24 C
Kolkata
Thursday, February 13, 2025

পশ্চিমবঙ্গে জেলা আদালতে চাকরি: মাধ্যমিক পাশে সুযোগ, বেতন ₹৩২,১০০! আবেদন পদ্ধতি দেখুন

পশ্চিমবঙ্গে জেলা আদালতে চাকরি প্রার্থীদের জন্য সুখবর! এই মুহূর্তে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো রাজ্যে। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, রাজ্যে জেলা আদালত থেকে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন। ইতিমধ্যেই আবেদন শুরু হয়েছে। জেলা আদালতে কর্মী নিয়োগের নতুন সুযোগ এসেছে, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতাতেই আবেদন করা যাবে। যদি আপনি সরকারি চাকরির সন্ধানে থাকেন, তাহলে এই নিয়োগ আপনার জন্য ভালো সুযোগ হতে পারে। আজকের প্রতিবেদনে আমরা জানাবো—

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কিভাবে আবেদন করবেন?
যোগ্যতা ও বয়সসীমা কত?
মাসিক বেতন কত?
আবেদনের শেষ তারিখ কবে?
অফিসিয়াল বিজ্ঞপ্তি কোথায় পাবেন?

পশ্চিমবঙ্গে জেলা আদালতে চাকরি পদের নাম

রাজ্য জেলা আদালত থেকে গ্রুপ বি – ইংলিশ স্টেনোগ্রাফার (English Stenographer) পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। আপনি যদি দক্ষ ইংলিশ স্টেনোগ্রাফি করতে পারেন এবং এই পদে কাজ করতে চান, তবে এটি আপনার জন্য একটি দারুণ সুযোগ! বিভিন্ন জেলার আদালতে এই পদের জন্য আবেদন করা যাবে।

পশ্চিমবঙ্গে জেলা আদালতে চাকরি পদের বয়স

ইংলিশ স্টেনোগ্রাফার পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স ০১/০১/২০২৫ তারিখ অনুযায়ী কমপক্ষে ১৮ বছর হতে হবে। মানে, যদি আপনি ১৮ বছর বা তার বেশি বয়সী হন, তবে আপনি এই পদে আবেদন করার জন্য যোগ্য।

পশ্চিমবঙ্গে জেলা আদালতে চাকরি পদের বেতন

ইংলিশ স্টেনোগ্রাফার পদে কর্মরত চাকরি প্রার্থীদের জন্য মাসিক বেতন রপ্তানি করা হয়েছে ROPA ২০১৯ অনুযায়ী। Pay Level-১০ অনুযায়ী, এই পদে বেতন শুরু হচ্ছে ₹৩২,১০০ থেকে এবং সর্বোচ্চ পৌঁছাচ্ছে ₹৮২,৯০০ পর্যন্ত।

শিক্ষাগত যোগ্যতা

ইংলিশ স্টেনোগ্রাফার পদে আবেদন করার জন্য আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাশ অথবা তার সমতূল্য পরীক্ষায় পাশ। এছাড়া, আবেদনকারীর কম্পিউটার কোর্সের সার্টিফিকেট থাকা এবং ভালো কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে। এই সমস্ত শর্ত পূরণ করলে আপনি আবেদন করার যোগ্য হন। আরও বিস্তারিত জানতে, দয়া করে অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করুন।

আবেদন পদ্ধতি

আগ্রহী ও ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। এরজন্য Office Of The District Judge, Uttar Dinajpur এর অফিসিয়াল ওয়েবসাইটে এসে অনলাইন আবেদন সম্পন্ন করতে হবে ২২/০১/২০২৫ তারিখের মধ্যে। আবেদন করার সময় ও পেমেন্ট করার সময় কোনোরকম সমস্যা হলে Help Desk নাম্বার 9735212221 ও জিমেইল helpdeskdcourtrecruitmentud@gmail.com এ যোগাযোগ করতে পারবেন, সোম থেকে শনি সকাল ১০.৩০ মিনিট থেকে বিকেল ৫ টা পর্যন্ত। আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ও নোটিশ ভালো ভাবে দেখে নিয়ে আবেদন করুন।

West Bengal District Judge English Stenographer Recruitment Notification 2025:- Download

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

24,000FansLike
3,000FollowersFollow
2,300SubscribersSubscribe

POPULAR POST

Top Collection