কুশল দাসগুপ্ত,শিলিগুড়ি: শিলিগুড়ি শহরে আনন্দময়ী কালি বাড়িতে ভক্তদের উপচে পড়া ভিড়, বছরের প্রথম দিন আজকে, এছাড়া আজকে কল্পতরু উৎসব, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আজকের দিনে কল্পতরু হয়েছিলেন। তাই আজ শিলিগুড়ি আনন্দময়ী কালী বাড়িতে অন্যান্য কালীবাড়ির মতন নববর্ষের পুজো, এবং কল্পতর উৎসব পালন করার আয়োজন করা হয়েছিল। এই উপলক্ষে দিন সকাল থেকেই দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছিলেন মায়ের মন্দিরে পুজো দিতে। মায়ের কাছে প্রার্থনা তো করলেন ই তারা, এছাড়া আজকের দিন কল্পতরু উৎসব, কথিত আছে এই দিনে ঠাকুরের কাছে কিছু যদি চাওয়া হয় , ঠাকুর সেই ইচ্ছা পূরণ করেন।
বহুভক্ত এদিন মন্দিরে এসে প্রার্থনা করেন। রামকৃষ্ণ দেবের প্রিয় খাবার ছিল জিলিপি, তিনি জিলিপি খেতে প্রচন্ড পছন্দ করতেন। তাই আজ সবাইকে জিলিপি খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আনন্দময়ী কালীবাড়ি শুধু মাত্র শিলিগুড়ি তেই নয়, শিলিগুড়ির বাইরে ও বিখ্যাত। তাই আজকের বছরের প্রথম দিনে আনন্দময় কালীবাড়িতে নববর্ষের মায়ের পুজো, এবং কল্পতরু উৎসবকে নিয়ে চরম উন্মাদনা ছিল। সকাল থেকে বসে ভক্তরা অপেক্ষা করে করে, মায়ের পুজো এবং ঠাকুরের কাছে প্রার্থনা করে ফেরেন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |