কুশল দাসগুপ্ত,শিলিগুড়ি: বড়দিনে পিকনিকের হিড়িক গজলডোবায়, বড়দিনে শিলিগুড়িতে পিকনিকের হিড়িক লেগেছিল সকাল থেকে। শিলিগুড়ির আশেপাশের বিভিন্ন এলাকায় পিকনিক স্পটগুলোতে এদিন ছিল উপচে পড়া ভিড়। বড়দিনের ছুটির মেজাজে সবাই মেতে ছিলেন। শিলিগুড়ির দুধিয়া, কালিঝোরা এবং গজলডোবা মতো বিখ্যাত পিকনিক স্পটগুলোতে ছিল চোখে পড়ার মতো ভিড়। অনেকেই নিজেদের গাড়ি নিয়ে পরিবারকে নিয়ে সকালে বেরিয়েছিলেন, আবার অনেকেই বাসে করে বিভিন্ন জায়গায় গিয়ে পিকনিক উদযাপন করেছেন।
সবচেয়ে বেশি ভিড় ছিল দুধিয়াতে, যা পিকনিকের জন্য সবচেয়ে জনপ্রিয় স্থান। সকাল ন’টা বাজতে না বাজতেই শুরু হয়ে গিয়েছিল পিকনিকের গাড়িগুলির জমায়েত। শিলিগুড়ির পিকনিক স্পটগুলো ছাড়াও, শহরের বিভিন্ন জায়গায় আজ পিকনিকের আয়োজন ছিল।
আজকের দিনটি ২৫ ডিসেম্বর হিসেবে সবাই আনন্দের সঙ্গে উদযাপন করলেন, এবং আবহাওয়ার ভালো থাকায় শহরের বিভিন্ন এলাকায় মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |