হবে। অন্য যোগ্যতা ও শর্তাবলী সম্পর্কে জানতে ইচ্ছুক প্রার্থীদের মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এই নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীদের নির্বাচন করা হবে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে। ইন্টারভিউ অনুষ্ঠিত হবে ২৯ ডিসেম্বর ২০২৫, সকাল ১১টা থেকে। নির্দিষ্ট দিনে ঠিক সময়ে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা ঠিকানায় পৌঁছে যেতে হবে আবেদনকারীদের। কোন কোন নথি সঙ্গে নিতে হবে, তা জানতে প্রার্থীদের প্রথমে বাঁকুড়া জেলার প্রশাসনিক ওয়েবসাইটের ‘রিক্রুটমেন্ট’ বিভাগে গিয়ে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া উচিত। সেখানেই ইন্টারভিউ সংক্রান্ত সমস্ত বিস্তারিত তথ্য ও শর্তাবলি পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে।

🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন JKNEWS24 Bangla। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!

দক্ষিণবঙ্গের ৫ জেলায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা, পারদ নামল ১২ ডিগ্রিতে

আর রক্ষে নেই! আজ শুক্রবার থেকেই আলিপুর আবহাওয়া দফতর (Weather Today) বাংলার জেলায় জেলায় হাড়-কাঁপানো শীতের পূর্বাভাস জারি করেছে। সঙ্গে চরম সতর্কতাও ঘোষণা করা হয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন—গতকাল বৃহস্পতিবারই মরসুমের সবচেয়ে শীতল দিন কাটাল কলকাতা, তাপমাত্রা নেমে গিয়েছিল ১৫.৬ ডিগ্রিতে। তবে এখানেই শেষ নয়, আগামী দিনে আরও কমবে পারদ—এমনটাই ইঙ্গিত আবহাওয়াবিদদের। উত্তরের জোরালো হাওয়ায় আজও ঠান্ডায় কাঁপছে কলকাতা। অন্যদিকে বীরভূমে তো সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে মাত্র ১০ ডিগ্রি, ফলে শীতপ্রীতিদের মুখে এখন হাসি, আর সাধারণ মানুষের মনে জমে উঠছে শীতের কামড়!

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে কথা বলা যাক। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলীয় জেলাগুলিতে তীব্র থেকে তীব্রতর ঠান্ডা ও শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, নদীয়া ও পশ্চিম বর্ধমানের বেশ কিছু এলাকায় জারি হয়েছে হাঁড়-কাঁপানো শীতের সতর্কতা। তাপমাত্রা থাকবে স্বাভাবিকের তুলনায় অনেকটাই নিচে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী দিনে এই জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা আরও নেমে ৫ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। সব মিলিয়ে এক কথায়—শীতের দুর্দান্ত ইনিংস ইতিমধ্যেই শুরু হয়ে গেছে গোটা বাংলায়!

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার উত্তরবঙ্গের আবহাওয়ার দিকেও নজর দেওয়া যাক। দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গেও দ্রুতগতিতে বাড়ছে ঠান্ডার দাপট। পাহাড়ি জেলাগুলোর মধ্যে দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ৬.২ ডিগ্রি সেলসিয়াসে, আর কালিম্পংয়ে রেকর্ড হয়েছে ১০.৫ ডিগ্রি। আজ শুক্রবার দার্জিলিং, আলিপুরদুয়ার ও কালিম্পং জেলায় আরও বেশি শীতের কামড় অনুভূত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। সব মিলিয়ে উত্তরবঙ্গেও জমে উঠেছে শীতের আমেজ।

আগামীকালের আবহাওয়া

শনিবারও জেলায় জেলায় ঠান্ডার দাপট থাকবে বলে খবর। আবহাওয়া অফিস জানিয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার এক বা দুটি জায়গায় সকালে অগভীর থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে দৃশ্যমানতা ১ কিমি থেকে ২০০ মিটারেরও কম হবে। অপরদিকে শীত থাকবে বলে খবর।

বিশ্বভারতীতে শিক্ষক নিয়োগ: কোন বিষয়ে পড়াতে হবে, কীভাবে করবেন আবেদন?

বিশ্বভারতীর ভাষা ভবনে এবার মিলছে শিক্ষকতার দারুণ সুযোগ (Teacher recruitment) । আধুনিক ইউরোপীয় ভাষা, সাহিত্য এবং সংস্কৃতি অধ্যয়ন কেন্দ্রের তরফে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা প্রতিষ্ঠানটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ নোটিফিকেশন দেখে নিতে পারবেন। সেখানে যোগ্যতা, আবেদন প্রক্রিয়া এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিতভাবে উল্লেখ রয়েছে।

বিশ্বভারতীতে শিক্ষক নিয়োগ (Teacher recruitment)

বিশ্বভারতীতে অতিথি শিক্ষক (গেস্ট ফ্যাকাল্টি) হিসেবে নিয়োগের সুযোগ মিলছে। একটি শূন্যপদে শিক্ষক নেওয়া হবে, যেখানে প্রতি ক্লাসে পাওয়া যাবে দেড় হাজার টাকা এবং মাসিক বেতন সর্বোচ্চ ৫০ হাজার টাকার মধ্যে হতে পারে। চুক্তিভিত্তিক এই পদে জার্মান ভাষা পড়ানোর দায়িত্ব থাকবে। আবেদন করতে হলে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জার্মান ভাষায় স্নাতকোত্তর ডিগ্রি থাকা বাধ্যতামূলক। পাশাপাশি ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (NET) উত্তীর্ণ হওয়াও জরুরি। অন্যান্য যোগ্যতা ও বিস্তারিত তথ্য জানতে মূল বিজ্ঞপ্তিটিই দেখে নেওয়া উচিত।

কী ভাবে আবেদন করবেন?

আগ্রহী প্রার্থীরা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের ‘Career’ বিভাগে গেলে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন। সেখানে দেওয়া নির্দেশিকা অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে। বিজ্ঞপ্তিটি ২৭ নভেম্বর প্রকাশিত হয়েছে, এবং সেদিন থেকে আগামী তিন সপ্তাহের মধ্যেই আবেদন জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। যোগ্যতার শর্ত, আবেদন পদ্ধতি এবং অন্যান্য প্রয়োজনীয় নিয়ম বিস্তারিতভাবে জানতে সরাসরি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটই দেখে নেওয়া ভাল।

🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন JKNEWS24 Bangla। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!

রেশনে কেরোসিন তেলের দাম বাড়াল কেন্দ্র! তিন মাসে মোট বৃদ্ধি ৬ টাকা

মধ্যবিত্তদের জন্য এল দুঃসংবাদ। হঠাৎ করেই কেরোসিন তেলের দাম বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার (Kerosene Price)। বিশেষ করে যারা রেশন থেকে কেরোসিন তেল নেন, তাদের এবার থেকে আরও বেশি টাকা গুনতে হবে। রেশনে এক ঝটকায় লিটারপিছু প্রায় ৪ টাকা দাম বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে। স্বাভাবিকভাবেই এতে সাধারণ মানুষের মাথায় চাপ বাড়বে। ঠিক কতটা বৃদ্ধি হল এবং কেন—তা জানতে পুরো প্রতিবেদনটি পড়ুন।

কেরোসিন তেলের দাম বাড়াল সরকার (Kerosene Price)

জানা গিয়েছে, গত তিন মাসে মোট প্রায় ৬ টাকা বেড়েছে কেরোসিন তেলের দাম। এমনিতেই মুদ্রাস্ফীতির চাপে নাজেহাল সাধারণ মানুষ, তার ওপরে এই দাম বৃদ্ধি যেন গোদের ওপর বিষফোঁড়া। ফলে রেশন ডিলারদেরও দুশ্চিন্তা বাড়ছে। অনেকের মতে, দামের এমন লাগামছাড়া বৃদ্ধির পর বহু পরিবার আর কেরোসিন তেল কেনার আগ্রহ দেখাবেন না বলেই আশঙ্কা করা হচ্ছে।

কলকাতায় কত টাকায় মিলবে?

খাদ্য দফতর সূত্রে জানা গেছে, কলকাতায় কেরোসিনের নতুন দাম হবে প্রায় ৬৭ টাকা, আর অন্য জেলাগুলিতে তা ৭০ টাকার কাছাকাছি থাকবে বলে মনে করছেন ডিলার সংগঠনের সদস্যরা। স্বাভাবিকভাবেই দাম এতটাই বাড়ায় রেশন গ্রাহকদের মধ্যে কেরোসিনের চাহিদা আরও কমবে বলেই আশঙ্কা করছেন তাঁরা। অনেকের মতে, পশ্চিমবঙ্গে কেরোসিনের ব্যবহার ধীরে ধীরে কমিয়ে দিতেই কেন্দ্র এমন কৌশল নিচ্ছে।

ডিলার সংগঠনের নেতা অশোক গুপ্তও অভিযোগ করেছেন, গোটা দেশেই রেশনের মাধ্যমে কেরোসিন বিতরণ বন্ধ করতে মরিয়া কেন্দ্র। কিন্তু বাংলা তাতে রাজি নয়। তাঁর দাবি, কলকাতা হাইকোর্টের এক রায়ের ভিত্তিতেই মোদি সরকারকে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি পরিমাণ কেরোসিন দিতে বাধ্য করা হয়েছে।

🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন JKNEWS24 Bangla। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!