আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

টলিপাড়ার গায়িকা আত্মহত্যার চেষ্টা? ঘটনাটি জানুন বিস্তারিত

Published on: January 5, 2026
টলিপাড়ার গায়িকা আত্মহত্যার চেষ্টা

JKNews24 Desk: গায়িকা দেবলীনা নন্দীর স্টেজ পারফরম্যান্স সবসময় দর্শকদের মাতিয়ে রাখে। তবে তার ব্যক্তিগত জীবনও সমানভাবে কৌতূহল জন্মায়, কারণ দেবলীনা সোশ্যাল মিডিয়ায় তার জীবনের খুঁটিনাটি মুহূর্ত ভাগ করে নেন। সেই সূত্রেই প্রকাশ্যে এসেছে তার স্বামী প্রবাহের সঙ্গে বিয়ে এবং তাদের যৌথ জীবন। দেবলীনার বিয়ে হয়েছে ২০২৪ সালে। সম্প্রতি এক লাইভে এসে দেবলীনা ভেঙে পড়তে দেখা গেছে। লাইভে তিনি জানান, জীবনের নানা ক্ষেত্রে সমস্যা চলছে। প্রথমে তিনি কর্মজীবন সংক্রান্ত চ্যালেঞ্জের কথা বলেন, এরপর উল্লেখ করেন, বিয়ের পর থেকেই তাঁর মাকে নিয়ে জটিলতা শুরু হয়েছে। দেবলীনা জানিয়েছেন, তিনি সবসময় চেষ্টা করেছেন সবাইকে একসঙ্গে নিয়ে চলার, কিন্তু নানা কারণে পরিস্থিতি কঠিন হয়ে পড়েছে।

শেষ পর্যন্ত হেরে গিয়েছেন দেবলীনা

কিন্তু দেবলীনা শেষ পর্যন্ত হেরে গিয়েছেন বলেই জানান। সংসার করতে গিয়ে বারবার তাঁকে বলা হয়েছে—“বাপের বাড়ির মানুষদের ছেড়ে দিতে হবে”, এমন আভাস দিয়েছেন গায়িকা। লাইভে তিনি একাধিকবার বলেন, “আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু আর পারলাম না।” পরদিন হাসপাতাল থেকে দেবলীনার ছবি প্রকাশ পায়, এবং পরে তার বন্ধু সায়ক ছবি পোস্ট করে নিশ্চিত করেন, দেবলীনা এখন তুলনামূলকভাবে ভালো আছেন।

সায়ক জানালেন দেবলীনার ব্যক্তিগত সমস্যার আভাস

সায়ক সোশ্যাল মিডিয়ায় এসে পরিস্থিতি বোঝানোর চেষ্টা করলেও, দেবলীনা আত্মহত্যার চেষ্টা করেছিলেন সেটা প্রকাশ করেননি। পাশাপাশি তিনি দেবলীনার বিয়েতে যে সমস্যা চলছিল, তারও আভাস দিয়েছেন। এমনকী, বিয়ে হওয়ার আগে থেকেই সমস্যা শুরু হয়েছিল বলে সায়ক জানান। তবে দেবলীনা-প্রবাহের ব্যক্তিগত জীবনের ভিডিয়ো দেখে বোঝার উপায় নেই যে তাদের মধ্যে সত্যিই কোনও সমস্যা আছে কি না। ঠিক কোন পরিস্থিতিতে পড়ে দেবলীনা এমন চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন, তা খতিয়ে দেখাই এখন গায়িকার সহকর্মীদের প্রধান ইচ্ছা।

Rohan Khan

বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে। সেইসঙ্গে গত দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24 এর সঙ্গে কাজ করছি। বিশেষ করে দেশীয় ও আন্তর্জাতিক ঘটনা, এবং সাম্প্রতিক বিষয় নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে ভালোবাসি।

Join WhatsApp

Join Now