কুশল দাসগুপ্ত,শিলিগুড়ি: তিস্তায় বাড়ছে বোরোলি মাছের আমদানি , খুশি মাছের ব্যবসায়ীরা। এবারে তিস্তা এবং তোর্সা নদীতে ব্যাপক পরিমাণে বড়োলি মাছের দেখা মেলায় খুশির জোয়ার এসেছে মৎস্য ব্যবসায়ীদের মধ্যে। গত কয়েক বছর ধরে তিস্তা নদীতে সেভাবে বড়োলি মাছ পাওয়া যাচ্ছিল না, যা নিয়ে উদ্বেগে ছিলেন ব্যবসায়ীরা। তবে এবারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন।
ব্যবসায়ীদের দাবি, বড়োলি মাছের স্বাদ অন্যান্য মাছের তুলনায় অনেকটাই আলাদা, আর এই কারণেই বাজারে এর চাহিদা বেশ বেশি। কিন্তু গত কয়েক বছর ধরে মাছের সরবরাহে ঘাটতি থাকায় ব্যবসায়িকভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। এবার তিস্তা এবং তোর্সা নদীতে এই মাছ ফিরে আসায় ব্যবসায়ীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।
মৎস্য ব্যবসায়ীরা জানিয়েছেন, সাধারণত এই সময় বড়োলি মাছ খুব একটা দেখা যায় না। তবে অসময়ে এভাবে মাছের দেখা মেলায় তারা বেশ আশাবাদী। ইতিমধ্যেই শিলিগুড়ি থেকে বড়োলি মাছ মালদা ও কলকাতার বাজারে পাঠানো শুরু হয়েছে। ব্যবসায়ীরা মনে করছেন, এই আমদানির ফলে তাদের ব্যবসা ভালোই চলবে এবং বাজারে বড়োলি মাছের চাহিদা মেটানো সম্ভব হবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |