বেজে গিয়েছে বর্ষার বিদায় ঘন্টা, আর তার জায়গা দখল করছে শীতের মিষ্টি আমেজ। শহর থেকে শহরতলি— সর্বত্রই তাপমাত্রা একটু একটু করে নামছে, ভোরের দিকে সেই হালকা ঠান্ডা হাওয়াই যেন জানিয়ে দিচ্ছে ঋতু বদলের খবর। আর মাত্র কয়েকটা দিন, তারপরেই বর্ষা পুরোপুরি বিদায় নেবে, শুরু হবে শীতের খেলা। তবে এখনই ছাতা সরিয়ে রাখলে কিন্তু ভুল হবে, কারণ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে— আজ, বুধবার, কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ডের ওপরে থাকা একটি ঘূর্ণাবর্তের প্রভাবেই আপাতত বাংলায় বৃষ্টি-বাদল কিছুটা হলেও বজায় থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather) সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, বুধবার দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেলায় জেলায় জারি করা হয়েছে হলুদ সর্তকতা। এদিন বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়ার হালচালে। টানা কয়েকদিনের দুর্যোগ ও বৃষ্টির পর অবশেষে কিছুটা স্বস্তি মিলেছে উত্তরবঙ্গবাসীর। আকাশে এখন রোদের ঝলকানি, ফের দেখা মিলছে ঝলমলে আবহাওয়ার। তবে একেবারে বৃষ্টি থেমে যাবে, এমনটা নয়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার জেলায় মাঝেমধ্যে বৃষ্টি হতে পারে, সঙ্গে ঘণ্টায় প্রায় ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে।
আগামীকালের আবহাওয়া
নিশ্চয়ই ভাবছেন বুধবার সমগ্র বাংলার আবহাওয়া কেমন থাকবে? এদিনও দক্ষিণবঙ্গে দুর্যোগের সম্ভাবনা তৈরি হয়েছে। আলিপুর জানিয়েছে বৃহস্পতিবার নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বর্ষণ চলবে। এদিন আবার উত্তরবঙ্গের কোনও জেলায় তেমন সর্তকতা জারি করা হয়নি। তবে বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার কিছু অংশে।
সব খবর


