কুশল দাসগুপ্ত,শিলিগুড়ি: আজ সকালে পিছু ধাওয়া করে, দার্জিলিং পুলিশ দুজনকে আটক করে পনের কেজি গাঁজাসহ। আটক দুজনের বাড়ি দক্ষিণ দিনাজপুরে এবং তারা দুজনেই বাঙালি। জানা গেছে, তারা শিলিগুড়ির প্রধান নগরে বাড়ি ভাড়া করে থাকতেন এবং আজ সকালে নেপাল হয়ে ফিরছিলেন। খবর পেয়েই ভোর রাত থেকে সেখানে পুলিশ পিকেটিং শুরু করে। সন্দেহজনকদের জিজ্ঞাসাবাদ করা হলে, গাড়ি আসতেই তাদের আটক করে দার্জিলিং পুলিশ।
অভিযুক্তরা জানান, তারা শিলিগুড়িতে প্রায় ৬ বছর ধরে থাকেন এবং এখানে বাড়ি ভাড়া করে বসবাস করেন। তাদের কাছ থেকে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে এসেছে— তারা বেকার যুবকদের পয়সার লোভ দেখিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গাঁজা পাচার করতেন। অবশেষে পুলিশ তাদের আটক করে নিজেদের হেফাজতে নিয়ে আসে।