Sunday, November 16, 2025

JKNEWS24 ➠ One Stop Solution for Bangla News & Bangla Khabar !

RRB JE Recruitment 2025:...

Pinky Khan, কলকাতা: ভারতীয় রেলওয়েতে চাকরির স্বপ্ন দেখছেন যারা, তাদের জন্য সুখবর! RRB JE...

ফ্রি LPG সংযোগের ঘোষণা...

রাজধানী দিল্লিতে বায়ুদূষণের মাত্রা দিন দিন রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে, আর সেই উদ্বেগজনক পরিস্থিতি...

ই-শ্রম কার্ডে মিলবে মাসিক...

Pinky Khan,কলকাতা: দেশের সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে রাজ্য ও কেন্দ্র—দু’ই সরকারই...
Homeপড়াশোনা খবরস্কলারশিপএইচডিএফসি দিচ্ছে ১৫,০০০ টাকা স্কলারশিপ, কীভাবে আবেদন করবেন?

এইচডিএফসি দিচ্ছে ১৫,০০০ টাকা স্কলারশিপ, কীভাবে আবেদন করবেন?

- Advertisement -

আরও পড়ুন

- Advertisement -
Pinky Khan
Pinky Khanhttps://jknews24.in/
সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কনটেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। সরকারি প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।
- Advertisement -

HDFC Bank Parivartan Scholarship দুঃস্থ ছাত্রছাত্রীদের জন্য এক নতুন উদ্যোগ। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও কলেজ শিক্ষার্থীদের পাশাপাশি পেশাগত কোর্সে ভর্তি শিক্ষার্থীরাও এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এই স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা আর্থিক সহায়তা পাবেন। তাহলে প্রশ্ন হলো, কীভাবে আবেদন করবেন, কোন কোন ডকুমেন্ট লাগবে এবং কত টাকা পাওয়া যাবে? সমস্ত তথ্য জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

HDFC Bank Parivartan’s Scholarship

ভারতের অন্যতম বেসরকারী ব্যাংকের মধ্যে HDFC ব্যাংক বিশেষভাবে জনপ্রিয়। বাণিজ্যিক ব্যাংকিং থেকে শুরু করে স্টক ব্রোকিং, মিউচুয়াল ফান্ড, জীবন ও সাধারণ বীমা এবং বিনিয়োগ ব্যাংকিং—সব ক্ষেত্রেই এই ব্যাংক শীর্ষে রয়েছে। এবার দুঃস্থ ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তার উদ্দেশ্যে HDFC ব্যাংক একটি স্কলারশিপ প্রোগ্রাম চালু করেছে।

আবেদনকারীর যোগ‍্যতা 

এই স্কলারশিপে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী অবধি পাঠরত পড়ুয়ারা, স্নাতক ও স্নাতকোত্তর স্তরে পাশাপাশি আইটিআই, ডিপ্লোমা এবং পলিটেকনিক ছাত্র-ছাত্রীরাও এই স্কলারশিপে আবেদন করতে পারবেন।

  • আবেদনের জন‍্য প্রার্থীদের পূর্ববর্তী পরীক্ষায় সর্বনিম্ন ৫৫% নম্বর পেতে হবে।
  • আবেদনকারীর পারিবারিক আয় বার্ষিক 2.5 লক্ষের নিচে হতে হবে

অবশ্যই পড়ুন:  LIC Golden Jubilee Scholarship 2025: ছাত্র-ছাত্রীদের ২০,০০০ টাকা স্কলারশিপ, যোগ্যতা ও আবেদন

সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করন -

WhatsApp Group Join Now

বৃত্তির পরিমান (Scholarship Amount)

কোর্সটাকার পরিমাণ
প্রথম থেকে ষষ্ঠ শ্রেণী অবধি বৃত্তির পরিমানবার্ষিক ₹ ১৫,০০০ টাকা।
সপ্তম থেকে দ্বাদশ শ্রেণী অবধি বৃত্তির পরিমানবার্ষিক ₹ ১৮,০০০ টাকা।
আইটিআই, ডিপ্লোমা, পলিটেকনিক কোর্সে বৃত্তির পরিমানবার্ষিক ₹ ১৮,০০০ টাকা।
সাধারন স্নাতক স্তরের কোর্সের ক্ষেত্রে বৃত্তির পরিমানবার্ষিক ₹ ৩০,০০০ টাকা।
পেশাদারী স্নাতক কোর্স (ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, নার্সিং)এর ক্ষেত্রে বৃত্তির পরিমানবার্ষিক ₹ ৫০,০০০ টাকা।
সাধারন স্নাতকোত্তর কোর্সের জন‍্য বৃত্তির পরিমানবার্ষিক ₹ ৩৫,০০০ টাকা।
পেশাদারী স্নাতকোত্তর কোর্সের জন‍্য বৃত্তির পরিমানবার্ষিক ₹ ৭৫,০০০ টাকা।

আবেদনের পদ্ধতি

প্রথমে Buddy4study-এর অফিসিয়াল সাইটে আপনার রেজিস্টার্ড আইডি দিয়ে লগইন করুন। যদি আগে রেজিস্ট্রেশন না করা থাকে, তবে ইমেইল আইডি ও ফোন নম্বর ব্যবহার করে নতুন রেজিস্ট্রেশন করুন।

এরপর HDFC Bank Scholarship অপশনে ক্লিক করে আবেদন শুরু করুন। প্রয়োজনীয় সকল তথ্য ফর্মে পূরণ করুন এবং গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আপলোড করুন। সবশেষে ফাইনাল সাবমিট এ ক্লিক করে আবেদন সম্পূর্ণ করুন।

আবেদনের জন‍্য প্রয়োজনীয় নথি

(১) পূর্ববর্তী বার্ষিক পরীক্ষার মার্কশিট, (২) জাতীয় পরিচয়পত্র( ভোটার/আধার কার্ড), (৩) শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির রসিদ, (৪) আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয়ের প্রমান, (৫) আবেদনকারীর ব‍্যাঙ্কের পাসবুকের ফটোকপি, (৬) আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি।

গুরুত্বপূর্ণ তথ্যতারিখ / লিংক
Last date of application30/10/2025
(extended)
অফিসিয়াল ওয়েবসাইটwww.hdfcbankecss.com
স্কলারশিপ আবেদনের সরাসরি লিংক
(Buddy4Study)
Apply Now →
- Advertisement -
- Advertisement -

পড়তে ভুলবেন না

- Advertisement -