আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

টেস্ট দলে থাকলেও একদিনের দলে বাদ হতে পারেন ঋষভ পন্থ

Published on: December 28, 2025
rishabh-pant-may-be-dropped-from-india-odi-team

ভারতীয় দল থেকে কি বাদ পড়তে চলেছেন তারকা উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থ (Rishabh Pant)? শোনা যাচ্ছে, সাদা বলের ক্রিকেটে তাঁর পারফরম্যান্স নিয়ে খুব একটা আস্থা নেই নির্বাচক কমিটি এবং প্রধান কোচ গৌতম গম্ভীরের। সম্ভবত সেই কারণেই তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাম্প্রতিক টি-টোয়েন্টি সিরিজের দলে সুযোগ পাননি। এখন জল্পনা উঠেছে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজের দল থেকেও ঋষভ পন্থকে বাদ দেওয়া হতে পারে।

শুধু লাল বলের ক্রিকেটেই খেলবেন ঋষভ? (Rishabh Pant)

নতুন বছরের শুরুতেই, অর্থাৎ আগামী 11 জানুয়ারি থেকে 18 জানুয়ারি পর্যন্ত নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলবে ভারত। তার আগে ঘরোয়া ক্রিকেটে নিজের রঙ দেখাচ্ছেন ঋষভ পন্থ। দিল্লির হয়ে প্রথম ম্যাচে তিনি ডাবল ফেল করেন, প্রথম দিনে মাত্র ৫ রান সংগ্রহ করতে পারেন। তবে পরের ম্যাচে কিছুটা ফর্ম ফিরে আসে—কোহলির ৭৭ রানের ইনিংসের দিনে তিনি ৭০ রান তুলে দলের জন্য ইতিবাচক ভূমিকা রাখেন।

বেশ কয়েকটি সূত্রের দাবি, বিজয় হাজারেতে ধারাবাহিক পারফরম্যান্স না দেখানোর কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে দলে জায়গা পাবে না ভারতীয় তারকা ঋষভ পন্থ। তবে একদিনের দলে বাদ পড়লেও তিনি টেস্ট দলে জায়গা ধরে রাখবেন বলে মনে করা হচ্ছে। শোনা যাচ্ছে, এই উইকেটকিপার-ব্যাটসম্যানকে মূলত লাল বলের ক্রিকেটেই খেলাতে চান অজিত আগরকর এবং প্রধান কোচ গৌতম গম্ভীর। যদিও এ বিষয়ে এখনও কোনো স্পষ্ট মন্তব্য প্রকাশিত হয়নি।

উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে ফেরানো হতে পারে শুভমন গিলকে। ঘাড় এবং পায়ের চোট সেরেছে ভারতীয় তারকার। ইতিমধ্যেই অনুশীলনেও নেমে পড়েছেন তিনি। সব ঠিক থাকলে বিজয় হাজারেতেও খেলতে পারেন গিল। তারপরই হয়তো নিউজিল্যান্ডের বিরুদ্ধে দলে কামব্যাক হবে তাঁর। তাছাড়াও চোট ছাড়িয়ে উঠেছেন শ্রেয়স আইয়ারও। যদিও তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে আদৌ জায়গা পাবেন কিনা তা নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। তবে অনেকেই বলছেন, সাদা বলের ক্রিকেট থেকে যদি পন্থ জায়গা হারান সে ক্ষেত্রে বড় সুযোগ পেতে পারেন সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা করে নেওয়া ঈশান কিষাণ।

JANARUL KHAN

বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।

Join WhatsApp

Join Now