কুশল দাসগুপ্ত,শিলিগুড়ি: এটিএম মেশিনে কার চুপি যুবকের বুদ্ধিতে বাঁচলো অনেকের টাকা। শিলিগুড়ির সেবক রোডের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমে ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা। এটিএম মেশিনের টাকা বেরোনোর জায়গায় দুষ্কৃতীরা আঠা লাগিয়ে রেখেছিল, আর দূর থেকে পুরো বিষয়টি নজরে রাখছিল তারা।
এক যুবক টাকা তুলতে এসে দেখেন, তার অ্যাকাউন্ট থেকে টাকা কাটা গেলেও মেশিন থেকে কিছুই বেরোচ্ছে না। তখনই তিনি সন্দেহ করেন এবং বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে পাশের নিরাপত্তা রক্ষীকে ডাকেন। নিরাপত্তা রক্ষী তৎক্ষণাৎ মেশিনের সাটার নামিয়ে দেন এবং টাকা উদ্ধার করেন।
ঘটনাটি দেখে বাইরে অপেক্ষমাণ গ্রাহকরা একপ্রকার স্বস্তির নিঃশ্বাস ফেলেন, কারণ তারা বড় বিপদ থেকে রক্ষা পান। নিরাপত্তা রক্ষীর সক্রিয় ভূমিকার পাশাপাশি যুবকের সতর্কতাও এই পরিস্থিতি সামাল দিতে বড় ভূমিকা পালন করে। পরে ব্যাংক আধিকারিকরা ঘটনাস্থলে এসে সমস্যার সমাধান করেন এবং ওই যুবকের সচেতনতার জন্য তাকে ধন্যবাদ জানান।