কুশল দাসগুপ্ত,শিলিগুড়ি: ড়দিনে ছোটদের সাথে সময় কাটালেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ। ২৫শে ডিসেম্বর, এক বেসরকারি সংস্থার উদ্যোগে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে শিশুদের সঙ্গে সময় কাটালেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ। ছোট ছোট শিশুদের সঙ্গে গল্প করে, তাঁদের সাথে পরিচিত হয়ে, দিনটি তিনি উপভোগ করলেন। সান্তার সাজে শিশুদের উচ্ছ্বাস ছিল দেখার মতো।
পাপিয়া ঘোষ জানালেন, “আজ ২৫শে ডিসেম্বর, প্রভু যীশুর জন্মদিন। এই দিনটি সারা বিশ্বের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ঈশ্বর আমাদের সকলের উপর নজর রাখেন এবং আমাদের প্রার্থনা পূরণ করেন। এই দিনটি ধনী-গরিব নির্বিশেষে সবার জন্য। কারণ ঈশ্বরের কাছে আমরা সবাই সমান।”
তিনি আরও বলেন, “এই ছোট ছোট শিশুরা যেন ঈশ্বরের দূত। ওদের সঙ্গে সময় কাটালে মনে শান্তি আসে এবং জীবনের সব দুঃখ-দুর্দশা দূর হয়ে যায়। আজকের দিনটি আমার জন্য সত্যিই বিশেষ ছিল, কারণ আমি বাচ্চাদের সঙ্গে দীর্ঘক্ষণ কাটিয়েছি। ভগবান যেন সবার জীবন আনন্দে পূর্ণ করেন, এই আমার প্রার্থনা।”