25.3 C
Kolkata
Wednesday, February 5, 2025

জানুয়ারি মাসে ফ্রি রেশন সামগ্রীর তালিকা: রেশন কার্ড অনুযায়ী বিস্তারিত দেখুন!

জানুয়ারি মাসে ফ্রি রেশন সামগ্রীর তালিকা: বছরের শুরুতেই ফ্রি রেশন সামগ্রী নিয়ে দারুণ সুখবর! দেশের নিম্নবিত্ত ও দরিদ্র পরিবারগুলোর জন্য রেশন সামগ্রী তাদের জীবনের বড় ভরসার জায়গা। করোনার সময় থেকেই রেশনে বিনামূল্যে খাদ্যদ্রব্য সরবরাহ শুরু হয়, যা কোটি কোটি সাধারণ মানুষের উপকারে এসেছে। কেন্দ্রীয় সরকারের তরফে এই গুরুত্বপূর্ণ উদ্যোগের সময়সীমা ২০২৮ সাল পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পশ্চিমবঙ্গের সমস্ত রেশন কার্ড গ্রাহকদের জন্য দারুণ সুখবর! জানুয়ারি মাসের শুরু থেকেই রেশন সামগ্রীর বণ্টন শুরু হয়ে গেছে। এবার, বিনামূল্যে রেশন সামগ্রীর আওতায় বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী একজন গ্রাহক কতটা অতিরিক্ত খাদ্য সামগ্রী পাবেন, তা জানিয়ে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের নিম্ন ও দরিদ্র মানুষ গুলির জন্য রাজ্য সরকার রেশন সামগ্রীতে কিছু বাড়তি খাদ্য দ্রব্য সরবরাহের ব্যবস্থা করেন।

জানুয়ারি মাসে ফ্রি রেশন সামগ্রীর তালিকা

দেশের মানুষের সুবিধার জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের তরফে বিভিন্ন রেশন কার্ড অনুসারে সামগ্রীর তালিকা আলাদা করা হয়েছে। এর ফলে, কোন গ্রাহকরা কম বা বেশি আইটেম পাচ্ছেন, তা সহজেই বোঝা যাবে। তাহলে, বছরের শুরুতেই, আপনি কী পরিমাণ চাল, গম, চিনি, তেল পাবেন, তা এক নজরে দেখে নিন।

অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY) কার্ডধারীরা পাবেন ২১ কেজি চাল, আটা পাবেন ১৩,৩০০ কেজি আর চিনি ১ কেজি করে দেওয়া হবে। এবারে এই চিনি একদম ফ্রিতে না দেওয়া হতেও পারে আবার টাকাও নেওয়া হতে পারে। SPHH এবং PHH কার্ডধারীদের জন্য চাল ৩ কেজি প্রতি গ্রাহকদের ও আটা ১,৯০০ কেজি দেওয়া হবে, এছাড়াও আটার বদলে কেউ চাইলে গম নিতে পারবে।

কার্ড ধরণপ্রতি ব্যক্তি চাল (কেজি)গম/আটা (দেওয়া হয় না)
RKSY – 1৫ কেজিনা
RKSY – 2২ কেজিনা

এই তালিকা অনুযায়ী, RKSY – 1 কার্ডধারী প্রতি মাসে ৫ কেজি চাল পাবেন, আর RKSY – 2 কার্ডধারী পাবেন ২ কেজি চাল। তবে, এই গ্রাহকদের গম বা আটা দেওয়া হয় না। পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সাথী প্রকল্পের আওতায় এই সামগ্রী প্রদান করা হচ্ছে।

রেশনে নতুন নিয়ম

রেশনে স্বচ্ছতা আনতে রাজ্য সরকার এখন রেশন ডিলারশিপগুলিতে বিশেষ নজরদারির ব্যবস্থা করেছে। যাতে প্রত্যেক রেশন গ্রাহক ঠিকমত রেশন সামগ্রী পাচ্ছেন কিনা, তার জন্য সরকারের আধিকারিকরা নিয়মিত মনিটরিং করছেন। যদি কোন গ্রাহক রেশন প্রকল্পে কোনো সমস্যা অনুভব করেন, তাহলে তিনি সহজেই নিকটস্থ রেশন ডিলারশিপে গিয়ে তার সমস্যার কথা জানাতে পারেন। এই পদক্ষেপের মাধ্যমে রাজ্য সরকার রেশন ব্যবস্থাকে আরও কার্যকর এবং স্বচ্ছ করে তুলেছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

24,000FansLike
3,000FollowersFollow
2,300SubscribersSubscribe

POPULAR POST

Top Collection