কুশল দাসগুপ্ত,শিলিগুড়ি: শিলিগুড়ির অন্যতম জনপ্রিয় ক্রিকেট প্রতিযোগিতা, বাবলাতলা ক্রিকেট টুর্নামেন্ট, আজ থেকে শুরু হলো। শহরের ক্রিকেটপ্রেমীদের দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টের উদ্বোধন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। ব্যাট হাতে দুর্দান্ত শট খেলে তিনি সবাইকে চমকে দেন এবং উত্সাহিত করেন।
প্রতিবছর এই টুর্নামেন্টকে ঘিরে শহরে এক আলাদা উৎসবের আমেজ তৈরি হয়। মেয়র গৌতম দেব আশা প্রকাশ করেছেন যে এবারের প্রতিযোগিতা যথেষ্ট উত্তেজক এবং উপভোগ্য হবে। প্রতিটি দলকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “তোমরা সবাই এই টুর্নামেন্টকে আরও আকর্ষণীয় করে তুলবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র, চেয়ারম্যান, এবং শিলিগুড়ি পুরসভার অন্যান্য এমএমআইসি ও কাউন্সিলরেরা। শহরের ক্রিকেটপ্রেমীরা এই টুর্নামেন্টকে ঘিরে যথেষ্ট আগ্রহ দেখাচ্ছেন, যা বাবলাতলা ক্রিকেট প্রতিযোগিতার দীর্ঘস্থায়ী জনপ্রিয়তার প্রমাণ।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |