কুশল দাসগুপ্ত,শিলিগুড়ি: মর্মান্তিক দুর্ঘটনা মাথাভাঙ্গা তে ঝিনুক কুড়াতে গিয়ে ডুবে গেল তিনজন শিশু, কোচবিহারের মাথাভাঙ্গায় ঘটল এক হৃদয়বিদারক দুর্ঘটনা। ধরলা নদীতে ঝিনুক কুড়োতে গিয়ে জলে ডুবে মর্মান্তিকভাবে প্রাণ হারাল তিন কিশোর-কিশোরী। এই মর্মান্তিক ঘটনা ঘটে বৃহস্পতিবার, মাথাভাঙ্গা ১ নম্বর ব্লকের জোরপাটকির হাসানেরঘাট এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃতরা হল অঙ্কুশ অধিকারী, সুচিস্মিতা অধিকারী এবং আকাশ বর্মন। এদের মধ্যে সুচিস্মিতা ও অঙ্কুশ ভাই-বোন, এবং আকাশ তাদের মামাতো ভাই। জানা গেছে, সুচিস্মিতা ও অঙ্কুশ তাদের মামার বাড়ি বেড়াতে গিয়েছিল। এরপর মামাতো ভাই আকাশের সঙ্গে ধরলা নদীতে ঝিনুক কুড়োতে যায় তারা।
প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, নদীর গভীর জলে নেমে তারা তিনজনই ডুবে যায়। এই মর্মান্তিক ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবারগুলোর কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাথাভাঙ্গা থানার পুলিশ। স্থানীয় বাসিন্দারা নদীতে নেমে তিনজনকে উদ্ধার করেন। তড়িঘড়ি মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি দুজনের দেহ ঘটনাস্থলেই পড়ে ছিল।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |