Pushpa 2 Stampede: দক্ষিণী সুপারস্টার অল্লু অর্জুনের বিরুদ্ধে মামলা করেছে হায়দরাবাদ পুলিশ। অভিনেতার নিরাপত্তার দায়িত্বে থাকা টিম এবং সংশ্লিষ্ট প্রেক্ষাগৃহের কর্তৃপক্ষের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনা ঘটে হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে, যেখানে ‘পুষ্পা ২: দ্য রুল’-এর প্রিমিয়ার অনুষ্ঠিত হয়।
পুলিশের অভিযোগ, অল্লু অর্জুনের টিম এবং প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ সঠিক সময়ে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করেনি। যার ফলে প্রিমিয়ারের দিন ভিড় নিয়ন্ত্রণে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা সম্ভব হয়নি। এই অনিয়মের জেরে প্রেক্ষাগৃহে ভিড়ের চাপে হুড়োহুড়ির মধ্যে পড়ে পদপিষ্ট হয়ে এক মহিলার মর্মান্তিক মৃত্যু ঘটে।
হায়দরাবাদ পুলিশের ডেপুটি কমিশনার অক্ষাংশ যাদব জানিয়েছেন, অভিনেতা অল্লু অর্জুন, তাঁর নিরাপত্তা টিম এবং সন্ধ্যা থিয়েটার কর্তৃপক্ষের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১০৫ এবং ১১৮(১) ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনাটি ঘটেছে এক মহিলার মর্মান্তিক মৃত্যু ঘিরে।
মৃত মহিলার পরিবারের অভিযোগের ভিত্তিতে চিক্কাদপল্লী থানায় এই মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং যারা এই ঘটনার জন্য দায়ী, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। ডিসিপি অক্ষাংশ যাদব বলেন, “এ ধরনের দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং যারা দায়ী তাদের শাস্তি পেতে হবে।”
পুলিশের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, অল্লু অর্জুনের টিম কিংবা সন্ধ্যা থিয়েটারের কর্তৃপক্ষ, কারও তরফ থেকেই পুলিশকে প্রয়োজনীয় তথ্য দেওয়া হয়নি। কোথায় এবং কখন ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ার হবে, তা নিয়ে আগে থেকে কোনো বার্তা পাননি তাঁরা। বুধবার রাত সাড়ে ৯টা নাগাদ আচমকা অল্লু সন্ধ্যা থিয়েটারে পৌঁছে যান।
সেই সময় থিয়েটারের সামনে এমনিতেই প্রচুর ভিড় ছিল। অভিনেতার উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দর্শকদের মধ্যে শুরু হয় ধাক্কাধাক্কি, হুড়োহুড়ি। পুলিশ জানিয়েছে, ভিড় সামলাতে লাঠিচার্জ করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
এই বিশৃঙ্খলার মধ্যে ৩৫ বছরের এম. রেবতী এবং তাঁর নয় বছরের পুত্র গুরুতর আহত হন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক রেবতীকে মৃত ঘোষণা করেন। শিশুটির অবস্থাও এখনও আশঙ্কাজনক।