Sunday, November 16, 2025

JKNEWS24 ➠ One Stop Solution for Bangla News & Bangla Khabar !

প্রতিমাসে ₹৯,২৫০ আয়! পোস্ট...

নিরাপদ বিনিয়োগের কথা উঠলেই প্রথমেই মনে আসে পোস্ট অফিসের নাম। স্টক মার্কেট বা...

SBI ও Yes Bank-এ...

দেশের সবচেয়ে বড় বিনিয়োগকারী সংস্থা, লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC), সম্প্রতি একটি...

দিল্লি বিস্ফোরণে বাংলা যোগ!...

সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লার সামনে ঘটে ভয়াবহ বিস্ফোরণ, যা মুহূর্তের মধ্যেই কাঁপিয়ে দেয়...
Homeখেলাধূলা খবরক্রিকেটদিল্লি টেস্টে সেঞ্চুরি করে সচিনের পর প্রথম ভারতীয় রেকর্ড গড়লেন যশস্বী।

দিল্লি টেস্টে সেঞ্চুরি করে সচিনের পর প্রথম ভারতীয় রেকর্ড গড়লেন যশস্বী।

- Advertisement -

আরও পড়ুন

- Advertisement -
JANARUL KHAN
JANARUL KHANhttps://jknews24.in
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
- Advertisement -

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে 140 রানের বড় ব্যবধানে জয় তুলে নিয়েছিল ভারত, কিন্তু দুঃখের বিষয়, সেই ম্যাচে খেলতে পারেননি ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। তবে দ্বিতীয় টেস্টে সুযোগ পেয়ে তিনি তা পুরোপুরি কাজে লাগিয়েছেন। শুক্রবার দিল্লির মাটিতে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ইনিংসে ব্যাট ঘুরিয়ে সেঞ্চুরি পূর্ণ করলেন যশস্বী, যা তাঁর টেস্ট ক্রিকেটে সপ্তম শতরান। বিশেষ দিকটি হলো, এটি ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের প্রথম সেঞ্চুরি, আর সেই সঙ্গে বড় রেকর্ডও নিজের নামে লিখে নিলেন এই তরুণ ভারতীয় তারকা (Yashasvi Jaiswal Record)।

টেস্টে সপ্তম সেঞ্চুরি করে বড় রেকর্ড জয়সওয়ালের

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে যশস্বী জয়সওয়াল দ্রুত রান করার জন্য বিশেষভাবে পরিচিত। শুক্রবার দিল্লির মাঠে তিনি প্রথমে কিছুটা সময় নিয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে আক্রমণ শুরু করলেও, 15.4 ওভারে রাহুলের সঙ্গে জুটি বেঁধে ভারতের স্কোরে 50 রান যোগ করেন। এরপর ম্যাচ যত এগোয়, ততই তিনি আক্রমণাত্মক হয়ে উঠেন এবং ওয়েস্ট ইন্ডিজের বোলারদের বিরুদ্ধে একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন। এই টেস্টে সপ্তম সেঞ্চুরির সঙ্গে সঙ্গে তিনি বড় একটি রেকর্ডও নিজের নামে লিখেছেন।

উল্লেখযোগ্য, সুনীল গাভাস্কারের পর ভারতের প্রথম বাঁহাতি ব্যাটসম্যান হিসেবে দ্রুততম 3,000 রান পূর্ণ করেছেন যশস্বী, মাত্র 71টি টেস্ট ইনিংসে। তুলনায় গাভাস্কারকে সেই কীর্তি করতে হয়েছিল 69 ইনিংস। এছাড়াও, সচিন তেন্ডুলকরের পর এত কম বয়সে টেস্টে সাতটি সেঞ্চুরি করার কৃতিত্বও অর্জন করেছেন 23 বছর বয়সী এই তরুণ। এর আগে সচিন তেন্ডুলকরের নামে অল্প বয়সে 11টি সেঞ্চুরির রেকর্ড ছিল।

উল্লেখযোগ্য, টেস্ট ক্রিকেটে অল্প বয়সে দ্রুততম সাতটি সেঞ্চুরি করে বহু ভারতীয় ক্রিকেটারকে পেছনে ফেলেছেন যশস্বী জয়সওয়াল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সেঞ্চুরির দিক দিয়ে ঋষভ পন্থ এবং কে এল রাহুলকেও তিনি ছাড়িয়ে গিয়েছেন। যেখানে এই দুই ভারতীয় ক্রিকেটার টেস্টে দ্রুততম ছয়টি সেঞ্চুরি করেছিলেন, সেখানে যশস্বীর নামের পাশে এখন সাতটি শতরানের কীর্তি লিখা। প্রতিবেদনের সময় পর্যন্ত 133 রানে নটআউট ছিলেন তিনি। যদি টিকে থেকে চলতি টেস্টে ডবল সেঞ্চুরি করতে পারেন, তবে তা আরও একটি নতুন রেকর্ড যুক্ত করবে ভারতীয় ওপেনারের খাতায়।

সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করন -

WhatsApp Group Join Now
- Advertisement -
- Advertisement -

পড়তে ভুলবেন না

- Advertisement -