Maruti Suzuki Alto in bangla: আপনি কি এই বছরেই নতুন চারচাকা গাড়ি কেনার কথা ভাবছেন? তাহলে আপনার জন্য দারুণ সুখবর! দেশের অন্যতম জনপ্রিয় গাড়ি প্রস্তুতকারক সংস্থা মারুতি সুজুকি (Maruti Suzuki Alto) তাদের Alto মডেলের আপগ্রেডেড ভার্সন লঞ্চ করতে চলেছে।
নতুন এই মডেলটি শুধু ডিজাইনের ক্ষেত্রেই নয়, মাইলেজের দিক থেকেও আপনাকে অবাক করবে। আধুনিক ফিচার্সের সমন্বয়ে তৈরি এই গাড়িটি হতে পারে আপনার স্বপ্নপূরণের সেরা সঙ্গী। নতুন Alto-এর ফিচার্স, মাইলেজ ও দাম নিয়ে বিস্তারিত জানতে পড়ুন আজকের প্রতিবেদন।
Table of Contents
Maruti Suzuki Alto: প্রতি লিটারে ৩০ কিমি মাইলেজ!
নতুন মডেল মানেই ডিজাইনে কিছু পরিবর্তন থাকবে, সেটাই স্বাভাবিক। আর এবার Maruti Suzuki Alto তার দশম এডিশন নিয়ে আসতে চলেছে। তবে শুধু ডিজাইন নয়, মাইলেজের ক্ষেত্রেও এই মডেলটি সকলকে চমকে দিতে প্রস্তুত। শোনা যাচ্ছে, নতুন Alto প্রতি লিটারে ৩০ কিমি মাইলেজ দিতে সক্ষম হবে! হ্যাঁ, ঠিকই পড়ছেন—এটি হবে Alto মডেলের ইতিহাসে অন্যতম সেরা মাইলেজ। তাই যদি কম খরচে বেশি মাইলেজের গাড়ি খুঁজে থাকেন, তবে নতুন Alto আপনার জন্য পারফেক্ট চয়েস হতে পারে!
Alto-র নতুন এডিশন: কম ওজনে আরও বেশি মাইলেজ!
মারুতির সবচেয়ে জনপ্রিয় এবং বেশি বিক্রি হওয়া মডেলগুলোর মধ্যে অন্যতম হল Alto। ছোট গলিপথ হোক বা লম্বা ট্রিপ—দুর্দান্ত মাইলেজ এবং সহজ ড্রাইভের জন্য Alto বহু মানুষের পছন্দের গাড়ি। শেষবার Alto-এর নবম এডিশন বাজারে এসেছিল ২০২১ সালে, যার ওজন ছিল ৬৮০ থেকে ৭৬০ কেজি। তবে নতুন আপগ্রেডেড ভার্সনে ওজন আরও কমে ১০০ কেজি পর্যন্ত হতে পারে। এতে শুধু গাড়ির পারফরম্যান্সই উন্নত হবে না, বরং আগের তুলনায় মাইলেজও অনেকটাই বাড়বে।
Maruti Alto-র দশম এডিশন: মাইলেজের ক্ষেত্রে বিপ্লব আনতে চলেছে!
Maruti Alto-র আসন্ন দশম এডিশনের সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে এর অসাধারণ মাইলেজ। বর্তমানে জাপানে Alto-এর পেট্রল ও ইলেকট্রিক হাইব্রিড মডেলে ২৭.৭ কিমি/লিটার মাইলেজ পাওয়া যায়। এই মডেলে রয়েছে 49PS-এর শক্তিশালী ইঞ্জিন এবং 2KW ইলেকট্রিক মোটর। নতুন ভার্সনে আরও উন্নত 48V সুপার জেন চার্জ সিস্টেম ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে। এর ফলে আশা করা হচ্ছে, নতুন Alto সহজেই ৩০ কিমি/লিটার পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম হবে।
মাইলেজ বাড়ল, ওজন কমল—তাহলে দাম কেমন হবে নতুন Alto-র?
মাইলেজ বেড়েছে, ওজনও হয়েছে হালকা, কিন্তু প্রশ্ন একটাই—Alto 10th Edition কি সাধ্যের মধ্যে পাওয়া যাবে? রিপোর্ট বলছে, নতুন মডেলটির বেস ভেরিয়েন্টের দাম থাকবে একেবারেই সাধ্যের মধ্যে। ধারণা করা হচ্ছে, Alto 10th Edition এর দাম শুরু হতে পারে মাত্র ৫.৪৬ লক্ষ টাকা থেকে। তবে অফিসিয়াল লঞ্চের পরেই সঠিক দাম জানা যাবে। আপাতত অপেক্ষা শুধু সেই মুহূর্তের, যখন নতুন Alto আপনার স্বপ্নের গাড়ি হয়ে উঠবে!