ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের হলদিয়া রিফাইনারিতে শিক্ষানবিশ (Apprenticeship Recruitment) নেওয়া হচ্ছে। যেখানে মোট ২১৬টি শূন্যপদে প্রশিক্ষণের সুযোগ মিলবে। গণিত, বাণিজ্য, পদার্থবিদ্যা, রসায়ন বা ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি বিষয়ে স্নাতকরা এই অ্যাপ্রেন্টিসশিপে আবেদন করতে পারবেন। পাশাপাশি কেমিক্যাল, পেট্রোকেমিক্যাল, রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং–এর ডিপ্লোমাধারীরাও সংশ্লিষ্ট বিভাগে প্রশিক্ষণের সুযোগ পাবেন।
হলদিয়ার তেল শোধনাগারে বড় নিয়োগ (Apprenticeship Recruitment)
পাশাপাশি দ্বাদশ উত্তীর্ণ প্রার্থীরাও এই অ্যাপ্রেন্টিসশিপে আবেদন করতে পারবেন, যেখানে তাঁদের ডেটা এন্ট্রি অপারেটর ট্রেডে এক বছরের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। তবে বয়স অবশ্যই ১৮ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে, আর যারা আগে অ্যাপ্রেন্টিস হিসাবে প্রশিক্ষণ নিয়েছেন, তাঁরা আর আবেদন করতে পারবেন না। প্রশিক্ষণ চলাকালীন প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের ভাতা পাবেন এবং তাঁদের যোগ্যতা স্নাতক বা ডিপ্লোমায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই যাচাই করা হবে।
আবেদনকারীদের অনলাইনে আবেদন জমা দিতে হবে। আবেদনের জন্য পোর্টাল ১৮ ডিসেম্বর পর্যন্ত চালু থাকবে। বাছাই করা প্রার্থীদের নাম ২৭ ডিসেম্বর প্রকাশ করা হবে। কী ভাবে আবেদন করতে হবে, সেই বিষয়ে বিশদ জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।
🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন “JKNEWS24 Bangla”। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!
রাজ্যজুড়ে তৈরি হওয়া SIR আতঙ্কে যাঁরা প্রাণ হারিয়েছেন। সেই পরিবারগুলোর পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (SIR Death In West Bengal) । ভোটার তালিকার নিবিড় পরিমার্জন চলাকালীন যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। তার জেরে বাংলায় একাধিক মানুষের মৃত্যু হয়েছে। এবার মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, এসব পরিবারের পাশে দাঁড়িয়ে সরকার আর্থিক সাহায্য দেবে। শুধু মৃতদের পরিবারই নয়, SIR আতঙ্কে শারীরিক বা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়া ব্যক্তিরাও সরকারি সহায়তা পাবেন বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কত টাকা করে আর্থিক সাহায্য দেবে সরকার? (SIR Death In West Bengal)
মঙ্গলবার SIR আতঙ্কে মৃত ও আত্মঘাতীদের পরিবারের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন বড় সিদ্ধান্ত। তিনি জানান, রাজ্যজুড়ে SIR–এর চাপে এখনও পর্যন্ত ৩৯ জন সাধারণ মানুষ বিভিন্ন কারণে প্রাণ হারিয়েছেন। যার মধ্যে আত্মহত্যার ঘটনাও রয়েছে। তাঁদের প্রতিটি পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেবে। এখানেই শেষ নয়—SIR–এর চাপে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ব্যক্তি এবং ৩ জন BLO-সহ মোট ১৩ জনকে মুখ্যমন্ত্রী ১ লক্ষ টাকা করে সাহায্য ঘোষণা করেছেন।
বলাই বাহুল্য, SIR আতঙ্কে বিগত দিনগুলিতে রাজ্যে মৃতের সংখ্যা পাল্লা দিয়ে বেড়েছে বলেই অভিযোগ শাসক শিবিরের। যদিও এ নিয়ে দ্বিমত রয়েছে বিরোধীদের। বিজেপির তরফে বারবার দাবি করা হচ্ছে, রাজ্যজুড়ে অসুস্থতাজনিত কারণে মৃতদের সাথে SIR এর প্রসঙ্গ জুড়ে দিচ্ছে তৃণমূল। তবে বিরোধীদের এমন দাবি উড়িয়ে দিয়েই নিজেদের বক্তব্যে অনড় থেকেছে ঘাসফুল শিবির। আর এসবের মাঝেই এবার রাজ্যজুড়ে SIR আবহ চলাকালীন মৃতদের পরিবারের জন্য অর্থ সাহায্য ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, SIR প্রক্রিয়ার চাপ বাংলায় যে কতটা গভীর ক্ষতি ডেকে এনেছে, তার প্রমাণ মিলেছে বুথ লেভেল অফিসারদের মধ্যেও। কাজের বাড়তি চাপ সামলাতে গিয়ে এখনও পর্যন্ত ৪ জন BLO–র মৃত্যুর খবর সামনে এসেছে। তৃণমূলের অভিযোগ, অতিরিক্ত চাপ ও মানসিক যন্ত্রণার কারণেই তাঁদের মৃত্যু হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, মৃতদের মধ্যে দু’জনের পরিবারকে ইতিমধ্যেই ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে, আর বাকি পরিবারগুলির কাছেও খুব শীঘ্রই সরকারি সাহায্য পৌঁছে যাবে।
🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন “JKNEWS24 Bangla”। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!
সমস্ত স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের জন্য এলো দারুণ সুখবর! ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য টাটা স্কলারশিপ (TATA Pankh Scholarship)-এর আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। দেশের অন্যতম বৃহৎ ও বিশ্বস্ত সংস্থা টাটা গ্রুপ প্রতিবছর এই স্কলারশিপের মাধ্যমে অসংখ্য মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্রছাত্রীকে পড়াশোনার সুযোগ করে দেয়। কোন ক্লাসের ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে? কী কী কাগজপত্র লাগবে? আবেদন করার নিয়ম কী?—সবকিছু সহজভাবে জানার জন্য নিচে দেওয়া থাকবে আবেদনের সরাসরি লিংক, যাতে ছাত্রছাত্রীরা ঝামেলা ছাড়াই আবেদন করতে পারে।
টাটা স্কলারশিপ (Tata Capital Pankh Scholarship 2025-26)
টাটা ক্যাপিটাল পান্খ স্কলারশিপ প্রোগ্রাম–এর মূল উদ্দেশ্য হলো মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের পাশাপাশি সাধারণ আন্ডারগ্রাজুয়েট কোর্সে পড়া কলেজ স্টুডেন্টদের আর্থিকভাবে সাপোর্ট করা, যাতে তারা কোনও বাধা ছাড়াই পড়াশোনা চালিয়ে যেতে পারে এবং নিজের স্বপ্নপূরণের পথে এগোতে পারে। এই স্কিমের আওতায় যোগ্য ছাত্রছাত্রীরা ১০,000 থেকে ১২,000 টাকা পর্যন্ত স্কলারশিপ পাবে, যা তাদের পড়াশোনার খরচ অনেকটাই হালকা করে দেবে।
বিষয়
তথ্য
বৃত্তির নাম
টাটা ক্যাপিটাল পান্খ স্কলারশিপ
বৃত্তির ধরন
প্রাইভেট স্কলারশিপ (CSR)
সংস্থা
টাটা ক্যাপিটাল লিমিটেড (টাটা গ্রুপ)
যোগ্য কোর্স
ক্লাস 11-12, UG কলেজ পড়ুয়া, ডিপ্লোমা ছাত্র-ছাত্রীরা
মার্কস প্রয়োজন
আগের পরীক্ষায় ৬০% বা সমতুল্য গ্রেড
আবেদন মোড
অনলাইন পোর্টাল
টাটা স্কলারশিপ আবেদন যোগ্যতা
প্রথমত, আবেদনকারী ছাত্রছাত্রী এবং তার পরিবারকে ভারতের স্থায়ী নাগরিক হতে হবে। পাশাপাশি পরিবারের বার্ষিক আয় ২.৫ লাখ টাকার বেশি হওয়া চলবে না। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই পূর্ববর্তী পরীক্ষায় ৬০ শতাংশের বেশি নম্বর থাকতে হবে। এছাড়াও আবেদনকারীকে কোনও সরকারি বা বেসরকারি স্কুল, কলেজ বা সরকার-স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমানে পড়াশোনা চালিয়ে যেতে হবে। এই সকল শর্ত পূরণ করলেই ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।
টাটা স্কলারশিপ পরিমাণ এবং সুবিধা
টাটা ক্যাপিটাল পান্খ স্কলারশিপে নির্বাচিত ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনার খরচের জন্য টিউশন ফি বা কলেজ ফি-এর ৮০% পর্যন্ত আর্থিক সাহায্য পাবে। এর পাশাপাশি শুধুমাত্র আর্থিক সহায়তাই নয়, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়তে পড়াশোনা ও ক্যারিয়ার মেন্টরশিপের বিশেষ সুবিধাও দেওয়া হবে। ফলে যোগ্য শিক্ষার্থীরা শুধু পড়াশোনাই চালিয়ে যেতে পারবে না, বরং ভবিষ্যৎ ক্যারিয়ারের দিক নির্দেশনাও পাবে টাটা গ্রুপের পক্ষ থেকে।
ক্লাস বা কোর্স
স্কলারশিপের পরিমাণ
মাধ্যমিক পাশ একাদশ এবং দ্বাদশ শ্রেণী
১০০০০ টাকা
সাধারণ কলেজ পড়ুয়া ও ডিপ্লোমা ছাত্র ছাত্রীরা
১২০০০ টাকা
প্রফেশনাল গ্রাজুয়েশন এবং পোস্ট গ্যাজুয়েশন
এক লক্ষ টাকা পর্যন্ত
আবেদনের জন্য যে যে ডকুমেন্ট লাগবে (Documents)
আগের পরীক্ষার মার্কশীট বা কলেজের ক্ষেত্রে গ্রেড কার্ড।
টিউশন ফি পেমেন্ট রশিদ বা কোন একাডেমিক সার্টিফিকেট, স্কুল বা কলেজের আইডি কার্ড।
কোন সরকারি ফটো আইডি প্রুফ যেমন, আধার কার্ড/ভোটার কার্ড/প্যান কার্ড।
বাৎসরিক আয়ের সংস্থাপত্র (ইনকাম সার্টিফিকেট)।
ছাত্র-ছাত্রীর নিজস্ব ব্যাঙ্ক পাসবুক।
রঙিন পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ।
জাতিগত শংসাপত্র এবং প্রতিবন্ধী সার্টিফিকেট (যদি থাকে)।
কিভাবে টাটা স্কলারশিপ আবেদন করবেন
নিচে আপনার দেওয়া তথ্যটি আরও সহজ, মানবিক এবং ধারাবাহিক এক প্যারাগ্রাফে সাজিয়ে দিলাম—
টাটা ক্যাপিটাল পান্খ স্কলারশিপের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনে Buddy4Study পোর্টালের মাধ্যমে হবে। প্রথমে আপনাকে প্ল্যাটফর্মে একটি প্রোফাইল তৈরি করতে হবে অর্থাৎ রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। রেজিস্ট্রেশন শেষে, নিজের কোর্স অনুযায়ী স্কলারশিপ ক্যাটাগরি নির্বাচন করতে হবে, যেমন ক্লাস ১১-১২ বা জেনারেল আন্ডারগ্রাজুয়েট কোর্স। এরপর “Apply Now” বাটনে ক্লিক করে আবেদনের জন্য সব একাডেমিক ডিটেলস, নাম, ঠিকানা, স্কুল বা কলেজের নাম এবং রোল নাম্বার পূরণ করতে হবে। ফর্ম পূরণের পর প্রয়োজনীয় ডকুমেন্টগুলো PDF ফরম্যাটে আপলোড করতে হবে। সব কিছু ঠিকভাবে আপলোড এবং পূরণের পর, অ্যাপ্লিকেশন ফর্ম একবার ভালো করে যাচাই করুন। কোনো তথ্য পরিবর্তনের প্রয়োজন হলে সংশোধন করুন, এবং সব ঠিক থাকলে শর্তাবলীর সঙ্গে একমত হয়ে ফাইনাল সাবমিশন করুন।
আবেদনের লিংক ও গুরুত্বপূর্ণ তারিখ
টাটা স্কলারশিপের আবেদন বর্তমানে শুরু হয়েছে এবং ২৬ শে ডিসেম্বর পর্যন্ত এর অনলাইন আবেদন চলবে জানানো হয়েছে।
সরকারি চাকরি খুঁজছেন? তাহলে সত্যিই দারুণ খবর রয়েছে আপনার জন্য। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOCL) এবার বিশাল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে (IOCL Recruitment 2025)। মোট ২৭৬৫টি শূন্যপদে কর্মী নেওয়া হবে, আর সবচেয়ে ভালো দিক হল—উচ্চমাধ্যমিক পাশ করলেই আবেদন করা যাবে। আবেদন করতে পারবেন সম্পূর্ণ অনলাইনেই, আর চাকরি পেলে পাবেন আকর্ষণীয় বেতন, ভাতা ও আরও নানা সুযোগ-সুবিধা। তাই যারা দীর্ঘদিন ধরে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের জন্য এটি সত্যিই বড় সুযোগ। বিস্তারিত জানার জন্য পুরো প্রতিবেদনটি দেখে নিন।
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে প্রকাশিত অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে সংস্থাটি অ্যাপ্রেন্টিস পদে বড়সড় নিয়োগ করছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন বিভাগ মিলিয়ে মোট ২৭৬৫টি শূন্যপদ এবার পূরণ করা হবে। অর্থাৎ, চাকরিপ্রার্থীদের জন্য তৈরি হয়েছে সত্যিই একটি বিশাল সুযোগ, বিশেষ করে যারা সরকারি সংস্থায় স্থায়ী ভিত্তি তৈরি করতে চান।
শিক্ষাগত যোগ্যতা কী দরকার?
এই পদে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড থেকে BA, BCom, BSc, ডিপ্লোমা, ITI বা দ্বাদশ শ্রেণী পাস হতে হবে। তবে কোন ট্রেডে আবেদন করছেন, তার উপর নির্ভর করেই শিক্ষাগত যোগ্যতা নির্ধারিত হবে। তাই আবেদন করার আগে বিজ্ঞপ্তিতে দেওয়া ট্রেডভিত্তিক যোগ্যতার তালিকাটি দেখে নেওয়া জরুরি।
বয়স সীমা কত দরকার?
এখানে আবেদন করার জন্য সর্বনিম্ন ১৮ থেকে ২৪ বছর বয়স চাওয়া হয়েছে। এর পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে।
আবেদন পদ্ধতি
যোগ্য চাকরিপ্রার্থীরা এই পদগুলিতে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এর জন্য নিন্মলিখিত ধাপগুলি অনুসরণ করুন—
প্রথমে আইওসিএল-র অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
এরপর “Apprentice Recruitment 2025” অপশনটিতে ক্লিক করুন।
এরপর নতুন আবেদনকারী হলে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করে নিন।
এরপর আবেদনপত্রটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন।
নভেম্বরের শুরুতে যে দাপট নিয়ে ঠাণ্ডা (Weather Update) দক্ষিণবঙ্গে নেমে এসেছিল, ঘূর্ণিঝড়ের দাপটে সেই শীত যেন হাওয়া হয়ে গিয়েছিল। সবাই ভেবেছিল, এবারের মতো শীত বুঝি শেষ! কিন্তু ডিসেম্বরের দোরগোড়ায় দাঁড়িয়েই ফিরল সেই বহুল প্রতীক্ষিত খবর। হাওয়া অফিস জানিয়েছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই ফের নামতে শুরু করবে পারদ, আর রাতের তাপমাত্রায় মিলবে স্পষ্ট শীতের ইঙ্গিত। শীতপ্রেমীরা যেই অপেক্ষায় ছিলেন, সেই শীতই নাকি এবার ধীরে ধীরে জাঁকিয়ে জায়গা করে নেবে রাজ্যের বিভিন্ন জেলায়। দক্ষিণবঙ্গে সকাল–সন্ধ্যায় শিরশিরে হাওয়া বইবে, আর কয়েকদিনের মধ্যেই সকালের কুয়াশাও বাড়বে বলে পূর্বাভাস।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে এইমুহুর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় দেতোয়া। এটি উত্তর দিকে এগিয়ে তামিলনাড়ু পন্ডিচেরি উপকূলের খুব কাছাকাছি চলে এসেছে। খুব শীঘ্রই আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এর কোনো প্রভাব বাংলায় পড়বে না। এবার শীত প্রেমীদের জন্য দুঃখের খবর পাওয়া গেল। জানা গিয়েছে ডিসেম্বর মাসে রাতের তাপমাত্রার গড় বেশি থাকতে পারে। তবে ডিসেম্বরেও জাঁকিয়ে ঠান্ডা পড়ার কোনও আশা নেই এ রাজ্যে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন বলছে, আজ মঙ্গলবার গোটা দক্ষিণবঙ্গে শুষ্ক আর শীতল আবহাওয়া তৈরি থাকবে। আজ থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা কমতে শুরু করবে। আগামী চার দিন রাতের তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস নামার সম্ভাবনা রয়েছে, মানে পারদ যাবে স্বাভাবিকের নীচে। পশ্চিমের জেলাগুলোতেও ঠান্ডার আঁচ আরও স্পষ্ট হবে। উইকেন্ডে, অর্থাৎ শুক্র ও শনিবার কলকাতার তাপমাত্রা নেমে যেতে পারে প্রায় ১৫ ডিগ্রি সেলসিয়াসে, আর পশ্চিমের জেলায় তা আরও কমে পৌঁছতে পারে ১১ ডিগ্রিতে। আকাশ বেশিরভাগ সময়ই পরিষ্কার থাকবে, তবে ভোরবেলা ও রাতে বাড়বে কুয়াশার দাপট।
উত্তরবঙ্গে আজকের আবহাওয়া
দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গেও থাকছে শীতের মনোরম আমেজ। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামীকাল উত্তরবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই—সব জায়গাতেই শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে। ভোরবেলা ও রাতে শীতের অনুভূতি মিললেও দিনের বেলায় ঠান্ডার দাপট কিছুটা কমবে। তাপমাত্রার ওঠানামার জেরে আগামী দু’-তিন দিন বেশ কয়েকটি এলাকায় কুয়াশা দেখা দেবে, বিশেষ করে ভোরের দিকে কুয়াশার মাত্রা থাকবে বেশি। কোথাও কোথাও দৃশ্যমানতা কমে ২০০ মিটার পর্যন্ত নেমে যেতে পারে। তবে ভালো খবর হল—এতে বিপদ বা বড় কোনও দুর্ঘটনার মতো পরিস্থিতি তৈরি হবে না।
🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন “JKNEWS24 Bangla”। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!
ঝাড়গ্রাম জেলার প্রশাসনিক বিভাগে অ্যাডিশনাল ইনস্পেক্টর পদে নিয়োগের সুযোগ এসেছে (Jobs in Jhargram)। এই নিয়োগ মূলত অনগ্রসর শ্রেণি ও আদিবাসী উন্নয়ন কর্মীদের জন্য। সম্প্রতি জেলার প্রশাসনিক ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নির্বাচিত প্রার্থীরা জেলার ব্লক ডেভেলপমেন্ট অফিসারের অধীনে কর্মরত থাকবেন।
অবসরপ্রাপ্তদের খুঁজছে ঝাড়গ্রামের প্রশাসনিক বিভাগ (Jobs in Jhargram)
ঝাড়গ্রাম জেলার প্রশাসনিক বিভাগে অ্যাডিশনাল ইনস্পেক্টর পদে ২টি শূন্যপদ রয়েছে, যা চুক্তিভিত্তিক। প্রথমে নিয়োগের মেয়াদ এক বছর, তবে প্রয়োজন অনুযায়ী বাড়ানো হতে পারে। নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন ১২,০০০ টাকা ধার্য করা হয়েছে। এই পদে ইনস্পেক্টর, এক্সটেনশন অফিসার, ব্লক স্তরের হেড ক্লার্ক বা অন্যান্য সরকারি পদ থেকে অবসরপ্রাপ্ত কর্মচারীরা আবেদন করতে পারবেন, যার বয়স সর্বোচ্চ ৬৪ বছর। বাকি বিস্তারিত যোগ্যতা ও শর্তাবলি জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখার পরামর্শ দেওয়া হচ্ছে।
ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে কর্মী। ১০ ডিসেম্বর ২০২৫ সকাল সাড়ে ১১টা থেকে শুরু হবে ইন্টারভিউ। ওই দিন নির্ধারিত সময়ের মধ্যে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় পৌঁছে যেতে হবে প্রার্থীকে। কী কী নথি প্রয়োজন, জানতে প্রথমে ঝাড়গ্রামের প্রশাসনিক ওয়েবসাইটের (https://jhargram.gov.in/) ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখান থেকেই এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।
🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন “JKNEWS24 Bangla”। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!
দক্ষিণ ২৪ পরগনা জেলা স্বাস্থ্য বিভাগে চাকরির সুযোগ এসেছে (WB Health Recruitment)। সম্প্রতি জেলার প্রশাসনিক ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই পদটি চুক্তিভিত্তিক, যেখানে নির্বাচিত প্রার্থীদের প্রথমে এক বছরের জন্য নিয়োগ দেওয়া হবে এবং প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি পেতে পারে।
কমিউনিটি হেল্থ অফিসার নিয়োগ (WB Health Recruitment)
নিয়োগ করা হবে কমিউনিটি হেল্থ অফিসার পদে, যেখানে মাসিক বেতন ধার্য করা হয়েছে ২০,০০০ টাকা। আবেদনের জন্য প্রার্থীদের অবশ্যই ওয়েস্টবেঙ্গল নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নার্সিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। বয়সসীমা ২১ থেকে ৪০ বছর। বাকি বিস্তারিত যোগ্যতা ও শর্তাবলি জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নেওয়া উচিত।
আবেদন করবেন কী ভাবে?
দক্ষিণ ২৪ পরগনা প্রশাসনিক ওয়েবসাইটে (https://s24pgs.gov.in/) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। পাশাপাশি আবেদনমূল্য জমা দিতে হবে। ১০ ডিসেম্বর আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে দক্ষিণ ২৪ পরগনার প্রশাসনিক বিভাগের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি থেকে।
🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন “JKNEWS24 Bangla”। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!
রাজ্য স্বাস্থ্য দফতরে মেডিক্যাল অফিসার পদে ৬৭টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে (WB Health Recruitment)। এই নিয়োগের অধীনে নির্বাচিত প্রার্থীরা দক্ষিণ ২৪ পরগনা স্বাস্থ্য জেলা দফতরের অধীনে কাজ করবেন। স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন।
WB Health Recruitment 2025
বিজ্ঞপ্তি অনুযায়ী, মেডিক্যাল অফিসার পদে শুধুমাত্র ন্যাশনাল মেডিক্যাল কমিশন অনুমোদিত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস (MBBS) ডিগ্রি অর্জন করা প্রার্থীরাই আবেদন করতে পারবেন। এছাড়া, প্রার্থীদের এক বছরের ইন্টার্নশিপ সম্পন্ন থাকতে হবে এবং রাজ্যের মেডিক্যাল কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে। এই শর্তগুলি পূরণ করা প্রার্থীরাই নির্বাচনের জন্য যোগ্য বলে গণ্য হবেন।
মেডিক্যাল অফিসার পদে প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। বাছাই হওয়া প্রার্থীদের জন্য মাসিক পারিশ্রমিক ৬০,০০০ টাকা ধার্য করা হয়েছে। বয়সসীমা সর্বোচ্চ ৬৭ বছর।
আগ্রহীরা ১৩ ডিসেম্বর এম আর বাঙ্গুর হাসপাতালে ইন্টারভিউয়ে অংশগ্রহণ করবেন। ইন্টারভিউয়ের সময় প্রার্থীদের অবশ্যই শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, কর্মজীবনের অভিজ্ঞতার শংসাপত্র এবং ১০০ টাকার ডিমান্ড ড্রাফ্ট সঙ্গে নিয়ে আসতে হবে।
🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন “JKNEWS24 Bangla”। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!
রাজ্যের স্বাস্থ্য দফতরে নতুন করে পরামর্শদাতা পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে (WB Health Recruitment)। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে জানানো হয়েছে যে, স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা থাকা প্রার্থীরাই এই পদের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। এখানে শূন্যপদ মাত্র একটি, তাই স্বাভাবিকভাবেই প্রতিযোগিতা বেশি হওয়ার সম্ভাবনা। স্বাস্থ্য পরিষেবায় কাজের বাস্তব অভিজ্ঞতা থাকলে এবং রাজ্যের গুরুত্বপূর্ণ প্রশাসনিক প্রকল্পে যুক্ত হওয়ার ইচ্ছা থাকলে এই নিয়োগ আপনার জন্য হতে পারে একটি দারুণ সুযোগ।
WB Health Recruitment
বিজ্ঞপ্তি অনুযায়ী, ন্যাশনাল আরবান হেলথ মিশনের অধীনে স্টেট কনসালট্যান্ট পদে একজন কর্মী নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীকে স্টেট প্রোগ্রাম ম্যানেজমেন্ট সেলের অধীনে পরামর্শদাতা হিসেবে দায়িত্ব পালন করতে হবে। এই পদে কাজ করতে হলে বাংলা বা রাজ্যের অন্য কোনও স্থানীয় ভাষায় সাবলীলভাবে কথা বলতে পারা বাধ্যতামূলক। পাশাপাশি, স্থানীয় বাসিন্দাদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ রয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সমাজবিজ্ঞান, সোশ্যাল ওয়ার্ক বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে স্টেট কনসালট্যান্ট পদে আবেদন করা যাবে। প্রার্থীদের মেধা ও অভিজ্ঞতা যাচাই করা হবে কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ–এই দুই ধাপের মাধ্যমে, যেখানে বিশেষজ্ঞ কমিটি চূড়ান্ত নির্বাচন করবে। নির্বাচিত প্রার্থী প্রতি মাসে ৫০,000 টাকা পারিশ্রমিক পাবেন। আবেদনকারীর বয়স অবশ্যই ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। এই পদটি যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীদের জন্য রাজ্যের স্বাস্থ্য প্রকল্পে যুক্ত হওয়ার বড় সুযোগ।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং কর্মজীবনের অভিজ্ঞতার শংসাপত্রসহ আবেদনপত্র অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে। আবেদন করার জন্য পোর্টাল ৫ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত খোলা থাকবে। এছাড়া, ওই পদে নিয়োগ সংক্রান্ত সমস্ত শর্তাবলি এবং বিস্তারিত তথ্য জানতে রাজ্যের স্বাস্থ্য বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট (wbhealth.gov.in)-এ প্রকাশিত মূল বিজ্ঞপ্তিটি অবশ্যই দেখে নেওয়া প্রয়োজন।
🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন “JKNEWS24 Bangla”। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং অ্যান্ড ফিন্যান্স (IIBF Recruitment) আবারও চাকরিপ্রার্থীদের জন্য সুখবর নিয়ে এসেছে। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে জানানো হয়েছে যে দিল্লি, কলকাতা, চেন্নাই এবং মুম্বই – দেশের চার বড় শহরে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। ব্যাংকিং ও ফিন্যান্স সেক্টরে স্থায়ী এবং মর্যাদাপূর্ণ চাকরির সুযোগ খুঁজছেন এমন প্রার্থীদের জন্য এই বিজ্ঞপ্তি বেশ গুরুত্বপূর্ণ হতে পারে। যোগ্যতা, আবেদন পদ্ধতি থেকে শুরু করে বেতন—সব তথ্যই শিগগিরিই বিস্তারিতভাবে জানা যাবে IIBF-এর অফিসিয়াল নোটিফিকেশন থেকে।
IIBF Recruitment 2025
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং অ্যান্ড ফিন্যান্স (IIBF) চাকরিপ্রার্থীদের জন্য নতুন সুযোগের দুয়ার খুলে দিল। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দিল্লি, কলকাতা, চেন্নাই এবং মুম্বই—এই চারটি বড় শহরে বিভিন্ন পদে কর্মী নেওয়া হবে। ব্যাংকিং ও ফিন্যান্স সেক্টরে স্থায়ী, সুরক্ষিত এবং ভালো বেতনের চাকরি খুঁজছেন এমন প্রার্থীদের জন্য এটি নিঃসন্দেহে বড় খবর। যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি এবং বেতন কাঠামোসহ সব বিস্তারিত তথ্য খুব শিগগিরই পাওয়া যাবে IIBF-এর অফিসিয়াল নোটিফিকেশনেই।
আবেদন করবেন কী ভাবে?
আইআইবিএফের এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে সম্পন্ন হবে। ইচ্ছুক প্রার্থীদের সরাসরি সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট (https://www.iibf.org.in/)এ যেতে হবে। হোমপেজেই সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে, যেখানে দেওয়া নির্দেশিকা অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে। মনে রাখবেন, আবেদন করার শেষ তারিখ ১২ ডিসেম্বর। তাই সময় থাকতে আবেদন করা ভালো। নিয়োগ সংক্রান্ত যোগ্যতা, শর্তাবলি ও অন্যান্য বিস্তারিত জানতে আইআইবিএফের অফিসিয়াল বিজ্ঞপ্তিটি অবশ্যই দেখে নেবেন।
🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন “JKNEWS24 Bangla”। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!