31 C
Kolkata
Thursday, March 20, 2025

Fixed Deposit-এ এখন পাবেন ৮.৭৫% সুদ! জানুন কোন কোন ব্যাঙ্ক দিচ্ছে সেরা সুদ

Fixed Deposit (FD): আজকের চড়া বাজারে ভবিষ্যতের জন্য সঞ্চয় করা কতটা জরুরি, তা আমরা সকলেই বুঝি। কিন্তু শুধু টাকা সঞ্চয় করলেই হবে না, সেটা কোথায় রাখছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখনকার সময়ে অনেকেই ভালো রিটার্নের জন্য বিনিয়োগের সুযোগ খুঁজছেন, আর তার মধ্যে সবচেয়ে নিরাপদ এবং নির্ভরযোগ্য উপায় হলো ফিক্সড ডিপোজিট (Fixed Deposit)

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ভালো খবর হল, বর্তমানে বেশ কয়েকটি ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে আগের থেকে অনেক বেশি সুদ পাওয়া যাচ্ছে। কিছু ব্যাঙ্ক তো ৮.৭৫% পর্যন্ত সুদ দিচ্ছে! আজকের এই প্রতিবেদনে, আমরা এমন কিছু ব্যাঙ্কের Fixed Deposit-এর বিস্তারিত জানব, যেখানে আপনি সেরা সুদ পেতে পারেন।

এখন Fixed Deposit-তে পাবেন ৮.৭৫% সুদ

ফিক্সড ডিপোজিট (FD) এমন একটি বিনিয়োগ যেখানে আপনি নির্দিষ্ট সময়ের জন্য নিশ্চিন্তে টাকা রেখে রিটার্ন পান। এখানে বাজারের ওঠানামা কোনও প্রভাব ফেলে না, অর্থাৎ আপনার টাকা নিরাপদ থাকে। আর যাঁরা ঝুঁকি নিতে চান না, তাঁদের জন্য এফডি একেবারে সেরা বিকল্প।

এখন, সবচেয়ে বড় কথা হলো, আগে যেখানে ফিক্সড ডিপোজিটে ৪-৫% সুদ পাওয়া যেত, সেখানে এখন সহজেই ৭-৮% অথবা তারও বেশি রিটার্ন পাওয়া যাচ্ছে। সিনিয়র সিটিজেনদের জন্য এই সুদের হার আরও বেশি, যা ৮% থেকে ৮.৭৫% পর্যন্ত পৌঁছায়। এর মানে, যদি আপনি নিরাপদে সঞ্চয় করতে চান এবং ভালো রিটার্ন পেতে চান, তাহলে এখনই ফিক্সড ডিপোজিট একটি অসাধারণ বিকল্প।

কোন কোন ব্যাঙ্ক দিচ্ছে সেরা সুদ?

ব্যাঙ্কের নামফিক্সড ডিপোজিটের সময়কালসাধারণ গ্রাহকদের সুদ হারসিনিয়র সিটিজেনদের সুদ হার
IndusInd Bank২ বছর ৯ মাস থেকে ৩ বছর ৩ মাস৭.৫%৮%
HSBC Bank৭৩২ দিন থেকে ৩ বছর৭.৫%৮%
YES Bank২ বছর৭.৭৫%৮.২৫%
SBM Bank৩ থেকে ৫ বছর৮.২৫%৮.৭৫%

আপনার প্রয়োজন আর সময়সীমা অনুযায়ী সঠিক এফডি প্রকল্প বেছে নিন। এর জন্য ব্যাঙ্কগুলির সুদের হার, শর্তাবলী ভালোভাবে দেখে বুঝে তারপর সিদ্ধান্ত নিন।

পড়তে ভুলবেন না

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

24,000FansLike
3,000FollowersFollow
2,300SubscribersSubscribe

আরও খবর

সেরা খবর