27 C
Kolkata
Wednesday, January 22, 2025

স্যালাইন কাণ্ডে নড়েচড়ে বসল পশ্চিমবঙ্গ সরকার, নিষিদ্ধ হল ১৪টি ওষুধের তালিকা

JKNews24 bangla: স্যালাইন কাণ্ডে নড়েচড়ে বসল পশ্চিমবঙ্গ সরকার, গত শুক্রবার মেদিনীপুর মেডিক্যাল কলেজে প্রসূতির মৃত্যুর ঘটনায় রাজ্য জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার মুখ্যসচিব মনোজ পন্থের নির্দেশে CID-র বিশেষ প্রতিনিধিদল ঘটনাস্থলে তদন্তের জন্য উপস্থিত হয়। জানা গেছে, এই দলে ভবানী ভবনের দুই অভিজ্ঞ অফিসার রয়েছেন। নিম্নমানের স্যালাইনের কারণে তোলপাড়ের মধ্যে এবার রিঙ্গার্স ল্যাকটেট স্যালাইন নিষিদ্ধ করল রাজ্যের স্বাস্থ্য দফতর।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সূত্রের খবর, মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্য দফতর থেকে একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে রাজ্যের সব মেডিক্যাল কলেজ, হাসপাতাল এবং জেলার মুখ্য মেডিক্যাল অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে যে, রিঙ্গার্স ল্যাকটেট সহ পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের তৈরি ১৪টি ওষুধ আর ব্যবহার করা যাবে না। হাসপাতালগুলিতে যতই মজুত থাকুক না কেন, এই ওষুধগুলো কোনোভাবেই রোগীদের শরীরে ব্যবহার করা যাবে না। যেখানে যেখানে এই ওষুধ রয়েছে, সেগুলি দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

নিষিদ্ধ হওয়া ১৪টি ওষুধের তালিকায় রয়েছে:

  • ডেক্সট্রোস ইনজেকশন ১০% (৬৫০ এমওএসএম/এল) হাইপারটোনিক
  • লেভোফ্লোক্সাসিন ইনফিউশন ৫ মিলিগ্রাম/১০০ এমএল
  • ম্যানিটল ইনফিউশন আইপি ২০% (১০০ এমএল বোতল)
  • অফলোক্সাসিন ২০০ মিলিগ্রাম/১০০ এমএল
  • পেডিয়াট্রিক মেনটেনান্স ইলেক্ট্রোলাইট সলিউশন
  • প্যারাসিটামল ইনফিউশন ১০০০ মিলিগ্রাম/১০০ এমএল
  • সোডিয়াম ক্লোরাইড ইনজেকশন আইপি ০.৯% (নর্মাল বা ইসোটনিক স্যালাইন)
  • ডেক্সট্রোস সলিউশন আইপি ৫% (ব্লো ফিল, সিল প্রসেস)

পাশাপাশি যেসব ওষুধ বাতিল করা হয়েছে তার মধ্যে রয়েছে:

  • রিঙ্গার ল্যাকটেট সলিউশন আইরি ইনজেকশন (ব্লো ফিল, সিল প্রসেস)
  • রিঙ্গার সলিউশন আইপি ইনজেকশন
  • সোডিয়াম ক্লোরাইড ইরিগেশন সলিউশন (৩ লিটার)
  • সোডিয়াম ক্লোরাইড ০.৯% + ডেক্সট্রোস ৫% ইনজেকশন আইপি (ব্লো ফিল, সিল প্রসেস)
  • সোডিয়াম ক্লোরাইড ইনজেকশন ০.৪৫% + ডেক্সট্রোস ৫% পলিপ্রোপিলিন বোতল (এফএফএস টেকনোলজি)
  • সোডিয়াম ক্লোরাইড ইনজেকশন ০.৯% নর্মাল বা ইসোটনিক স্যালাইন (এনএ পজিটিভ ১৫৪ এমএমওএল/আইসিএল ১৫৪ এমএমওএল/আই, ব্লো ফিল, সিল প্রসেস)

এদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত সোমবারই মুখ্যসচিবকে স্পষ্ট নির্দেশ দেন যে এই ঘটনায় কোনোভাবেই কাউকে রেয়াত করা হবে না। স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমও এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। এরপরই স্বাস্থ্য দফতরের তরফে একটি তদন্ত কমিটি গঠন করা হয়, যারা ইতিমধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে। তবে মুখ্যসচিব মনোজ পন্থ জানিয়েছেন, এই ঘটনায় আরও বিস্তারিত তদন্তের প্রয়োজন রয়েছে।

JK Official
JK Official
বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে। সেইসঙ্গে গত দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24 এর সঙ্গে কাজ করছি। বিশেষ করে দেশীয় ও আন্তর্জাতিক ঘটনা, এবং সাম্প্রতিক বিষয় নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে ভালোবাসি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

24,000FansLike
3,000FollowersFollow
2,300SubscribersSubscribe

POPULAR POST

Top Collection