35 C
Kolkata
Wednesday, March 12, 2025

সিকিমে আবার ধস! বন্ধ হয়ে গেল জাতীয় সড়ক, ভোগান্তিতে যাত্রীরা

কুশল দাসগুপ্ত,শিলিগুড়ি: সিকিমে আবার ধস! সিকিমের সিংথামে ফের ধস নামায় জাতীয় সড়ক বন্ধ হয়ে গেছে। গতকাল দুপুর থেকে টানা বৃষ্টির ফলে রাস্তা ধসে পড়ে, যার ফলে বহু পর্যটক আটকে পড়েছেন। রাজ্যের দুটি প্রধান সড়ক গত সাতদিন ধরে বৃষ্টি ও ধসের কারণে বন্ধ রয়েছে, যার ফলে স্থানীয় বাসিন্দারাও চরম সমস্যার মুখে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বর্তমানে সিকিমের তিনটি গুরুত্বপূর্ণ রাস্তা ধসের কবলে পড়েছে, ফলে অনেক পর্যটক বাধ্য হয়ে ঘুরপথে দার্জিলিং ফিরে যাচ্ছেন। যাতায়াতের বিকল্প পথ খোলা থাকলেও রাস্তার অবস্থা খুবই খারাপ, যার কারণে হোটেল বুকিং থাকা সত্ত্বেও অনেকে সিকিমের বদলে দার্জিলিংয়ে চলে যাচ্ছেন।

রংপু ও ইনফিনে ধস নামার ফলে বহু মালবাহী গাড়ি আটকে আছে, যা সরবরাহ ব্যবস্থাতেও প্রভাব ফেলছে। পরিস্থিতি সামাল দিতে সিকিম সরকার নজরদারি চালাচ্ছে এবং আজ থেকেই সেনাবাহিনীকে কাজে লাগানোর সম্ভাবনা রয়েছে।

এদিকে, পুজোর আগে প্রচুর পর্যটকের বুকিং থাকলেও ধসের কারণে পর্যটন শিল্পে প্রভাব পড়তে শুরু করেছে। তবে আশার কথা, আবহাওয়া দফতর জানিয়েছে যে আগামীকাল থেকে আকাশ পরিষ্কার হতে পারে, যা পরিস্থিতি স্বাভাবিক করতে সাহায্য করবে।

JK Official
JK Official
বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে। সেইসঙ্গে গত দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24 এর সঙ্গে কাজ করছি। বিশেষ করে দেশীয় ও আন্তর্জাতিক ঘটনা, এবং সাম্প্রতিক বিষয় নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে ভালোবাসি।

পড়তে ভুলবেন না

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

24,000FansLike
3,000FollowersFollow
2,300SubscribersSubscribe

আরও খবর

সেরা খবর