কলকাতায় সোনার দাম রেকর্ড গড়েছে। মঙ্গলবার, কলকাতার বাজারে ২৪ ক্যারাট সোনার দাম কর-সহ ১ লক্ষ টাকার গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। সোনার দাম যে জেট গতিতে ঊর্ধ্বমুখী, তা এখন চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে ক্রেতা ও ব্যবসায়ীদের কাছে। সাধারণ মানুষের জন্য সোনা ক্রয় করা এখন প্রায় অসম্ভব হয়ে পড়ছে, এমনটাই ধারণা করছেন সবাই। বিশেষজ্ঞরা বলছেন, সোনার দাম কোথায় গিয়ে থামবে, তা এখনই বলা সম্ভব নয়। এক মাসেই সোনার দাম বেড়েছে প্রায় ৮ হাজার ৪৫০ টাকা, যা উদ্বেগ সৃষ্টি করছে।
অক্ষয় তৃতীয়ার আগে অনেকেরই সোনা কেনার রীতি প্রচলিত আছে। অনেকেরই বিশ্বাস, এই দিনটিতে সোনা কিনলে তা অক্ষত থাকে। আর সেই শুভ অনুষ্ঠানের আগেই জিএসটি ধরে সোনার দাম দাঁড়িয়েছে ১ লক্ষেরও বেশি। তথ্য অনুযায়ী, আমেরিকার বাজারেও সোনার দাম ঊর্দ্ধমুখী। একধাক্কায় ১.৭ শতাংশ বাড়ে সোনার দাম। মঙ্গলবার ৯৯.৯ শতাংশ খাঁটি সোনার দাম দাঁড়ায় প্রতি ১০ গ্রামে ৯৯ হাজার ৮০০ টাকা। জিএসটি যোগ করে ১ লাখ ২১৯ টাকা। একদিনেই দাম বেড়েছে ১ হাজার টাকা। গত এক সপ্তাহে বেড়েছে ৩ হাজার টাকা। এক মাসে বাড়ল ৮ হাজার ৪৫০ টাকা। আর এক বছরে সোনার দাম বেড়েছে ২৩ হাজার ৪০০ টাকা।
আজকের সোনার দাম
সোনা কেনার স্বপ্ন যেন দিনে দিনে আরও দূরে সরে যাচ্ছে সাধারণ মানুষের কাছ থেকে। মঙ্গলবার গয়নার সোনার দাম জিএসটি ছাড়া ছিল ৯২,৪৫০ টাকা। আর কর-সহ দাম দাঁড়িয়েছে প্রায় ৯৫,২২৩ টাকা!
শুধু গয়নার সোনাই নয়, শহরের বাকি সোনার দামেও পড়েছে রেকর্ড দামের প্রভাব। ‘গুড রিটার্নস’ ওয়েবসাইট অনুযায়ী, মঙ্গলবার কলকাতা, মুম্বই আর বেঙ্গালুরুতে ২২ ক্যারেট সোনার দাম ছিল প্রতি গ্রাম ৯,২৯০ টাকা। ২৪ ক্যারেট সোনার দাম পৌঁছেছে ১০,১৩৫ টাকায়।
দিল্লিতেও একই ছবি — সেখানে ২২ ক্যারেট সোনা বিকোচ্ছে প্রতি গ্রাম ৯,৩০৫ টাকায়, আর ২৪ ক্যারেটের দাম ছুঁয়েছে ১০,১৫০ টাকা!