Android At Risk: যেকোনও মুহূর্তে আপনার অ্যান্ড্রয়েড ফোন হ্যাক হয়ে যেতে পারে—এমনটাই জানাচ্ছে কেন্দ্রীয় সংস্থা ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (CERT-In)। সংস্থার মতে, বর্তমানে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে এমন কিছু প্রযুক্তিগত দুর্বলতা রয়েছে, যার সুযোগ নিয়ে সাইবার অপরাধীরা ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে। এই দুর্বলতাগুলির কারণে হ্যাকাররা আপনার ফোনের মাইক্রোফোন, ক্যামেরা, এমনকি ব্যাংকিং অ্যাপেও প্রবেশ করতে পারে। তাই এখনই সতর্ক হওয়া জরুরি। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, নিয়মিত সফটওয়্যার আপডেট রাখুন, সন্দেহজনক অ্যাপ ডাউনলোড করা এড়িয়ে চলুন এবং অপরিচিত লিঙ্কে ক্লিক করবেন না।
Table of Contents
সাইবার নিরাপত্তা সংস্থার সতর্কতা (Android At Risk)
কেন্দ্রীয় সাইবার নিরাপত্তা সংস্থা (CERT-In) সম্প্রতি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য জারি করেছে এক গুরুত্বপূর্ণ সতর্কতা। সংস্থার মতে, গুগল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে বেশ কিছু গুরুতর দুর্বলতা ধরা পড়েছে, যার সুযোগ নিয়ে সাইবার অপরাধীরা স্মার্টফোন ও ট্যাবলেটে হানা দিতে পারে।
এর ফলে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য, ব্যাংকিং ডেটা, পাসওয়ার্ড সহ নানা সংবেদনশীল তথ্য চুরি হওয়ার আশঙ্কা রয়েছে। অ্যান্ড্রয়েড 13 থেকে শুরু করে সর্বশেষ 16 সংস্করণ পর্যন্ত এই ঝুঁকির আওতায় রয়েছে। CERT-In জানিয়েছে, Samsung Galaxy, OnePlus, Realme, Xiaomi, Motorola, Vivo, Oppo এবং Google Pixel–এর মতো জনপ্রিয় ব্র্যান্ডগুলির ফোনে হ্যাকিংয়ের সম্ভাবনা বেশি।
মূল সমস্যার উৎস হিসেবে কোয়ালকম, মিডিয়াটেক, ব্রডকম, ইউনিসোক এবং এনভিডিয়ার মতো হার্ডওয়্যার ও সফটওয়্যার কোম্পানিগুলির তৈরি উপাদানগুলিতে নিরাপত্তা ত্রুটি ধরা পড়েছে। তাই সংস্থার পরামর্শ, ব্যবহারকারীরা যেন দ্রুত সফটওয়্যার আপডেট করেন এবং সন্দেহজনক লিঙ্ক বা অ্যাপ ব্যবহার থেকে বিরত থাকেন।
সব খবর
একাধিক তথ্য চুরি হয়ে যেতে পারে ব্যবহারকারীদের
কেন্দ্রের ওই সংস্থা এও জানিয়েছে, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে দুর্বলতার কারণে বিভিন্ন সংস্থার ফোনে সাইবার হানা হলে চুরি যেতে পারে ফোনের গোপন কোড (Android At Risk)। তাছাড়াও, দূর থেকেই ব্যবহারকারীর ফোন নিয়ন্ত্রণ করতে পারবে হ্যাকাররা। শুধু কি তাই, ফোন যদি একবার হ্যাক করে নেওয়া যায় সে ক্ষেত্রে ব্যাঙ্ক ডিটেইলস থেকে শুরু করে গোপন ফটো, কল রেকর্ড, ফোন নম্বর থেকে শুরু করে সমস্ত তথ্যই হাতিয়ে নেবে জালিয়াতরা। বলে রাখি, চলতি মাসেই অ্যান্ড্রয়েডের সিকিউরিটি বুলেটিন বেশ কয়েকটি ত্রুটি চিহ্নিত করে। মনে করা হচ্ছে ওই ত্রুটিগুলিকে কাজে লাগিয়েই সহজেই অ্যান্ড্রয়েড ফোনগুলিতে ক্ষতিকারক অ্যাপ ইন্সটল করে দিতে পারে হ্যাকাররা। সব মিলিয়ে, অ্যান্ড্রয়েড ফোন নিয়ে একপ্রকার বিপদের মুখেই দেশের অসংখ্য ব্যবহারকারী।
কীভাবে জালিয়াতি থেকে বাঁচবেন?
প্রযুক্তি যত দ্রুত এগোচ্ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার অপরাধের ঝুঁকিও (Android At Risk)। আজকের ডিজিটাল যুগে হ্যাকাররা সহজেই ব্যবহারকারীদের মোবাইল, ট্যাবলেট, ল্যাপটপ বা কম্পিউটার থেকে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে। এর ফলে প্রতারণা এবং তথ্য চুরির ঘটনা ক্রমেই বাড়ছে। তাই কেন্দ্রীয় সাইবার নিরাপত্তা সংস্থার আধিকারিকরা বারবার সতর্ক করছেন, ব্যবহারকারীরা যেন নিজেদের ফোন এবং ট্যাবলেটের নিরাপত্তা বাড়াতে সচেতন হন। সংস্থার পরামর্শ, ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম সর্বদা আপডেট রাখা জরুরি, কারণ আপডেটের মাধ্যমেই অনেক নিরাপত্তা ত্রুটি মেরামত করা হয়।
তাছাড়াও, ফোনে থাকা অ্যাপগুলির কার্যক্ষমতা বাড়িয়ে তুলতে এবং নতুন ফিচার উপভোগ করতে নিয়মিত অপারেটিং সিস্টেম আপডেট করার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সাইবার নিরাপত্তা সংস্থা। সংস্থার তরফে আরও বলা হয়েছে, ব্যবহারকারীদের কখনওই থার্ড পার্টি উৎস থেকে অ্যাপ ডাউনলোড করা উচিত নয়। বরং কেবলমাত্র গুগল প্লে স্টোরের মতো নিরাপদ ও প্রটেকটেড সোর্স ব্যবহার করা উচিত। পাশাপাশি, ক্রোম বা অন্য কোনও ব্রাউজারের মাধ্যমে অজানা ফাইল বা অ্যাপ ডাউনলোড করা থেকেও বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে অচেনা বা সন্দেহজনক লিংকে ক্লিক না করার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ এসবের মাধ্যমেই হ্যাকাররা ডিভাইসে ম্যালওয়্যার ঢোকাতে পারে।
🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন “JKNEWS24 Bangla”। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!


