আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

ঢাকার বাতাস আবারও ‘অস্বাস্থ্যকর’ – কী বলছেন বিশেষজ্ঞরা?

Published on: March 25, 2025
ঢাকার বাতাস আবারও ‘অস্বাস্থ্যকর’ – কী বলছেন বিশেষজ্ঞরা?

বিশ্বের বিভিন্ন দেশে বায়ুদূষণের মাত্রা দিন দিন বেড়েই চলেছে, আর এর ব্যতিক্রম নয় ঢাকা শহরও। রাজধানীর বাতাস ক্রমশ দূষিত হয়ে উঠছে। চলতি বছরের শুরুতেই টানা কয়েক দিন ঢাকার বাতাসের মান ছিল ভয়াবহভাবে ‘অস্বাস্থ্যকর’। সেই ধারাবাহিকতায় আজ সকালেও ঢাকার বাতাসের মান ভালো নয়—শহরজুড়ে ধোঁয়াশা আর ধুলাবালি যেন বাতাসে মিশে আছে। মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ৯টায় আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এ তথ্য জানা যায়।

— Advertisement —

২৯৯ স্কোর নিয়ে আজ বায়ুদূষণে শীর্ষে ভারতের শহর ‘দিল্লি’, যা এখানকার বাতাসের মান নাগরিকদের জন্য ‘খুব অস্বাস্থ্যকর’। একই সময়ে ২২৫ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে সেনেগালের শহর ‘ডাকার’ এদিকে ১৮৪ স্কোর নিয়ে অস্বাস্থ্যকর শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে রাজধানী ‘ঢাকা’।

— Advertisement —

৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা আইকিউএয়ার সূচককে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করতে পারে। সাধারণত, একিউআই নির্ধারণ করা হয় পাঁচটি প্রধান দূষকের ভিত্তিতে—বস্তুকণা (PM10 ও PM2.5), নাইট্রোজেন ডাইঅক্সাইড (NO₂), কার্বন মনোক্সাইড (CO), সালফার ডাইঅক্সাইড (SO₂) এবং ওজোন (O₃)। বায়ুদূষণ স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হতে পারে। এটি সব বয়সী মানুষের ওপর নেতিবাচক প্রভাব ফেলে, তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য এটি বিশেষভাবে ক্ষতিকর।

— Advertisement —

Rohan Khan

বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে। সেইসঙ্গে গত দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24 এর সঙ্গে কাজ করছি। বিশেষ করে দেশীয় ও আন্তর্জাতিক ঘটনা, এবং সাম্প্রতিক বিষয় নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে ভালোবাসি।

Join WhatsApp

Join Now

Leave a Comment