NMMSE Scholarship 2025: সমস্ত স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য দারুণ খবর! কেন্দ্র সরকারের ন্যাশনাল মিন্স-কাম-মেরিট স্কলারশিপ (National Means-cum-Merit Scholarship) এর আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এই স্কলারশিপের মাধ্যমে নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা প্রতি বছর ১২,০০০ টাকা করে পাবে। তবে অনেকেরই প্রশ্ন—কারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে? আবেদন করার প্রক্রিয়া কী? আর কী কী ডকুমেন্টস লাগবে? এসবের সমস্ত তথ্যই রইল আজকের প্রতিবেদনে।
Table of Contents
National Means Cum Merit Scholarship(NMMSE Scholarship 2025)
NMMS স্কলারশিপ পরিচালনা করে মানব উন্নয়ন মন্ত্রকের অধীনে থাকা স্কুল শিক্ষা ও স্বাক্ষরতা বিভাগ। এর পূর্ণরূপ হলো National Means-cum-Merit Scholarship Examination (NMMSE)। মূলত অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এই পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে একটি মেরিট লিস্ট প্রকাশ করা হয়, আর সেই তালিকায় নাম থাকলেই পড়ুয়ারা আগামী চার বছর ধরে স্কলারশিপের টাকা পেয়ে থাকে।
NMMS – Important Dates
| Event | Deadline |
| Scheme Open From | 02 June 2025 |
| Student Application Open Till | 31 August 2025 |
| Defective Application Verification Open Till | 15 September 2025 |
| Institute Verification Open Till | 15 September 2025 |
| DNO/SNO/MNO Verification Open Till | 30 September 2025 |
স্কলারশিপের পরিমাণ
অষ্টম শ্রেণীতে NMMSE স্কলারশিপের পরীক্ষায় উত্তীর্ণ পড়ুয়াদের নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মোট ৪ বছর ১২,০০০ টাকা করে দেওয়া হয় অর্থাৎ ৪ বছরে ছাত্রছাত্রীরা এই স্কলারশিপ থেকে মোট ৪৮ হাজার টাকা পাবে। এই টাকা মূলত পড়াশোনার খরচ ও বই খাতা কেনার জন্য দেওয়া হয়ে থাকে।
স্কলারশিপে প্রয়োজনীয় যোগ্যতা
এই NMMS স্কলারশিপ পাওয়ার জন্য শুধু আবেদন করলেই হবে না, বরং কিছু নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে। আর সেই যোগ্যতাগুলো হলো—
সব খবর
- আবেদনকারীকে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং সরকার স্বীকৃত স্কুলে পড়াশোনা করতে হবে।
- সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় কমপক্ষে ৫৫% নম্বর পেতে হবে। তবে SC ও ST বিভাগের ছাত্রছাত্রীদের জন্য এই নম্বরের ক্ষেত্রে ৫% ছাড় দেওয়া হয়েছে।
- আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ৩ লক্ষ ৫০ হাজার টাকার কম হতে হবে।
অনলাইনে আবেদন প্রক্রিয়া
এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য ছাত্র-ছাত্রীদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। ছাত্র-ছাত্রীরা কিভাবে আবেদন জানাতে পারবে সম্পূর্ণ পদ্ধতি নিচে স্টেপ বাই স্টেপ দেওয়া হয়েছে।
রেজিস্ট্রেশন (Registration)
আবেদন করতে হলে প্রথমেই ছাত্র-ছাত্রীদের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে নিজের নাম, বাবার নাম, জন্মতারিখ, বাংলার শিক্ষা আইডি, মোবাইল নাম্বার ও ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। রেজিস্ট্রেশনের সময় একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে, যা পরে লগইনের জন্য ব্যবহার করা যাবে এবং এর মাধ্যমেই সহজে আবেদন প্রক্রিয়ার পরবর্তী ধাপগুলো সম্পন্ন করা সম্ভব হবে।
অনলাইন আবেদন
রেজিস্ট্রেশন শেষ হলে প্রাপ্ত রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে, আর তাহলেই খুলে যাবে সম্পূর্ণ আবেদনের ড্যাশবোর্ড। সেখানে আধার নাম্বার, ঠিকানা, স্কুলের তথ্য, সপ্তম শ্রেণীর রেজাল্ট এবং আবেদনকারী সম্পর্কে আরও কিছু প্রয়োজনীয় তথ্য দিতে হবে। পাশাপাশি আবেদনকারীর ব্যাংক ডিটেলস ও ছবি আপলোড করতে হবে। সব তথ্য সঠিকভাবে পূরণ করার পর সাবমিট বাটনে ক্লিক করতে হবে এবং শেষে আবেদনপত্রের একটি প্রিন্ট আউট নিয়ে নিজের কাছে সংরক্ষণ করতে হবে।


