Sunday, November 16, 2025

JKNEWS24 ➠ One Stop Solution for Bangla News & Bangla Khabar !

Facebook Like Button বন্ধের...

অনলাইন দুনিয়ায় কার্যত একচেটিয়া রাজত্ব করছে ফেসবুক, আর সেই মেটা ...

FASTag নতুন নিয়ম কাল...

Rohan Khan, কলকাতা: সাম্প্রতিককালে দেশজুড়ে টোল পরিষেবায় বেশ কিছু বড় পরিবর্তন এসেছে, আর FASTag–এর...

ভারতে শুরু ই-পাসপোর্ট! UAE...

গত কয়েক মাস ধরে সংযুক্ত আরব আমিরাতে থাকা ভারতীয়দের মনে একটাই প্রশ্ন ঘুরছিল—নতুন...
Homeপড়াশোনা খবরস্কলারশিপOasis Scholarship 2025: অনলাইনে আবেদন করার নিয়ম, প্রয়োজনীয় ডকুমেন্টস ও যোগ্যতা

Oasis Scholarship 2025: অনলাইনে আবেদন করার নিয়ম, প্রয়োজনীয় ডকুমেন্টস ও যোগ্যতা

Oasis Scholarship 2025-26: নবম শ্রেণি থেকে কলেজ পড়ুয়াদের জন্য অনলাইন আবেদন শুরু

- Advertisement -

আরও পড়ুন

- Advertisement -
JANARUL KHAN
JANARUL KHANhttps://jknews24.in
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
- Advertisement -

Oasis Scholarship 2025-26 শিক্ষাবর্ষের জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। নবম শ্রেণি থেকে পড়ুয়ারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। রাজ্য সরকারের দেওয়া নানা স্কলারশিপের (Scholarship 2025) মধ্যে Oasis Scholarship 2025 অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্কলারশিপ, যা অনেক ছাত্রছাত্রীদের পড়াশোনায় বড় সহায়তা করে থাকে।

Oasis Scholarship এর মূল উদ্দেশ্য, পশ্চিমবঙ্গের মেধাবী ও আর্থিক ভাবে দুর্বল ছাত্র ছাত্রীরা যাতে টাকার অভাবে পড়াশোনা থেকে পিছিয়ে না পরে,এরজন্য এই স্কলারশিপ দিয়ে থাকে রাজ্য সরকার। Oasis Scholarship 2025 এর পাশাপাশি নবান্ন স্কলারশিপ 2025, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, ঐক্যশ্রী স্কলারশিপ ইত্যাদি নানান স্কলারশিপ রয়েছে।

Oasis Scholarship 2025-26 আবেদন করারা জন্য কি কি ডকুমেন্টস লাগবে

১) শিক্ষার্থীর আধার কার্ড
২) শিক্ষার্থীর জাতিগত শংসাপত্র (SC/ST/OBC)
৩) মাধ্যমিক এডমিট কার্ড (যদি মাধ্যমিক পাশ হয়ে থাকে)
৪) সর্বশেষ পরীক্ষার মার্কশীট
৫) e-District পোর্টাল থেকে তৈরি করা BDO ইনকাম সার্টিফিকেট
৬) জন্মের প্রমাণপত্র / মাধ্যমিক এডমিট কার্ড
৭) ব্যাঙ্ক পাশবই
৮) স্কুল বা কলেজে ভর্তির রসিদ

Oasis Scholarship 2025-26 Online Apply West Bengal:

১) প্রথমে আপনাকে Oasis Scholarship এর অফিসিয়াল পোর্টালে আসতে হবে, নিচের লিংকে ক্লিক করেও সরাসরি Oasis Scholarship এর অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।

সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করন -

WhatsApp Group Join Now

২) এরপর Student Registration এ ক্লিক করুন ও জেলার নাম সিলেক্ট করুন (নিজের/যে জেলায় শিক্ষা প্রতিষ্ঠান অবস্থিত)।

৩) এরপর SC/ST/OBC সার্টিফিকেট নাম্বার ও Issue Date উল্লেখ করে রেজিস্ট্রেশন করুন – নাম,ঠিকানা, মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড ইত্যাদি উল্লেখ করে ।

৪) রেজিষ্ট্রেশন হয়ে গেলে, Acknowledgement Slip ডাউনলোড করুন। এরপর লগইনে ক্লিক করে আইডি ও পাসওয়ার্ড উল্লেখ করে লগইন করুন।

৫) এরপর ফর্মে থাকা বাকি তথ্য বাবার নাম, মায়ের নাম, শিক্ষাগত তথ্য, ব্যাঙ্কের তথ্য ইত্যাদি বসিয়ে দিয়ে সাবমিট করলেই আবেদন হয়ে যাবে।

৬) আবেদন হয়ে গেলে আবেদন কপি ডাউনলোড করুন ও নিজের সিগনেচার, বাবার সিগনেচার ও সভাপতি/MLP/MP/BDO/SDO/Councillor ইত্যাদি একজন আধিকারিকের সিগনেচার নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বা BDO অফিসে জমা করুন।

৭) এরপর আবেদন এপ্রুভ হয়ে গেলে, টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে (DBT Transfer) চলে আসবে। এছাড়াও Oasis Scholarship Status Check 2025 করে দেখে নিতে পারবেন, টাকা জমা হয়েছে কিনা।

Oasis Scholarship 2025-26 Status Check Online:

Oasis Scholarship 2025-26 এর আবেদন স্ট্যাটাস চেক করা একদম সহজ। প্রথমে আপনাকে Oasis Scholarship এর অফিসিয়াল পোর্টালে যেতে হবে (নিচের লিংক থেকেও সরাসরি যেতে পারবেন)। এরপর Track an Application অপশনে ক্লিক করুন। সেখানে গিয়ে আপনার জেলা সিলেক্ট করে Submit করুন। পরবর্তী পেজে Application Id, সেশন (2025-26) এবং Captcha Code লিখে Check Status এ ক্লিক করুন। এরপরই দেখতে পাবেন আপনার আবেদন অ্যাপ্রুভ হয়েছে কিনা এবং কোন কোন ধাপ ভেরিফাই হয়েছে। Lot Number জেনারেট হওয়ার 15-20 দিনের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। আরও বিস্তারিত জানতে চাইলে অফিসিয়াল পোর্টালে ভিজিট করতে পারেন অথবা মেইল করুন bcwoasis@gmail.com এ কিংবা যোগাযোগ করতে পারেন 8420023311 নম্বরে।

Oasis Scholarship 2025-26 Online Apply Link:– Apply Now

Oasis Scholarship 2025-26 Status Check:- Check Now

Oasis Scholarship 2025-26 Amount Chart: Oasis Scholarship এ কোন ক্লাসে কতবটাকা দেওয়া হয়, নিচের লিস্ট ডাউনলোড করে দেখে নিন-

Oasis Scholarship Amount List:- Download

- Advertisement -
- Advertisement -

পড়তে ভুলবেন না

- Advertisement -