Bangla Shasya Bima: রাজ্যের সমস্ত কৃষকদের সাহায্য করতে পশ্চিমবঙ্গ সরকার বাংলা শস্য বীমা (Bangla Shasya Bima) প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের আওতায় কৃষকদের ফসলের ক্ষতি হলে ক্ষতিপূরণ প্রদান করা হয়। সরকারের তরফ থেকে দেওয়া এই সহায়তা চাষিদের আর্থিক নিরাপত্তা প্রদান করতে বিশেষ সহায়ক। এছাড়াও কেন্দ্রীয় সরকারও পিএম কিষান সম্মান নিধি (PM Kisan Yojana) প্রকল্প নিয়ে এসেছে, যার মাধ্যমে কৃষকদের অর্থিক সহায়তা দেওয়া হয়। এই দুই প্রকল্পই কৃষকদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
Table of Contents
Bangla Shasya Bima Status Check
বিগত ৮ই জানুয়ারি ২০২৫, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি টুইট করে ঘোষণা করেন যে, কৃষকদের ক্ষতিপূরণের টাকা প্রদান শুরু হয়েছে। রাজ্যের প্রায় ৯ লাখ চাষির জন্য মোট ৩৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যাঁদের ফসল বিভিন্ন কারণে নষ্ট হয়েছে, তাঁরা যদি আবেদন করেন তবে এই শস্য বীমা প্রকল্পের (Crop Insurance Scheme) আওতায় ক্ষতিপূরণের টাকা তাঁদের দেওয়া হয়। তবে বাস্তবে অনেক সময় দেখা যায়, সরকারের তরফে টাকা বরাদ্দ করা হলেও নানা জটিলতার কারণে অনেক কৃষক সেই টাকা পান না।
বাংলা শস্য বীমা ভোটার কার্ড স্ট্যাটাস চেক বই আধার নম্বর
যাঁরা এখনও ক্ষতিপূরণের টাকা পাননি, তাঁদের পরামর্শ দেওয়া হচ্ছে ১৫ই জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করার জন্য। সবকিছু সঠিকভাবে হলে এই তারিখের মধ্যেই সকল কৃষক তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। রাজ্য ও কেন্দ্র সরকারের তরফে চাষিদের জন্য অনেক ধরনের প্রকল্প নিয়ে আসা হয়েছে তাদের সুরাহার জন্য আর এই কারনের জন্যই সুবিধা হচ্ছে সকল কৃষকদের।
বাংলা শস্য বীমা স্ট্যাটাস চেক ভোটার কার্ড
যাঁরা এখনও ক্ষতিপূরণের টাকা পাননি, তাঁদের পরামর্শ দেওয়া হচ্ছে দ্রুত স্ট্যাটাস চেক করার। যদি চেক করার সময় “UTR soon to be updated against Claim Paid in INR” বার্তা দেখায়, তাহলে বুঝতে হবে যে টাকা খুব শীঘ্রই আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। এছাড়া যদি নির্দিষ্ট টাকার পরিমাণ দেখানো হয়, তবে সেই টাকাই আপনার অ্যাকাউন্টে পাওয়া যাবে। তাই স্ট্যাটাস দেখে সমস্ত তথ্য নিশ্চিত করে নিন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন।
এবারে অনলাইনে স্ট্যাটাক চেক পদ্ধতি জানতে হলে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে Farmer ID অপশনে গিয়ে নিজের ভোটার আইডি নম্বর লিখে দিলে সকল তথ্য দেখিয়ে দেওয়া হবে। কবে, কত ও কিভাবে টাকা পাওয়া নিয়ে সকল কিছু। আর যদি Claim is not yet Generated against the given Policy No দেখায় তাহলে বুঝবেন যে কোন কারনের জন্য এই টাকা ঢুকবে না আর তথ্য জানতে হলে হেল্পলাইন নম্বরে গিয়ে কথা বলতে পারেন।