কুশল দাসগুপ্ত,শিলিগুড়ি: ইস্টবেঙ্গলের খেলা মানেই দেবাশীষ বাবুর জীবনে এক আলাদা উৎসব। আর এই উৎসবের সঙ্গে ইলিশ মাছ যেন অবিচ্ছেদ্য। খেলার আগে বা পরে, ইস্টবেঙ্গল জিতুক বা হারুক, ইলিশ মাছ কেনা তার আবশ্যিক। দেবাশীষ বাবু, একজন ইস্টবেঙ্গল ভক্ত, গত চার দশক ধরে এই ঐতিহ্য পালন করে আসছেন।
দেবাশীষ বাবু জানালেন, “ইস্টবেঙ্গলের খেলা থাকলেই আমি বাজারে ছুটে যাই ইলিশ কিনতে। ইলিশ না থাকলে যেন খেলার মজা পুরোটা উপভোগ করতে পারি না। আর ইস্টবেঙ্গল জিতলে তো নিজের সঙ্গে অন্যদেরও ইলিশ খাওয়াব।” তার কাছে ইস্টবেঙ্গল শুধু একটি ক্লাব নয়, এক মন্দির। তার কথায়, “ইস্টবেঙ্গল মানে আমার কাছে মন্দির, আর সেখানে আমি পূজা করি।”
একসময় স্কুল শিক্ষক থাকা দেবাশীষ বাবু বর্তমানে “স্টুডেন্ট হেলথ হোম” নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। নিজের ব্যস্ততাকে উপভোগ করে তিনি বলেন, “নিজেকে ব্যস্ত রাখতেই ভালো লাগে। এতে শরীর-মন দুটোই ভালো থাকে।”
আগামী ১৮ আগস্ট ডুরান্ড কাপে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচ দেখতে কলকাতায় যাচ্ছেন দেবাশীষ বাবু। তার মতে, এই ম্যাচ তার জীবনে এক বিশাল গুরুত্ব রাখে। যাওয়ার আগে এলাকার সমর্থকদের সঙ্গে ইলিশ ভোজের পরিকল্পনাও করেছেন তিনি। দেবাশীষ বাবুর মতে, “ক্লাব একটাই, ইস্টবেঙ্গল। আর বাঘও একটাই, রয়েল বেঙ্গল।” এই মন্ত্র নিয়েই তিনি কলকাতা যাচ্ছেন, নিজের প্রিয় দলকে সমর্থন করতে।