কুশল দাসগুপ্ত,শিলিগুড়ি: আজ থেকে তাপমাত্রা কমবে শিলিগুড়িতে? , শীতের দেখা নেই শিলিগুড়িতে, আর তাতে হতাশ শহরের মানুষ থেকে পর্যটক সবাই। দিনের পর দিন অপেক্ষা করেও ঠান্ডা যেন আসতেই চাইছে না। শিলিগুড়িতে দিনের বেলা তাপমাত্রা 14 থেকে 16 ডিগ্রির কাছাকাছি থাকছে। রাতের তাপমাত্রা কিছুটা কমলেও, ডিসেম্বরের শেষ প্রান্তে এসেও সেই কাঙ্ক্ষিত ঠান্ডা অনুভূত হচ্ছে না।
আবহাওয়া দপ্তরের মতে, মৌসুমী বায়ুর ঘূর্ণিবতের কারণে ঠান্ডা আসতে দেরি করছে। আকাশে মেঘ থাকায় তাপমাত্রা কমছে না। তবে আশার খবর, যদি পরিস্থিতি ঠিকঠাক থাকে, তাহলে আগামী দু-একদিনের মধ্যেই তাপমাত্রা অনেকটাই কমে যেতে পারে।
শহরের মানুষ বলছেন, “ঠান্ডা পড়লেই শীতের আসল মজা শুরু হবে। শিলিগুড়িতে শীত মানেই মেলা, খাওয়া-দাওয়া, সিনেমা—সব মিলিয়ে অন্যরকম উৎসবের আমেজ। কিন্তু এই বছর ঠান্ডা না পড়লে সেই আনন্দটাই মাটি হয়ে যাচ্ছে।” সাধারণ মানুষের প্রশ্ন একটাই, “কবে আসবে সেই কাঙ্খিত ঠান্ডা?” কারণ শিলিগুড়ির শীতই তো শহরের আসল মজা।