কুশল দাসগুপ্ত,শিলিগুড়ি: শিলিগুড়ির ৫ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড উৎসব উন্মেলন ২০২৪ আজ সাড়ম্বরে সূচনা হলো। এই বিশেষ অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক শংকর ঘোষ এবং কাউন্সিলর খুঁশবু মিতাল। সকাল থেকেই উৎসব উপলক্ষে ৫ নম্বর ওয়ার্ডে জমেছে উপচে পড়া ভিড়।
কাউন্সিলর খুঁশবু মিতাল জানালেন, এই উৎসব চলবে টানা ৬ দিন। ওয়ার্ডবাসীর জন্য মনোরঞ্জনের সবরকম আয়োজন রাখা হয়েছে। উৎসবে থাকবে আঁকা, গান, খেলাধুলা এবং আরও অনেক আকর্ষণীয় কার্যক্রম। এ বছর উৎসবে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণে আনন্দের মাত্রা আরও বেড়েছে।
বিধায়ক শংকর ঘোষ উৎসবের সাফল্যের জন্য সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “আমি ৫ নম্বর ওয়ার্ডের সমস্ত নাগরিকদের উৎসবের অংশ হতে আহ্বান জানাচ্ছি। আপনারা সবাই আসুন, উৎসব উপভোগ করুন এবং এই আয়োজনকে সফল করুন।” তিনি আরও জানান, উৎসব সফল করতে তিনি সর্বতোভাবে সহযোগিতা করবেন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |