Sunday, November 16, 2025

JKNEWS24 ➠ One Stop Solution for Bangla News & Bangla Khabar !

ভারতে শুরু ই-পাসপোর্ট! UAE...

গত কয়েক মাস ধরে সংযুক্ত আরব আমিরাতে থাকা ভারতীয়দের মনে একটাই প্রশ্ন ঘুরছিল—নতুন...

প্রতিমাসে ₹৯,২৫০ আয়! পোস্ট...

নিরাপদ বিনিয়োগের কথা উঠলেই প্রথমেই মনে আসে পোস্ট অফিসের নাম। স্টক মার্কেট বা...

RRB JE Recruitment 2025:...

Pinky Khan, কলকাতা: ভারতীয় রেলওয়েতে চাকরির স্বপ্ন দেখছেন যারা, তাদের জন্য সুখবর! RRB JE...
Homeলাইফস্টাইল খবরবিউটিচুলকে ঘন ও উজ্জ্বল করার জন্য কফির হেয়ার মাস্ক

চুলকে ঘন ও উজ্জ্বল করার জন্য কফির হেয়ার মাস্ক

- Advertisement -

আরও পড়ুন

- Advertisement -
- Advertisement -

চুলের যত্নে কফির হেয়ার মাস্ক: চুলের যত্নে কফি পাউডার ও ভিটামিন ই ক্যাপসুলের হেয়ার মাস্ক খুবই কার্যকর (Coffee Hair Mask)। এই মাস্কটি বানাতে প্রথমে একটি পাত্রে কফি পাউডার নিন। তারপর এতে মেশান ২টি ভিটামিন ই ক্যাপসুল। ভালোভাবে মিশিয়ে প্যাক তৈরি করুন। এবার এই মিশ্রণটি স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত ভালোভাবে লাগান। ২০ মিনিট পরে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। সপ্তাহে ১ দিন এই প্যাকটি ব্যবহার করলে চুল পাবে স্বাস্থ্যবান।

কফি ও নারকেল (Coffee Hair Mask)

কফি ও নারকেল তেল দিয়ে চুলের জন্য একটি দারুণ হেয়ার মাস্ক তৈরি করতে পারেন। প্রথমে একটি পাত্রে নারকেল তেল নিন তারপর তাতে কফি মেশান। ভালো করে মিশিয়ে নিন। এখন এই মিশ্রণটি স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত ভালোভাবে লাগান। ২০ মিনিট পরে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। সপ্তাহে ১ দিন এই প্যাক লাগান। চুলের জন্য বেশ উপকারী। 

কফি ও অলিভ অয়েল (Coffee Hair Mask)

কফি ও অলিভ অয়েল দিয়ে বানানো হেয়ার মাস্ক চুলের জন্য বেশ উপকারী। অলিভ অয়েল এবং কফি দুটোই চুলের স্বাস্থ্য বাড়াতে সাহায্য করে। প্রথমে একটি পাত্রে দুটো উপাদান নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর মিশ্রণটি স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত ভালোভাবে লাগান। ২০ মিনিট পরে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। সপ্তাহে ২ দিন এই প্যাক ব্যবহার করলে চুল হবে সুস্থ, মজবুত এবং চকচকে।

কফি ও দই হেয়ার মাস্ক (Coffee Hair Mask)

কফি ও দই দিয়ে চুলের জন্য এক দারুণ প্যাক বানানো যায়। প্রথমে একটি পাত্রে ২ টেবিল চামচ দই নিন, তারপর তাতে মেশান ২ চা চামচ কফি। এই মিশ্রণটি স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত ভালোভাবে লাগান। ২০ মিনিট পরে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ দিন এই প্যাক ব্যবহার করলে চুলে পুষ্টি যোগাবে এবং রুক্ষ্ম ভাবও কমে যাবে, চুল থাকবে আরও নরম ও সুস্থ।

সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করন -

WhatsApp Group Join Now

কফি ও মধু হেয়ার মাস্ক (Coffee Hair Mask)

কফি ও মধু দিয়ে চুলের জন্য একটি দারুণ প্যাক বানানো যায়। প্রথমে একটি পাত্রে মধু ও কফি নিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরপর এই মিশ্রণটি স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত ভালোভাবে লাগান। ২০ মিনিট পরে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। সপ্তাহে ১ দিন এই প্যাক ব্যবহার করলে চুল হয়ে যাবে নরম ও ঝলমলে, আর চুলের ডগা চেরা ও রুক্ষ্ম ভাব দূর হবে। এছাড়া, এটি চুল পড়া বন্ধ করতেও সাহায্য করবে।

কফি ও পাতিলেবু হেয়ার মাস্ক (Coffee Hair Mask)

কফি ও পাতিলেবু দিয়ে চুলের জন্য একটি দারুণ প্যাক তৈরি করতে পারেন, যা খুশকির সমস্যা দূর করতে বেশ উপকারী। প্রথমে কফি ও পাতিলেবু মিশিয়ে একটি মাস্ক বানান। এই মিশ্রণটি স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত ভালোভাবে লাগিয়ে নিন। ২০ মিনিট পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ দিন এই প্যাক ব্যবহার করলে খুশকি দূর হবে এবং চুল থাকবে পরিষ্কার ও সুস্থ।

কফি ও ক্যাস্টর হেয়ার মাস্ক (Coffee Hair Mask)

কফি ও ক্যাস্টর অয়েল দিয়ে চুলের জন্য একটি দারুণ প্যাক তৈরি করতে পারেন, যা নতুন চুল গজাতে সাহায্য করবে। প্রথমে একটি পাত্রে ক্যাস্টর তেল নিন, তারপর তাতে কফি মেশান এবং ভালোভাবে মিশিয়ে নিন। এই মিশ্রণটি স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত ভালোভাবে লাগিয়ে নিন। ২০ মিনিট পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে ১ দিন এই প্যাক ব্যবহার করলে চুলের স্বাস্থ্য উন্নত হবে এবং নতুন চুল গজানোর প্রক্রিয়া ত্বরান্বিত হবে।

কফি ও ডিম হেয়ার মাস্ক

কফি ও ডিম দিয়ে চুলের জন্য একটি দুর্দান্ত প্যাক বানাতে পারেন। প্রথমে ডিমের হলুদ অংশের সঙ্গে কফি মিশিয়ে ভালো করে মেশান। এরপর এই মিশ্রণটি স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত ভালোভাবে লাগিয়ে নিন। ২০ মিনিট পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে ১ দিন এই প্যাক ব্যবহার করলে চুলে পুষ্টি জোগাবে। আর চুলের স্বাস্থ্যের উন্নতির জন্য সপ্তাহে ২ দিন এই প্যাক ব্যবহার করলে ভালো ফল পাবেন।

কফি ও মেওনিজ হেয়ার মাস্ক

কফি ও মেওনিজ দিয়ে চুলের জন্য একটি চমৎকার প্যাক বানানো যায়। মেওনিজ চুলের জন্য খুবই উপকারী, কারণ এটি চুলকে ময়েশ্চারাইজ করে এবং নরম রাখে। একটি পাত্রে কফি ও মেওনিজ নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত ভালোভাবে লাগিয়ে নিন। ২০ মিনিট পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে ১ দিন এই প্যাক ব্যবহার করলে চুল হয়ে উঠবে মজবুত ও উজ্জ্বল।

কফির হেয়ার মাস্ক চুল বৃদ্ধির জন্য খুবই উপকারী (Coffee Hair Mask)। এটি স্ক্যাল্প এক্সফোলিয়েট করতে সাহায্য করে, আর স্ক্যাল্পে ছত্রাক বা জীবাণু দূর করতে, চুলকানি বা খুশকির সমস্যা কমাতেও বেশ কার্যকর। এই মাস্কটি চুলের জন্য খুবই ভালো, কারণ এটি স্ক্যাল্পের স্বাস্থ্যের উন্নতি ঘটায় এবং চুলের গঠন মজবুত করে। সপ্তাহে ১ থেকে ২ দিন এই মাস্ক ব্যবহার করলে আপনি দ্রুত ফলাফল দেখতে পারবেন।

- Advertisement -
- Advertisement -

পড়তে ভুলবেন না

- Advertisement -