কুশল দাসগুপ্ত,শিলিগুড়ি: আজ মাল বাজারে গো এম্বুলেন্স এর উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব। আজ সকালে তিনি একটি স্বেচ্ছাসেবী সংস্থার অনুরোধে গো অ্যাম্বুলেন্স এর উদ্বোধন করলেন। মেয়র জানান পথ চলতে গরুদের অনেক রকমের সমস্যা হয়। বিশেষ করে যারা রাস্তায় রাস্তায় ঘুরে। তাদের পরিষেবা দেবে এই অ্যাম্বুলেন্স। তাদের সমস্ত রকম প্রাথমিক চিকিৎসা করা হবে এই এই এম্বুলেন্স এর তরফ থেকে। এর পরিষেবা পাবে সকল গরুই।
সবার জন্য ভাবা উচিত, এই ধারণা নিয়ে আমরা যদি চলতে পারি তবে জীবনে অনেক দূর এগিয়ে যাব। গরুদের জন্য এই অ্যাম্বুলেন্স এর ব্যবস্থা করে , এই স্বেচ্ছাসেবী সংস্থা নতুন দৃষ্টান্ত স্থাপন করলো। ওদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন, ওদেরকে বলেছি যখন প্রয়োজন হবে আমাকে ডাকতে আমি এসে উপস্থিত হব।