কুশল দাসগুপ্ত,শিলিগুড়ি: বছরের প্রথম দিন শিলিগুড়িতে তীব্র ঠান্ডায় কাঁপছে শহরবাসী। ঘন কুয়াশা এবং কনকনে ঠান্ডায় এদিন সকাল থেকে কাঁপছে শহর শিলিগুড়ির মানুষ। প্রচন্ড ঠান্ডায় দিন সকাল থেকেই রাস্তায় মানুষের সমাগম একেবারেই কম ছিল। বছরের প্রথম দিন অনেকেই চার চাকা নিয়ে বাইরে বেরিয়ে পড়েছেন। কিন্তু প্রচন্ড ঠান্ডায় অনেকেই রাস্তায় আসতে পারেন কুয়াশার জন্য। প্রচন্ড ঠান্ডায় এই দিন বর্ষবরণের সকাল একেবারেই অন্যরকম হয়ে গেল শহর শিলিগুড়ির মানুষের।
শিলিগুড়ির প্রধান তিনটি রোড, হিলকার্ড রোড, সেবক রোড এবং বর্ধমান রোডে সব যানবাহন একেবারে গতি কমিয়ে দেয়। আজ পহেলা জানুয়ারি , বছরের প্রথম দিন বন্ধ সবকিছুই। অফিস, বেসরকারি এবং সরকারি অফিস , ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং স্কুল কলেজ সবকিছুই এদিন বন্ধ থাকায় মানুষ ছুটির আমেজে সকালে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তবে প্রথম দিন চমকে দিলো ঠান্ডা, শহরের মানুষের কাছে প্রথম দিন ঠান্ডা একটু অন্যরকম করে দিল।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |