শীতকাল এলেই অনেকের মাথার খুশকি যেন পিছু ছাড়তেই চায় না (Hair dandruff)। এই খুশকির কারণেই চুল ঝরে, চুল হয়ে পড়ে রুক্ষ, এমনকি স্ক্যাল্পে ইনফেকশনও হতে পারে। তবে চিন্তার কিছু নেই। প্রাকৃতিক ও ভেষজ উপাদান দিয়ে ঘরোয়া উপায়েই খুশকি দূর করা সম্ভব – তাও আবার একদম নিরাপদ এবং কার্যকরভাবে।
চুলের খুশকি কারণ (Hair dandruff)
চুলের খুশকি নানা কারণে হতে পারে, আর এই কারণগুলো বোঝাই প্রাকৃতিকভাবে খুশকি দূর করার প্রথম ও সবচেয়ে জরুরি ধাপ। সবচেয়ে সাধারণ কারণগুলির মধ্যে অন্যতম হল সেবোরিক ডার্মাটাইটিস, যা অতিরিক্ত তেল উৎপাদন ও মৃত ত্বকের কোষ জমে যাওয়ার ফলে...