মঙ্গলবার জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে যে ভয়ঙ্কর হামলায় ২৬ জন নিরপরাধ পর্যটক প্রাণ হারিয়েছিলেন, তার রেশ কাটতে না কাটতেই এবার পাল্টা পদক্ষেপ নিল ভারতীয় সেনা। শুক্রবার, বারামুল্লা জেলায় সংঘর্ষে খতম করা হয়েছে দুই অনুপ্রবেশকারী কুখ্যাত জঙ্গিকে। জানা গিয়েছে, সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে গুলির লড়াই হয় এবং সেখানেই মৃত্যু হয় এই দুই জঙ্গির।
বুধবার ফের অনুপ্রবেশের চেষ্টা করেছিল ২ থেকে ৩ জন জঙ্গি। সেই সময়ই সতর্ক ছিল ভারতীয় সেনা। সেনার তরফে জানানো হয়েছে, বারামুল্লায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়। চিনার কর্পসের সোশ্যাল মিডিয়া পোস্টে জানানো হয়, দীর্ঘক্ষণ ধরে চলে গুলির লড়াই। অবশেষে সেনার জওয়ানরা সাহসিকতার সঙ্গে মোকাবিলা করে দুই অনুপ্রবেশকারী জঙ্গিকে নিকেশ করতে সক্ষম হন।
ভারতীয় সেনাবাহিনীর তরফে পাওয়া তথ্য অনুযায়ী, বুধবার বারামুল্লায় দুজন অনুপ্রবেশকারী কুখ্যাত জঙ্গিকে গুলি করে হত্যা করার পর, তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ সহ একাধিক যুদ্ধের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সূত্র বলছে, কাশ্মীরের ওই অংশে ঢুকে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে নতুন ছক কষছিলেন তাঁরা। তবে শেষ রক্ষা হল না।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |