কুশল দাসগুপ্ত,শিলিগুড়ি: আবার ধস নামলো উত্তর সিকিমে, বড়দিনের আগে পর্যটন শিল্পে বড় ধাক্কা। শুক্রবার সকালে চুংথাং-লাচেন রুটে রংমা রেঞ্জ এলাকায় ধস নামায় বন্ধ হয়ে যায় গাড়ি চলাচল। এতে বহু পর্যটক আটকে পড়েন। তবে সিকিম পর্যটন দপ্তরের দাবি, কিছুক্ষণের মধ্যে রাস্তাটি মেরামত করে সন্ধ্যার দিকে পর্যটকদের গ্যাংটকে ফিরিয়ে আনা হয়েছে।
এদিকে, পুরোপুরি রাস্তা ঠিক করতে অন্তত তিন সপ্তাহ সময় লাগবে, যা প্রশাসনিক সূত্রে জানা গেছে। এর মানে, ততদিন পর্যটকদের উত্তর সিকিমে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। ঝুঁকি এড়াতে, রাস্তাটি যান চলাচলের উপযুক্ত না হওয়া পর্যন্ত কোনো পারমিট দেওয়া হবে না, বলে জানিয়েছেন মংগন জেলা প্রশাসন।
দীর্ঘদিন বন্ধ থাকার পর ১০ ডিসেম্বর লাচেনের দরজা পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছিল। তুষারপাত শুরু হতেই সিকিমে পর্যটকদের ভিড় বাড়তে থাকে, তবে একে একে লাচুং ও লাচেনে হোটেলগুলোতে জায়গা দেওয়া কঠিন হয়ে পড়ে। প্রায় এক বছর পর পর্যটন ব্যবসায়ীদের মুখে হাসি ফিরেছিল। কিন্তু আবার ধসের কারণে ছন্দপতন। রংমা রেঞ্জ এলাকায় এদিন সকালে বিপত্তি ঘটে, এবং ধসের পর যাঁরা লাচেন থেকে ফিরছিলেন, তারা আটকে পড়েন। রাস্তাটি বন্ধ হওয়ার খবর শুনতেই আতঙ্ক ছড়ায় পর্যটকদের মধ্যে। তবে, মেরামতি শেষ করে সন্ধ্যায় তাদের ফেরানোর ব্যবস্থা করা হয়েছে।