বিশ্বের দ্রুততম বুলেট ট্রেন: চীন নতুন প্রজন্মের উচ্চগতির ট্রেন ‘সিআর ৪৫০’-এর প্রোটোটাইপ লঞ্চ করেছে। যেটা নিয়ে বিশ্বজুড়ে উত্তেজনা তুঙ্গে উঠেছে। চীনের পরিবহন মন্ত্রণালয়ের দাবি, এটি হতে যাচ্ছে বিশ্বের দ্রুততম ট্রেন। সিএনএন-এর রিপোর্ট অনুযায়ী, গত ২৯ ডিসেম্বর বেইজিংয়ে উন্মোচিত এই অত্যাধুনিক ট্রেনটি পরীক্ষামূলকভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৪৫০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম হয়েছে। তবে বাণিজ্যিক ব্যবহারে এটি ঘণ্টায় ৪০০ কিলোমিটার গতিতে চলাচল করবে।
বর্তমানে চীনে চালু থাকা ‘সিআর ৪০০’ মডেল, ২০১৭ সালে আত্মপ্রকাশ করেছিল। খবর সূত্রে জানা যাই ঘণ্টায় ৩৫০ কিলোমিটার গতিতে চলাচল করে ট্রেনটি। তবে নতুন ‘সিআর ৪৫০’ মডেলটি এই গতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছেত। নির্মাতা সংস্থার মতে, ‘সিআর ৪৫০’ শুধু গতি বাড়াতেই নয়, বরং শক্তি সাশ্রয়, শব্দ নিয়ন্ত্রণ, এবং ব্রেকিং পারফরম্যান্সের ক্ষেত্রেও অসাধারণ। বাণিজ্যিক পরিচালনার মান নিশ্চিত করতে ট্রেনটি ৩ হাজারটি পরীক্ষামূলক চলাচল এবং ২ হাজার প্ল্যাটফর্ম পরীক্ষা সম্পন্ন করেছে।
চীনা স্টেট রেলওয়ে গ্রুপের মতে, নতুন ‘সিআর ৪৫০’ মডেলের বাণিজ্যিক সেবা শুরুর আগে আরও কিছু রেললাইন পরীক্ষা এবং উন্নয়নের প্রয়োজন। এর মাধ্যমে নিশ্চিত করা হবে ট্রেনটির কার্যকারিতা এবং যাত্রীদের নিরাপত্তা।গত এক দশকে চীন রেলপথ উন্নয়নের ক্ষেত্রে বিশ্বে নেতৃত্বস্থানীয় দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। বর্তমানে চীনের রেলওয়ে নেটওয়ার্কের মোট দৈর্ঘ্য ১ লাখ ৬০ হাজার কিলোমিটার, যার মধ্যে ৪৬ হাজার কিলোমিটার উচ্চগতির রেলপথ।
বর্তমানে চীনের উচ্চগতির রেল যোগাযোগ শহর ও গ্রামীণ অঞ্চলের মধ্যে দ্রুত, আরামদায়ক, এবং সহজ যাতায়াতের জন্য একটি কার্যকর বিকল্প হিসেবে প্রমাণিত হয়েছে। নতুন প্রজন্মের এই ‘সিআর ৪৫০’ ট্রেন শুধুমাত্র গতি বাড়ানোর ক্ষেত্রেই নয়, বরং প্রযুক্তি এবং আরামের দিক থেকেও এক যুগান্তকারী উদ্ভাবন হিসেবে ধরা হচ্ছে।