কুশল দাসগুপ্ত,শিলিগুড়ি: চরম ক্ষতির মুখে চা শ্রমিকেরা, নিলামে চায়ের দাম উঠছে না, ফলে চরম সংকটে পড়েছেন চা শ্রমিকরা। গত কয়েক বছর ধরেই এই সমস্যার মুখোমুখি পাহাড়ের চা শিল্প। চা শ্রমিকদের অভিযোগ, তারা কঠোর পরিশ্রম করেও ন্যায্য মজুরি পাচ্ছেন না। চায়ের কাজ তাদের একমাত্র আয়ের উৎস, অথচ চা বিক্রি থেকে যে আয় হওয়ার কথা, তার ছিটেফোঁটাও শ্রমিকদের কাছে পৌঁছাচ্ছে না।
চা শ্রমিকরা জানিয়েছেন, “আমাদের দিনরাতের পরিশ্রম সত্ত্বেও যদি লাভের মুখ না দেখি, তাহলে কেন আমরা এই কাজ করব?”
এই সংকটের কারণে চা বাগান মালিকরাও অসহায় অবস্থায় রয়েছেন। ব্যবসায় কোনো লাভ না হওয়ায় তাঁরা চা শ্রমিকদের নিয়মিত বেতন দিতে পারছেন না। শ্রমিকদের অভিযোগ, “চায়ের দাম ন্যায্য না হলে আমরা কীভাবে আমাদের পরিবার চালাব? এখন আন্দোলনই একমাত্র পথ।”
চা শ্রমিকরা জানিয়েছেন, তাদের ন্যায্য দাবি পূরণের জন্য শিগগিরই আন্দোলনে বসবেন। অন্যদিকে, মালিকপক্ষও চাপে পড়েছেন এবং জানেন না এই পরিস্থিতি কতদিন চলবে। পুরো চা শিল্প এক অচলাবস্থার মধ্যে রয়েছে, যা দ্রুত সমাধানের দাবি জানাচ্ছে।