West Bengal Weather Today: দুর্যোগ যেন পিছুই ছাড়ছে না! একের পর এক বৃষ্টি, আর মানুষের মুখে এখন একটাই প্রশ্ন—এই বৃষ্টি কি আর থামবে না? ঘূর্ণিঝড় ‘মান্থা’-র প্রভাবে ইতিমধ্যেই উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা বিপর্যস্ত হয়ে পড়েছে, কোথাও কয়েকশো মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছেWest (Bengal Weather Today)। এই টানা বৃষ্টিতে জনজীবন কার্যত থমকে গেছে, আর সবাই অপেক্ষায়—শীত কবে আসবে? কিন্তু এখনো পর্যন্ত হাওয়া অফিস স্পষ্ট কোনো উত্তর দিতে পারেনি। তারই মধ্যে নতুন করে ঘনাচ্ছে আরও এক নিম্নচাপ, যা বাড়িয়ে তুলছে চিন্তা।
পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এই নিম্নচাপটি পরবর্তী কয়েক ঘণ্টায় আরো শক্তিশালী হয়ে উত্তর উত্তর পশ্চিম দিকে ও পরবর্তী পর্যায়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ৪-৬ই নভেম্বরের আশেপাশে পশ্চিমবঙ্গ -বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হতে পারে বা বাংলাদেশ উপকূলের কাছাকাছি আসতে পারে। তাহলে কি নতুন সপ্তাহে ফের বৃষ্টি পাবে বাংলা? উঠছে প্রশ্ন। যাইহোক, আজ রবিবারও আবার বেশ কিছু জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। চলুন জেনে নেওয়া যাক।
দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Today)
প্রথমেই দেখা যাক আজকের দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন হতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, মেদিনীপুর, ২৪ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলী, কলকাতা, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দুপুরের পর থেকেই আবহাওয়ায় কিছুটা পরিবর্তন আসবে বলে জানা যাচ্ছে। ধীরে ধীরে বইতে শুরু করবে উত্তরের হাওয়া, যার ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে এবং দেখা মিলবে কুয়াশার—যা শীতের আগমনের ইঙ্গিত দিচ্ছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে। আজ উত্তরবঙ্গের সব জেলা—আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে। ফলে পাহাড় থেকে সমতল—সব জায়গাতেই আবহাওয়া কিছুটা অস্থির থাকবে বলে মনে করা হচ্ছে।
সব খবর
আগামীকালের আবহাওয়া
সপ্তাহের প্রথম দিনে আবহাওয়া বেশ স্বস্তিদায়কই থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ—সব জেলাতেই মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আকাশ থাকবে পরিষ্কার এবং দিনের তাপমাত্রা কিছুটা বেড়ে যেতে পারে। তবে এই স্বস্তি দীর্ঘস্থায়ী নয়। আগামী ৫ থেকে ৬ নভেম্বরের মধ্যে দক্ষিণবঙ্গের কিছু জেলায় ফের ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে হাওয়া অফিস সূত্রে জানা গেছে।


