নববর্ষে গোয়ার মজা এবার দিঘাতে! বিরাট উৎসবের ঘোষণা মমতা, বাঙালির ঘুরতে যাওয়ার কথা বললেই সবার প্রথমে যে জায়গার নাম আসে সেটা হল দিঘা (Digha)। সোম থেকে রবি, সাত দিন এবং বারো মাসেই এই সমুদ্র শহর থাকে জমজমাট। তাই যদি আপনার কোনো নির্দিষ্ট প্ল্যান না থাকে। যদি আগামী কিছুদিনের মধ্যে ঘুরতে যাওয়ার ভাবনা থাকে, তাহলে আপনার জন্য রয়েছে এক দারুণ সুখবর!
দীঘাতে মিষ্টি উৎসব ঘোষণা মুখ্যমন্ত্রীর
বিগত বৃহস্পতিবার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘাতে মিষ্টি উৎসবের ঘোষণা করেছেন। তবে প্রশ্ন হলো, এই উৎসব কবে থেকে শুরু হবে? জানা যাচ্ছে, আগামী ৭ই জানুয়ারি থেকে শুরু হবে এই উৎসব। অর্থাৎ, ৯ই জানুয়ারি পর্যন্ত মিষ্টির আনন্দে ডুবে থাকবে দিঘা। গোয়াতে যেমন ফুড অ্যান্ড কালচারাল ফেস্টিভাল হয়। তেমনই এই মিষ্টি উৎসবও আয়োজন করা হবে দিঘায়।
কি কি থাকবে উৎসবে?
অনেকেই নিশ্চই ভাবছেন, মিষ্টি উৎসবে কী কী স্পেশাল থাকবে? মিষ্টি যে বিক্রি হবে, সেটা তো নাম থেকেই স্পষ্ট। তবে বিষয়টা হবে একেবারে গ্র্যান্ড! বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে রায়গঞ্জের মিষ্টি ব্যবসায়ীরা তাদের মিষ্টির ভান্ডার নিয়ে হাজির হবেন এই উৎসবে। তাই দিঘাতেই এবার গোটা বাংলার জনপ্রিয় মিষ্টির স্বাদ নেওয়ার সুযোগ থাকবে। আর শোনা যাচ্ছে, প্রায় ৬০০০ এরও বেশি ব্যবসায়ী অংশগ্রহণ করবেন এই মিষ্টি উৎসবে।
কোথায় হবে দীঘার মিস্টি উৎসব?
উৎসবের দিনক্ষণ তো জানলেন, কিন্তু ঠিক কোথায় গিয়ে মিষ্টি খেতে হবে?। চিন্তা নেই, প্রাথমিকভাবে দুটি জায়গা চিহ্নিত করা হয়েছে। একদিকে নিউ দিঘার বীচের পাশের বড় মার্কেট, আরেকটি হল ওল্ড দিঘার বিশ্ব বাংলা উদ্যানের সামনে। ওল্ড দিঘাতে মিষ্টি উৎসবের জন্য আলাদা কোনো স্টেজের প্রয়োজন হবে না। তবে নিউ দিঘাতে মিষ্টি উৎসবের আয়োজন করার জন্য আলাদা করে স্টেজ তৈরি করা হবে।
প্রসঙ্গত, মিষ্টি উৎসবের আয়োজনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে বিধায়ক অখিল গিরি ও মন্ত্রী মানস ভুঁইয়ার উপর। ঘোষণা হওয়ার পর সময়টা বেশি হাতে নেই। তাই কাজ শুরু হয়ে গেছে জোর কদমে। অখিল গিরির মতে, উৎসবের জায়গায় বড় করে স্টেজ বানানো হবে এবং সঙ্গে বাউলগানের ব্যবস্থা থাকবে।