কুশল দাসগুপ্ত,শিলিগুড়ি: এবার দার্জিলিং ভ্রমণ হবে আরও সস্তায়! এনজিপি থেকে দার্জিলিং ভাড়া ৩০০ টাকা—এনবিএসটিসির এই নতুন ঘোষণায় পর্যটকদের মধ্যে দারুণ উচ্ছ্বাস দেখা গেছে। এমনিতে এই রুটে বাস বা চার চাকার গাড়ির ভাড়া মাথাপিছু হাজার টাকার নিচে পাওয়াই মুশকিল। বিকেলের পর গাড়ি ধরলে তো ভাড়া প্রায় দ্বিগুণ-তিনগুণ হয়ে যায়।
একদল পর্যটক জানিয়েছেন, “এটা আমাদের জন্য অসাধারণ খবর। দার্জিলিং যাওয়ার আগে ভাড়া গুনতেই কয়েক হাজার টাকা খরচ হয়ে যায়, তাও নির্দিষ্ট কোনো রেট নেই। এই বাস পরিষেবার মাধ্যমে আমরা এখন কলকাতায় বসেই নিশ্চিত হয়ে জানছি, মাথাপিছু ভাড়া মাত্র ৩০০ টাকা, যা আমাদের জন্য অনেক সুবিধাজনক।”
এখন অনেকেই জানিয়েছেন যে গাড়ির অতিরিক্ত ভাড়া দিতে গিয়ে ভ্রমণের মজাই চলে যেত। কেউ কেউ বলেন, “বিকেলের পর যখন পাহাড়ে যেতে চাই, গাড়ি ২০০০ টাকা থেকে শুরু করে রাত বাড়ার সঙ্গে সঙ্গে ভাড়া আরও বেড়ে যায়। উপায় না দেখে বাধ্য হয়ে রাজি হতে হয়, কিন্তু এতে দার্জিলিং যাওয়ার আনন্দটাই মাটি হয়ে যেত। এবার সেই বাধাটা আর থাকবে না।”
৩০০ টাকার এই বাস পরিষেবা শুরুর খবরে অনেকেই সন্তুষ্ট। তারা বলছেন, “ভাড়া নিয়ে যে মানসিক চাপ থাকত, তা এবার থাকছে না। এতে দার্জিলিং যাওয়ার পরিকল্পনা আরও সহজ এবং আনন্দময় হয়ে উঠেছে।”