কুশল দাসগুপ্ত,শিলিগুড়ি: ডুয়ার্সের চা বাগানে ছাগলের টোপ দিয়ে ধরা হলো চিতাবাঘ, ডুয়ার্সের মেচেনি চা বাগানে ছাগলকে টপ দিয়ে ধরা হলো চিতাবাঘ। বহুদিন ধরে চিতা বাঘের অত্যাচার বিব্রত ছিলেন গ্রামবাসীরা। একের পর এক মুরগি এবং ছাগল নিয়ে যাচ্ছিল ওই চিতা বাঘটি। দিনের বেলায় বাচ্চারা ঘরের বাইরে বের হতে পারছিলেন না, কোন মহিলা ও ভয় বাইরে আসতে পারছিল না। যেকোনো সময় চলে আসতো চিতাবাঘ, নিয়ে যেত খাবার জিনিস। শেষে বনদপ্তরের কাছে বারবার বলা হলে , বনদপ্তর ছাগলের টোপ দিয়ে ধরে চিতাবাঘ।
জালের উপর ছাগল ছিল, চিতাবা কে লোভ দেখিয়ে টপ দিয়ে কাছে নিয়ে আসেন বনদপ্তরে কর্মীরা, কাছে আসতে জাল দিয়ে জড়িয়ে ফেলা হয় ওই চিতাবাঘ টিকে। বন দপ্তরে কর্মীদের সাথে উপস্থিত ছিলেন এলাকার প্রচুর স্থানীয় মানুষ। ও মানুষের দিন বিরক্ত হয়ে লাঠি এবং বাস নিয়ে এসেছিলেন । বনদপ্তরের কর্মীরা নিজেরাই ধরে ফেলেন চিতাবাঘ কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |