24 C
Kolkata
Wednesday, March 12, 2025

Madhyamik Exam 2025: স্বপ্ন ভাঙার দুঃখ! পরীক্ষার্থীর করুণ পরিণতিতে হতবাক পরিবার

Madhyamik Exam 2025: দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। বিষ খেয়ে আত্মঘাতী হলেন এক মাধ্যমিক পরীক্ষার্থী। বুধবার এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে, যা এলাকায় শোকের ছায়া ফেলে দিয়েছে। পরিবারের সদস্যদের কাছে পুরো বিষয়টি যেন এক দুঃস্বপ্নের মতো। এবছর মাধ্যমিক পরীক্ষায় বসেছিল ওই স্কুলছাত্রী। কিন্তু হঠাৎ কী এমন ঘটল, যে তাকে এমন চরম সিদ্ধান্ত নিতে হল—তা এখনো স্পষ্ট নয়। শোকে দিশেহারা পরিবার, কারো কিছুই বুঝে ওঠার উপায় নেই। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ঘটনার মূল কারণ জানার চেষ্টা করছে পুলিশ। তবে এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বাসন্তীর সজনেতলা গ্রামের মাধ্যমিক পরীক্ষার্থী রুমা নস্কর (১৭) বিষ খেয়ে আত্মঘাতী হয়েছে। মঙ্গলবার বাবার সঙ্গে মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়েছিল রুমা। পরীক্ষা শেষে বাড়ি ফিরেছিল কিশোরী। পরিবারের সদস্যরা জানিয়েছেন, বাড়িতে ফিরে খাওয়া-দাওয়া সেরেছিল রুমা। তবে তারই কিছুক্ষণ পরে পরিবারের লোকজন দেখতে পান রুমা বমি করছে। তাঁকে জিজ্ঞাসা করলে সে জানায়, ইঁদুর মারার বিষ খেয়েছে সে। 

পরিবারের সদস্যরা জানিয়েছেন, পরীক্ষার ফল ভালো না হওয়ার মানসিক চাপেই হয়তো এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছে রুমা। মঙ্গলবার মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা ছিল, যা সে ভালো দিতে পারেনি বলে জানিয়েছে তার পরিবার। সম্ভবত সেই হতাশা থেকেই এমন চরম পদক্ষেপ নিয়েছে। ঘটনার পর পরিবারের সদস্যরা দ্রুত তাকে বাসন্তী গ্রামীণ হাসপাতালে নিয়ে যান।

রুমাকে বাসন্তী গ্রামীণ হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা চলছিল। কিন্তু বুধবার সকালে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। দ্রুত তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, কিন্তু দুঃখজনকভাবে পথেই তার মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনায় পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। এক তরুণী, যে সবে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল, সে এভাবে অকালে চলে যাবে—এ কথা কেউই মেনে নিতে পারছে না। বাসন্তী থানার পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

JK Official
JK Official
বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে। সেইসঙ্গে গত দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24 এর সঙ্গে কাজ করছি। বিশেষ করে দেশীয় ও আন্তর্জাতিক ঘটনা, এবং সাম্প্রতিক বিষয় নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে ভালোবাসি।

পড়তে ভুলবেন না

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

24,000FansLike
3,000FollowersFollow
2,300SubscribersSubscribe

আরও খবর

সেরা খবর