কুশল দাসগুপ্ত,শিলিগুড়ি: টয় ট্রেন হচ্ছে আরো আধুনিক উদ্যোগ পর্যটন দপ্তরের, দেশ কিংবা বিদেশের পর্যটকদের অন্যতম আকর্ষণ দার্জিলিংয়ের টয় ট্রেন। জগতবিখ্যাত এই ট্রেনের আধুনিকীকরণের কাজ শুরু হবে নভেম্বর থেকে। লক্ষ্য একটাই—পর্যটকদের আরও আকর্ষিত করা এবং টয় ট্রেনের অভিজ্ঞতাকে আরও স্মরণীয় করে তোলা।
নতুন পরিকল্পনা অনুযায়ী, ট্রেন এবং স্টেশনগুলোকে আলো দিয়ে সুন্দরভাবে সাজানো হবে। প্রতিটি স্টেশনে পর্যটকদের জন্য সুস্বাদু খাবারের আয়োজন থাকবে। ট্রেনের ভিতরে যাত্রীরা উপভোগ করতে পারবেন চা, কফি, এবং স্ন্যাকস। মিউজিক সিস্টেমের সংযোজনও থাকবে, যা যাত্রাকে আরও উপভোগ্য করে তুলবে।
জানা গেছে, বছরের পর বছর একই মডেলে চলছিল টয় ট্রেন। তাই এবার এর আধুনিকীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুততার সঙ্গে এই কাজ শেষ করার নির্দেশও দেওয়া হয়েছে।
বিশ্ব পর্যটনের অন্যতম আকর্ষণীয় স্থান হিসেবে দার্জিলিংয়ের টয় ট্রেনের জনপ্রিয়তা আরও বাড়ানোর লক্ষ্যে ওয়াল ট্যুরিজম নতুন এই উদ্যোগ গ্রহণ করছে। দার্জিলিং টয় ট্রেনকে বিশ্বের পর্যটন মানচিত্রে আরও গুরুত্বপূর্ণ করে তুলতেই এই পদক্ষেপ।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |