কুশল দাসগুপ্ত,শিলিগুড়ি: শিলিগুড়ি থেকে কলকাতা বা উল্টোপথে যাত্রার জন্য বাসের ভাড়া শুনে আজকাল যাত্রীদের চোখ কপালে উঠছে। তিনজনের জন্য টিকিটের দাম যখন বলা হলো ৯,০০০ টাকা, তখন তা শুনে রীতিমতো চমকে যাচ্ছেন যাত্রীরা। এমনটাই চলছে এই রুটে। বাস সংস্থাগুলি বলছে, “নিতে হলে নিন, না হলে চলে যান।”
যাত্রীরা জানাচ্ছেন, এই ভাড়া এতটাই বেশি যে এর থেকে বিমানে যাওয়া অনেক ভালো। যদিও বিমানের খরচ কিছুটা বেশি, তবু দ্রুত গন্তব্যে পৌঁছানো যায়। অন্যদিকে, ভাড়া শুনে অনেকে ট্রেনের ফার্স্ট ক্লাস টিকিট কেটে রওনা হচ্ছেন।
কেন এত বাস ভাড়া বাড়ছে?
জানা গেছে, টিকিটের ব্যাপক চাহিদার কারণে এবং অতিরিক্ত জায়গার ব্যবস্থার জন্য এ ধরনের অস্বাভাবিক ভাড়া নেওয়া হচ্ছে। তবে যাত্রীরা এটাকে অন্যায় মনে করছেন। অনেকেই অসন্তোষ প্রকাশ করলেও, বাস অপারেটরদের পক্ষ থেকে কোনো সমাধান দেওয়া হচ্ছে না।
যাত্রীরা এখন নিজেরাই যা পারেন, সেই সিদ্ধান্ত নিচ্ছেন। কেউ ৩,০০০ বা ৫,০০০ টাকা দিয়ে টিকিট কেটে নিচ্ছেন, কারণ বিকল্প নেই। তবে এই পরিস্থিতি আর কতদিন চলবে? যাত্রীদের অভিযোগের কোনো উত্তর আজও মেলেনি।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |