কুশল দাসগুপ্ত,শিলিগুড়ি: জীবনযুদ্ধে জয়ী দুই বোন, জবা রায় ও সাগরিকা রায়, কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের দুই বোন, এবার একসঙ্গে দেশের সেবার সুযোগ পেয়েছেন। বড় বোন জবা বিএসএফ (BSF) এবং মেজো বোন সাগরিকা সিআইএসএফ (CISF)-এর কনস্টেবল পদে যোগ দিতে চলেছেন। দারিদ্র্যের সঙ্গে লড়াই করে তাঁদের এই সাফল্য শুধু পরিবার নয়, গোটা এলাকাকেই গর্বিত করেছে।
জবা ও সাগরিকার পরিবার অত্যন্ত দরিদ্র। তাঁদের বাবা জয়গোবিন্দ রায় বছরের বেশিরভাগ সময় ভিনরাজ্যে শ্রমিকের কাজ করেন, আর মা অঞ্জলি রায় সামলান ঘরের কাজ। তিন বোনের মধ্যে বড় দুই বোন জবা ও সাগরিকা ছোটবেলা থেকেই সংসারের দায়িত্ব ভাগ করে নিয়েছেন। অন্যের জমিতে কাজ করেও নিজেদের পড়াশোনা চালিয়ে গেছেন। তাঁদের ছোট বোন রাখি বর্তমানে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে।
জবা (২৬) ও সাগরিকা (১৯) কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশনের জিডি কনস্টেবল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রমাণ করেছেন যে কঠোর পরিশ্রম ও ইচ্ছাশক্তি দারিদ্র্যকে জয় করতে পারে। তাদের বাড়ি এখনও বাঁশ ও টিনের তৈরি ছোট একটি ঘর, কিন্তু এই সাফল্য তাঁদের জীবনের প্রতিটি অধ্যায় বদলে দিয়েছে।
পরিবারের এই সাফল্যের খবর শুনে বাবা বাড়ি ফিরে এসেছেন। তিনি জানিয়েছেন, এতদিনের কষ্ট আজ সফলতায় রূপ নিয়েছে। দুই মেয়ের সাফল্যে গর্বিত মা-বাবা এখন আশায় দিন গুনছেন, তাঁদের সন্তানরা ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |