“LIC জিন্দেগি কে সাথ ভি, জিন্দেগি কে বাদ ভি!” – এই জনপ্রিয় স্লোগানের মতোই এবার ভারতীয় জীবন বীমা নিগম (LIC) নিয়ে এসেছে বড়সড় সুযোগ ছাত্রছাত্রীদের জন্য। মাধ্যমিক পাস, উচ্চমাধ্যমিক পাস, কলেজ পড়ুয়া কিংবা যেকোনও কোর্সে ভর্তি হওয়া ছাত্রছাত্রীরা পেতে পারেন ২০,০০০ থেকে ৪০,০০০ টাকা পর্যন্ত স্কলারশিপ। এই বিশেষ সুযোগের নাম দেওয়া হয়েছে “LIC Golden Jubilee Scholarship”। এখন প্রশ্ন হলো, কীভাবে আবেদন করবেন? চলুন ধাপে ধাপে দেখে নেওয়া যাক।
LIC Golden Jubilee Scholarship: এলাইসি স্কলারশিপ 2025
| তথ্য | বিস্তারিত |
|---|---|
| স্কলারশিপের নাম | LIC Golden Jubilee Scholarship Scheme |
| কারা আবেদন করতে পারবেন | মাধ্যমিক, উচ্চমাধ্যমিক থেকে গ্রাজুয়েশন এবং পেশাগত কোর্সের পড়ুয়ারাও আবেদন করতে পারেন |
| বৃত্তির পরিমান | বৃত্তির পরিমান ৪০০০০, ৩০০০০ এবং ২০০০০ টাকা (কোর্স ভিত্তিতে পরিবর্তন যোগ্য) |
স্কলারশিপ দুটি ধরণের –
- General Scholarship
- Special Scholarship for Girl Child
1. General Scholarship
(i) মাধ্যমিকের পর (After Class 10)
এই স্কলারশিপ পাওয়ার জন্য কয়েকটি শর্ত মানতে হবে—
- 2022-23 / 2023-24 / 2024-25 শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষায় অন্তত 60% নম্বর বা সমতুল্য CGPA থাকতে হবে।
- 2025-26 শিক্ষাবর্ষে অবশ্যই Vocational / Diploma / ITI কোর্সের প্রথম বর্ষে ভর্তি হতে হবে।
- পরিবারের বা অভিভাবকের বার্ষিক আয় সর্বাধিক ₹4,50,000/- এর মধ্যে হতে হবে।
(ii) উচ্চ মাধ্যমিকের পর (After Class 12)
এই ক্যাটাগরিতে স্কলারশিপের জন্য যোগ্য হতে হলে শর্তগুলো হলো—
- 2022-23 / 2023-24 / 2024-25 শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অন্তত 60% নম্বর বা সমতুল্য CGPA থাকতে হবে।
- 2025-26 শিক্ষাবর্ষে অবশ্যই নিচের যেকোনও প্রথম বর্ষের কোর্সে ভর্তি হতে হবে—
- মেডিকেল (MBBS, BAMS, BHMS, BDS)
- ইঞ্জিনিয়ারিং (BE, B.Tech, B.Arch)
- যে কোনো স্নাতক কোর্স (Graduation in any discipline)
- ইন্টিগ্রেটেড কোর্স
- ডিপ্লোমা / ভোকেশনাল কোর্স
- ITI কোর্স
| যোগ্যতা স্তর | ন্যূনতম নম্বর | ভর্তি হতে হবে |
|---|---|---|
| মাধ্যমিক (Class X) | 60% বা CGPA সমতুল্য | Vocational / Diploma / ITI |
| উচ্চ মাধ্যমিক (Class XII) | 60% বা CGPA সমতুল্য | মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, গ্র্যাজুয়েশন, ইন্টিগ্রেটেড, ডিপ্লোমা, ITI |
অবশ্যই পড়ুন: WBSSC SLST IX-X Answer Key 2025: প্রকাশিত হলো নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ উত্তরপত্র
সব খবর
1. Special Scholarship for Girl Child (দুই বছরের জন্য)
- শুধুমাত্র মেয়েদের জন্য।
- 2022-23 / 2023-24 / 2024-25 শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম 60% নম্বর/CGPA সমতুল্য।
- 2025-26 শিক্ষাবর্ষে Higher Secondary (10+2) / Vocational / Diploma / ITI কোর্সের প্রথম বর্ষে ভর্তি হতে হবে।
- স্কলারশিপ মেয়াদ থাকবে দুই বছর।
- পরিবারের বা অভিভাবকের বার্ষিক আয় সর্বাধিক ₹4,50,000/-।
| যোগ্যতা স্তর | ন্যূনতম নম্বর | ভর্তি হতে হবে | মেয়াদ |
|---|---|---|---|
| মাধ্যমিক (Class X) | 60% বা CGPA সমতুল্য | HS (10+2) / Vocational / Diploma / ITI | 2 বছর |
আবেদনকারীর যোগ্যতা
ইচ্ছুক প্রার্থীকে অবশ্যই ভারতের স্থায়ী নাগরিক হতে হবে। যারা ইতিমধ্যেই অন্য কোনো সংস্থা থেকে স্কলারশিপ গ্রহণ করছেন, তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না।
স্কলারশিপের জন্য মূল শর্তগুলো হলো—
- আবেদনকারীকে অবশ্যই স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পাঠরত হতে হবে। পাশাপাশি আইটিআই-তে পেশাগত/কারিগরী বিদ্যায় অধ্যয়নরত ছাত্রছাত্রীরাও আবেদন করতে পারবেন।
- প্রার্থীকে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় ন্যূনতম ৬০% নম্বর থাকতে হবে।
- প্রার্থীর পরিবারের বা অভিভাবকের বার্ষিক আয় সর্বাধিক ₹4,50,000/- হতে হবে, এর বেশি হলে আবেদন গ্রহণযোগ্য হবে না।
স্কলারশিপের অর্থের পরিমান
মেডিক্যাল ফিল্ডের ছাত্রছাত্রীরা: বছরে ৪০,০০০ টাকা স্কলারশিপ পাবেন, যা তিন কিস্তিতে দেওয়া হবে— ১২,০০০/- টাকা, ১২,০০০/- টাকা এবং ১৬,০০০/- টাকা।
ইঞ্জিনিয়ারিং বা কারিগরী শিক্ষা গ্রহীতারা: বছরে ৩০,০০০/- টাকা স্কলারশিপ পাবেন, তিন কিস্তিতে— ৯,০০০/- টাকা, ৯,০০০/- টাকা এবং ১২,০০০/- টাকা।
সাধারণ বা অনার্স গ্রাজুয়েশন কোর্স এবং 10+2 স্তরের শিক্ষার্থী: বছরে ২০,০০০/- টাকা স্কলারশিপ পাবেন, তিন কিস্তিতে— ৬,০০০/- টাকা, ৬,০০০/- টাকা এবং ৮,০০০/- টাকা।
| অনলাইনে আবেদন পেজের সরাসরি লিংক https://gjss.licindia.in/GJSS/ | Apply Link |
| Golden Jubilee Scholarship Scheme- 2025 (অফিসিয়াল সমস্ত নিয়মকানুন ও নোটিশ) | Download PDF |
| LAST DATE | 6TH OCTOBER 2025 |


