কুশল দাসগুপ্ত,শিলিগুড়ি: শিলিগুড়িতে মাছের ব্যবসায় মন্দা চিন্তায় ব্যবসায়ী ও হোটেল মালিকরা ,গত এক মাস ধরে শিলিগুড়িতে মাছের আমদানি কমে যাওয়ায় ব্যবসায় মন্দা দেখা দিয়েছে। গত তিন বছরের তুলনায় এই বছর পরিস্থিতি আরও অনেক তাই খারাপ। বিশেষ করে বাংলাদেশের সমস্যার কারণে ইলিশ মাছ সেভাবে আসেনি বাংলাই। অন্যদিকে, বিহার ও অন্ধ্রপ্রদেশ থেকে যে পরিমাণে মাছ প্রতিবছর উত্তরবঙ্গে আসত, তাও এবার অনেকটাই কমেটাই
মাছের ব্যবসায়ীরা জানিয়েছেন, আগের তুলনায় মাছ কিনতে বেশি টাকা খরচ করতে হচ্ছে। কিন্তু বিক্রির পরিমাণ কমে যাওয়ায় লাভের মুখ দেখা কঠিন হয়ে পড়ছে। শিলিগুড়ি এবং উত্তরবঙ্গের বাজারে মাছের চাহিদা থাকা সত্ত্বেও সরবরাহ কমে যাওয়ায় ব্যবসায়ীরা দিশেহারা।
এই পরিস্থিতি হোটেল ও রেস্তোরাঁর মালিকদেরও সমস্যায় ফেলেছে। যারা মাছ সরবরাহ করেন, তারাও বেশি দামে মাছ কিনতে বাধ্য হচ্ছেন। শিলিগুড়ির পরিচিত বাজারগুলি—বিধান মার্কেট, হায়দার পাড়া বাজার এবং সুভাষপল্লী বাজার—মাছ বিক্রিতে মন্দা লক্ষ্য করা যাচ্ছে।
ডিম ও মাংসের বাজার তুলনামূলকভাবে ভালো অবস্থায় থাকলেও মাছের ব্যবসায় মন্দা। হোটেল ও উৎসবমুখর পরিবেশেও প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ব্যবসায়ীদের আশা, পুজোর আগে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে এবং মাছের বাজার ঘুরে দাঁড়াবে।