Sunday, November 16, 2025

JKNEWS24 ➠ One Stop Solution for Bangla News & Bangla Khabar !

ফ্রি LPG সংযোগের ঘোষণা...

রাজধানী দিল্লিতে বায়ুদূষণের মাত্রা দিন দিন রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে, আর সেই উদ্বেগজনক পরিস্থিতি...

মানি অর্ডার, পার্সেল বুকিং,...

গ্রাহকদের জন্য বড় পদক্ষেপ নিল ভারতীয় ডাক বিভাগ! এখন থেকে পোস্ট অফিসের কোনও...

RRB JE Recruitment 2025:...

Pinky Khan, কলকাতা: ভারতীয় রেলওয়েতে চাকরির স্বপ্ন দেখছেন যারা, তাদের জন্য সুখবর! RRB JE...

FASTag নতুন নিয়ম কাল...

Rohan Khan, কলকাতা: সাম্প্রতিককালে দেশজুড়ে টোল পরিষেবায় বেশ কিছু বড় পরিবর্তন এসেছে, আর FASTag–এর...
Homeচাকরি খবরWBSSC Group C & D নিয়োগ ২০২৫: সরকারি স্কুলে ৮৪৭৭ শূন্যপদে আবেদন শুরু!

WBSSC Group C & D নিয়োগ ২০২৫: সরকারি স্কুলে ৮৪৭৭ শূন্যপদে আবেদন শুরু!

- Advertisement -

আরও পড়ুন

- Advertisement -
Pinky Khan
Pinky Khanhttps://jknews24.in/
সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কনটেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। সরকারি প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।
- Advertisement -

WBSSC Group C & D: পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য এ যেন এক দারুণ সুযোগ! রাজ্যের স্কুলগুলিতে শূন্য পদে নিয়োগের জন্য WBSSC বা পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন ঘোষণা করেছে বড়সড় বিজ্ঞপ্তি। Non-Teaching Staff নিয়োগের মাধ্যমে Clerk (Group-C) এবং Group-D — দুই পদ মিলিয়ে মোট ৮,৪৭৭টি শূন্যপদে আবেদন গ্রহণ শুরু হয়েছে। ইতিমধ্যেই কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ৩ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত।

WBSSC Group C & D Non-Teaching Staff Recruitment 2025

মোট শূন্যপদ (Total Vacancies): 8477 Posts, যার মাধ্যমে সরকারি স্কুলের ক্লার্ক এবং গ্রুপ ডি নন টিচিং স্টাফ নিয়োগ করা হবে।

পদের নামশূন্যপদ সংখ্যাযোগ্যতা
Clerk (Group-C)2989Madhyamik (Class 10th Pass)
Group-D Staff5488Class VIII Pass

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

WBSSC-র এই নিয়োগ প্রক্রিয়ায় শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে দুটি আলাদা পদে আবেদন করা যাবে। Group-C (Clerk) পদের জন্য প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক (Madhyamik) উত্তীর্ণ হতে হবে। অন্যদিকে, Group-D Staff পদের জন্য আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণি (Class VIII) উত্তীর্ণ প্রার্থীরা।

বয়সসীমা (Age Limit): বয়স গণনার তারিখ: 1 জানুয়ারি 2025 অনুযায়ী।

WBSSC Group C & D Non-Teaching Staff নিয়োগে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর এবং সর্বাধিক ৪০ বছর এর মধ্যে। তবে সরকারি নিয়ম অনুযায়ী, সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা (যেমন— SC, ST, OBC, PwD প্রভৃতি) বয়সে নির্ধারিত ছাড়ের সুবিধা পাবেন।

সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করন -

WhatsApp Group Join Now

আবেদন ফি (Application Fee)

ক্যাটেগরিফি (Fee)
General / OBC₹400/-
SC / ST / PH₹200/-

গুরুত্বপূর্ণ তারিখসমূহ 

ইভেন্টনির্ধারিত তারিখ
অনলাইন আবেদন শুরু০৩ নভেম্বর ২০২৫
অনলাইন আবেদন বন্ধের তারিখ০৩ ডিসেম্বর ২০২৫ (বিকাল ৫টা পর্যন্ত)
ফি জমা দেওয়ার শেষ তারিখ০৩ ডিসেম্বর ২০২৫ (রাত ১১:৫৯ পর্যন্ত)
লিখিত পরীক্ষার সম্ভাব্য সময়জানুয়ারি ২০২৬ (নির্দিষ্ট তারিখ পরে জানানো হবে)

অনলাইন আবেদন প্রক্রিয়া 

WBSSC Group C & D Non-Teaching Staff নিয়োগে আবেদন সম্পূর্ণভাবে অনলাইনে করা যাবে। প্রার্থীদের সুবিধার জন্য নিচে ধাপে ধাপে আবেদন প্রক্রিয়াটি তুলে ধরা হল —

  1. প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যান 👉 https://www.westbengalssc.com/
  2. সেখানে “Apply Now” অপশনটি নির্বাচন করুন।
  3. এরপর “One Time Registration for Candidates” সেকশনে গিয়ে নিজের প্রাথমিক তথ্য (যেমন — নাম, জন্মতারিখ, ইমেল আইডি, মোবাইল নম্বর, লিঙ্গ ইত্যাদি) সঠিকভাবে পূরণ করুন।
  4. সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করে “Submit” বাটনে ক্লিক করুন।
  5. আবেদন ফি অনলাইনে পরিশোধ করুন।
  6. আবেদন সম্পূর্ণ হলে Application Form ডাউনলোড করে নিজের কাছে সংরক্ষণ করুন ভবিষ্যতের জন্য।

প্রয়োজনীয় ডকুমেন্টস 

নিচের ডকুমেন্ট এবং তথ্যগুলি সঠিক ফরম্যাটে আপনাদেরকে অনলাইনে পোর্টালে আপলোড করতে হবে ফরম ফিলাপ করার সময় –

  1. Passport Size Photograph
  2. Signature (Scanned Copy)
  3. Madhyamik Admit Card / Birth Certificate
  4. Caste Certificate (যদি প্রযোজ্য হয়)
  5. Aadhaar / Voter ID / অন্যান্য পরিচয়পত্র
  6. Valid Email ID ও Mobile Number.
তথ্যলিংক
সরাসরি আবেদনের অফিসিয়াল লিংক (WBSSC Group C & D)Apply Now ↗
Last Date (শেষ তারিখ)3rd December, 2025

🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন JKNEWS24 Bangla। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!

- Advertisement -
- Advertisement -

পড়তে ভুলবেন না

- Advertisement -